খেলার টুকরো খবর |
|
আন্তঃবিদ্যালয় ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর
|
|
নিজস্ব চিত্র। |
কালনা সুপার সকার ক্লাবের মন্তেশ্বর শাখার উদ্যোগে শুরু হল আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। সোমবার থেকে মন্তেশ্বর, বাঘাসন, ভাগড়া ও পিপলন গ্রামের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে ৩২টি দল। এ দিন চারটি মাঠে মোট ১৬টি দল খেলায় যোগ দেয়। জয়লাভ করে মন্তেশ্বর, বসন্তপুর, মালডাঙা, বেলেন্ডা, দেবপুর, সুটরা, মধ্যমগ্রাম ও পিপলন এলাকার স্কুলগুলি। ক্লাব সূত্রে জানা গিয়েছে, এই প্রতিযোগিতার সেরা দলটি মহকুমা ভিত্তিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।
|
স্কুলে যোগাসন
নিজস্ব সংবাদদাতা • কালনা
|
|
নিজস্ব চিত্র। |
জিমন্যাস্টিক ও যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হল কালনা ২ ব্লকের আনুুখাল উচ্চ বিদ্যালয়ে। জোনাল কাউন্সিল অফ গেমস অ্যান্ড স্পোটর্সের কালনা ২ শাখার উদ্যোগে মোট ১৮টি স্কুলের পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। পঞ্চম থেকে দশম শ্রেণির মোট ৬৯ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় যোগ দেয়। আনুুখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্য বলেন, “এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের জিমন্যাস্টিক ও যোগাসন চর্চায় আরও উৎসাহ দেবে।”
|
ফাইনালে সবুজ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
জাগরণী সঙ্ঘ আয়োজিত ২৮তম মানিক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল বর্ধমানের সবুজ সঙ্ঘ ও বাগুইআঁটির নির্ভিক সঙ্ঘ। সেমিফাইনালে সবুজ সঙ্ঘ জৌগ্রাম কোচিং সেন্টারকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। অন্য সেমিফাইনালে বাগুইআঁটি নির্ভিক সঙ্ঘ রিষড়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায়। দুটি গোল করেছেন রবি কর্মকার ও বড়কা সাঁতরা।
|
জয়ী অগ্রদূত সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
তৃতীয় ডিভিশন লিগের খেলায় অগ্রদূত সঙ্ঘ ২-০ গোলে রথতলা প্রভাত প্রগতী সঙ্ঘকে হারিয়েছে। রাধারানি স্টেডিয়ামের এই খেলায় গোল করেন হারাধন কোঁড়া ও অনিমেষ মন্ডল। দ্বিতীয় ডিভিশন ফুটবলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ও বিপিসিসির মধ্যে খেলাটি ড্র হয়েছে। স্পন্দন মাঠে এই খেলা হয়।
|
জয়ী বীরভানপুর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
|
নিজস্ব চিত্র। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। গ্যামন ব্রিজের মাঠে দুর্গাপুর টাউন ক্লাবকে ২-১ গোলে হারায় তারা। বিজয়ী দলের হয়ে চিরঞ্জিত আঁকুড়ে ও চন্দন সামন্ত এবং বিজিত দলের হয়ে প্রশান্ত বাগদি গোল করেন। খেলাটি পরিচালনা করেন মুক্তারাম মণ্ডল ও আশিস মণ্ডল।
|
জয়ী মহাবীর সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল মহাবীর সঙ্ঘ। আপার চেলিঙাঙ্গা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা লোকো কোচিং সেন্টারকে ট্রাইবেকারে ৫-১ গোলে হারায়। নির্ধারিত সময় খেলার ফল ছিল ১-১। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অর্ণব রতন মল্লিক।
|
নেতাজি গোল্ড কাপ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
এনইউসিএ ক্লাব আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। ক্লাবের মাঠে আয়োজক সংস্থাকে ৪-৩ গোলে হারায় তারা। ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের অমর কুমার।
|
জয়ী চেলিডাঙা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
|
সিএমসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল আসানসোল চেলিডাঙা হাইস্কুল। মিউনিসিপ্যাল পার্ক মাঠের এই খেলায় ২-১ গোলে এনসি লাহিড়ী এইচএস স্কুলকে হারায় তারা।
|
চিত্তরঞ্জন ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন
|
চিত্তরঞ্জন জোনাল স্পোটর্স আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের প্রথম দিনের খেলা অমীমাংসিতভাবে শেষ হল। মঙ্গলবার ফতেপুর মাঠের খেলায় ফতেপুর আরসি ও শিবাজী সঙ্ঘ একটি করে গোল করে।
|
চ্যাম্পিয়ন এবিসি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
|
এমএএমসি জুবিলি ক্লাব আয়োজিত দুই রাত্রি নৈশ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এবিসি ক্লাব, আড়া। ক্লাবের মাঠে ট্রাইবেকারে ৩-২ গোলে ভগৎ সিংহ স্পোর্টিং ক্লাবকে হারায় তারা। |
|