টুকরো খবর
শিল্পশহরের সমস্যা সমাধানে বৈঠক
শিল্পশহরে পরিকাঠামোগত সমস্যা সমাধানে শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করল হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ)। শুক্রবার টাউনশিপের হলদিয়া ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা এইচডিএ-র চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, বন্দরের চেয়ারম্যান মনীশ জৈন, এইচডিএ-র মুখ্য নির্বাহী আধিকারিক পি উলগানাথন, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল ভৌমিক, এসডিপিও অমিতাভ মাইতি প্রমুখ। বন্দরের নাব্যতার অভাবই সম্ভবত শিল্পশহরের সবচেয়ে বড় সমস্যা। বেহাল পথ-ঘাট, নিকাশি প্রতিকূলতাকে আরও বাড়িয়েছে। এই সব সমস্যার সমাধানে কী পদক্ষেপ করা যায়সেটাই ছিল এ দিনের আলোচনার মূল বিষয়। বৈঠক শেষে এইচডিএ-র মুখ্য নির্বাহী আধিকারিক পি উলাগানাথন জানান, সমস্যা সমাধানে এইচডিএ অনেকগুলি পরিকল্পনা নিয়েছে। কাজও চলছে। বন্দরের নাব্যতা সমস্যা, রাস্তাঘাট, আলো, নিকাশির উন্নয়নে জোর দেওয়া হবে। এইচডিএ নিকাশির জন্য মাস্টার প্ল্যান অনুযায়ী কিছু কাজ করবে। এ দিনের বৈঠকে বন্দরের সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থাগুলি নিয়ে আলোচনা হয়। মাঝ সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে ‘ট্রান্সলোডিং’ ব্যবস্থা চালু, ‘বার্জ জেটি’ তৈরির কাজ ছাড়াও শালুকখালিতে দ্বিতীয় বন্দর তৈরি নিয়ে আলোচনা হয়। বন্দরের চেয়ারম্যান মনীশ জৈন বলেন, “আশা করছি ২০১৪ সালের শেষের দিকে বন্দর-২ চালু করা যাবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে এই বন্দর গড়ে তোলার প্রক্রিয়া চলছে।” শিল্পশহরে সমাজবিরোধী কার্যকলাপের বাড়বাড়ন্ত নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বাড়তি পুলিশি নজরদারি ও যান চলাচল নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। এর জন্য ইতিমধ্যেই ২০০ গ্রিন পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকর্মা পুজোর আগেই হলদিয়া মহকুমার পাঁচটি থানা এলাকায় ৬ মাসের চুক্তিতে গ্রিন পুলিশ নিয়োগ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি। এদের বেতন দেবে এইচডিএ।

ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের নালিশ
মানসিক ভারসাম্যহীন এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন গ্রামের এক কোণে। বয়স আনুমানিক ত্রিশ। অসহায় ওই মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেওয়ার পরে চিকিৎসকেরা জানালেন, নয় মাসের অন্তঃসত্ত্বা তিনি। বৃহস্পতিবার সকালে এই খবর জানাজানির পরেই উত্তেজনা ছড়ায় দাসপুরের কুলটিকরি গ্রামে। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার অসহায়তার সুযোগ নিয়েছে যে বা যারাতাদের গ্রেফতারের দাবিতে সরব হন এলাকার মানুষ। দাসপুর থানার পুলিশ শুক্রবারই একটি ধর্ষণের মামলা শুরু করেছে। ঘাটালের সিআই অসিত সামন্ত বলেন, “ঘটনায় কে বা কারা জড়িত, তার তদন্ত চলছে। একটি ধর্ষণের মামলা করা হয়েছে।” স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার ঘরবাড়ির ঠিকানা-পরিচয় জানা নেই কারও। বেশ কয়েকমাস ধরেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি। ফুটপাথেই ছিল সংসার। এখানে-ওখানে চেয়ে-চিন্তে দিন কেটে যেত। দিনভর আশপাশের গ্রামে ঘুরে বেড়ালেও ইদানীং সন্ধ্যা নামতেই কুলটিকরি গ্রামে ফিরে আসছিলেন ওই মহিলা। বুধবার রাতভর গ্রামের আইসিডিএস কেন্দ্রের সামনে পড়েছিলেন। সকালবেলা তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক আশাকর্মী আশপাশের লোকদের ডেকে এনে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ৯ মাসের অন্তঃসত্ত্বা। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দু পাত্র বলেন, “এখন ওই মহিলা সোনাখালি হাসপাতালেই রয়েছেন। চিকিৎসা চলছে।” দাসপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, “তদন্ত শুরু হয়েছে। ওই মহিলা একটু সুস্থ হলেই কথা বলা হবে।”

অটো চলল
ঘাটাল-রানিচক রুটে অটো চলাচল স্বাভাবিক হল শুক্রবার। বুধবার ঘাটালের মনোহরপুরে দুর্ঘটনার পর থেকেই ওই রুটের অটো চলাচল অনিয়মিত হয়ে পড়েছিল। বৃহস্পতিবার রাতে ঘাটাল থানার পুলিশ অটো চালকদের নিয়ে বৈঠকে বসে। বৈঠকে অটো প্রতি চার জন যাত্রী তোলার পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তবেই চালাতে দেওয়া হবে বলে জানিয়ে দেয় পুলিশ-প্রশাসন।

সমবায়ে জয়
কাঁথি সমবায় ইউনিয়নের কর্মকর্তা নিবার্চনে জয়ী হল তৃণমূল। বৃহস্পতিবার সমবায় ইউনিয়নে পরিচালন সমিতির নিবার্চনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ১৫টি আসনেই তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়ন পত্র জমা না দেওয়ায় তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। কাঁথি ও এগরা মহকুমার ১৩টি ব্লকের সমবায় সমিতির ইউনিয়ন আগে সিপিএমের দখলে ছিল। রাজ্যে পালাবদলের পরে নতুন সরকার সমবায় ইউনিয়নের সিপিএম প্রভাবিত নিবার্চিত পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক নিযুক্ত করেছিলেন।

পুলিশের উদ্যোগ
সাধারনের সঙ্গে জনসংযোগ বাড়াতে আবারও উদ্যোগী হল পুলিশ। শুক্রবার কাঁথি থানার উদ্যোগে দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ে একটি চিকিৎসা শিবির আয়োজিত হয়। শিবিরে অনেকের চোখ পরীক্ষা, ছানি পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, গভবর্তী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ ছাড়া আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসাও করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু, কাঁথির আইসি সুব্রত বারিক, সহ-সভাধিপতি মামুদ হোসেন ও দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি
কুঠিঘাটে নতুন ফাঁড়ি, থানায় পুলিশ কর্মী-অফিসারের সংখ্যা বাড়ানো, চুরি-ডাকাতি রুখতে পুলিশি টহলদারি বাড়ানো, অবৈধ মদের দোকান বন্ধ-সহ নানা দাবিতে ঘাটাল থানায় ডেপুটেশন দিল ব্লক কংগ্রেস। গত বুধবার এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা কৌশিক গোস্বামী। ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.