টুকরো খবর |
বধূর মৃত্যু, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পণ বাবদ ৭ হাজার টাকা না-পেয়ে গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার রাতে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েতের যাতাপুর গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম সাবির আলি ও খারশেদ মহম্মদ। তাদের বাড়ি ওই এলাকাতেই। বুধবার রাত ৮ টা নাগাদ রান্নাঘরে অগ্নিদগ্ধ হন তনুজা খাতুন (২১) নামে ওই গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্বশুরবাড়ির লোকেরাই রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করান। এদিন ভোর রাতে গৃহবধূর মৃত্যু হয়। মৃতার দাদা রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কয়লাডাঙ্গি এলাকার বাসিন্দা আমজাদ আলি তাঁর বোন তনুজার স্বামী, শ্বশুর ও শাশুড়ি সায়েদা খাতুনের বিরুদ্ধে হেমতাবাদ থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে পেশায় দিনমজুর সাবিরের সঙ্গে তনুজার বিয়ে হয়। তাঁদের দেড় বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। আমজাদ আলির অভিযোগ, বোনের বিয়ের সময়ে পাত্রপক্ষকে ২০ হাজার টাকা নগদ দেওয়ার কথা থাকলেও তাঁরা ১৩ হাজার টাকার বেশি দিতে পারেননি। বিয়ের পর থেকেই বাকি ৭ হাজার টাকা চেয়ে তাঁর বোনের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত। টাকা না দেওয়ায় তাঁর বোনকে অভিযুক্তরা ওই দিন গায়ে আগুন লাগিয়ে খুন করে। কয়েকমাস আগেও তাঁর বোনকে গায়ে আগুন লাগিয়ে শ্বশুরবাড়ির লোকজন খুনের চেষ্টা করেছিলেন বলে আমজাদ আলির অভিযোগ। মৃতার স্বামীর দাবি, স্ত্রী নিজে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
অভিযোগ ধর্ষণের, থানায় মা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগে পুলিশে অভিযোগ জানালেন তাঁর মা। বুধবার সন্ধ্যায় বালরঘাট থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ জানায়, ৩০ জুলাই ঘটনাটি ঘটে ওই থানার পূর্ব চকরাম এলাকায়। পুলিশ জানায়, অভিযুক্তের নাম শ্যামল টুডু। সে সময় গ্রাম্য সালিশির মাধ্যমে ৩৫ হাজার টাকার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। যুবতীর বিধবা মা গোলাপী দেবী বলেন, “গত ৩০ জুলাই দুপুরে মাঠে গরু চড়াতে গিয়েছিলাম। বাড়িতে মেয়ে একা ছিল। সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক বাড়িতে মেয়েকে ধর্ষণ করে। এলাকার কয়েকজন লোক ৩৫ হাজার টাকায় বিষয়টি মিটিয়ে নিতে চাপ দিয়েছিলেন। একা অসহায় অবস্থার মধ্যে মেয়েকে নিয়ে থাকি। সে সময় ওই প্রস্তাব মেনে নিলেও পরে ভুল বুঝতে পেরে অভিযুক্তের শাস্তি চেয়ে পুলিশে অভিযোগ জানাই।” বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে তাকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। সালিশির নামে অপরাধ আড়াল করার সঙ্গে জড়িত এলাকার মাতম্বরদের খোঁজ চলছে।” অভিযুক্তের স্ত্রী জ্যোৎস্না দেবী বলেন, “স্বামী কোথায় গিয়েছেন জানা নেই। কোনও খারাপ কাজ করেছেন বলে জানি না।”
|
বিল দু’লক্ষ
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
বিপিএল তালিকাভূক্ত এক গ্রাহককে দুই লক্ষাধিক টাকার বিল পাঠানোর অভিযোগ বিদ্যুৎ বণ্টন কোম্পানির বিরুদ্ধে। কোচবিহার তুফানগঞ্জের বালাভূত এলাকার বাসিন্দা ওই বিদ্যুৎ গ্রাহকের নাম শরিয়ত আলি। পেশায় দিনমজুর ওই ব্যক্তিকে চলতি বছরের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত তিন মাসের বিদ্যুৎ খরচ বাবদ ২,১৫,১৭৯ টাকার বিল পাঠানো হয়েছে। সম্প্রতি ওই বিল পাওয়ার পর দিশেহারা হয়ে পড়েন তিনি। বিদ্যুৎ বণ্টন কোম্পানির তুফানগঞ্জের স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানিয়ে ইতিমধ্যে লিখিত অভিযোগ করেছেন ওই গ্রাহক। তাঁর আত্মীয় নজরুল হক বলেন, “রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুৎ যোজনা প্রকল্পে ৮ মাস আগে বিদুৎ সংযোগ পান। দুইটি লাইট ছাড়া অন্য কিছু ব্যবহার করেন না ওঁরা। দু’লক্ষের টাকার বিল কি করে পাঠাল বুঝতে পারছি না।”
|
সরব শিক্ষা সেল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
কর্মরত শিক্ষকদের বিএড প্রশিক্ষণের জন্য ২০২০ পর্যন্ত সুযোগ দেওয়ার দাবি তুলে সরব হল কোচবিহার জেলা তৃণমূল শিক্ষা সেল। বৃহস্পতিবার কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি পাঠান শিক্ষা সেলের নেতৃত্ব। সংগঠনের অভিযোগ, কোচবিহার জেলায় এক হাজারের বেশি হাইস্কুল শিক্ষকের বিএড প্রশিক্ষণ নেই। এসএসসি’র মাধ্যমে ওই শিক্ষকদের অনেকেই ২০১২ সালের মধ্যে বিএড প্রশিক্ষণ না নিলে বেতন বৃদ্ধি বন্ধ হওয়ার দুঃশ্চিন্তায় ভুগছেন। শিক্ষা সেলের কোচবিহার জেলা সভাপতি নিরঞ্জন দত্ত বলেন, “কারও বেতন বৃদ্ধি বন্ধ না করে সকলকে ২০২০ সালের মধ্যে সকলকে বিএড করার সুযোগ দেওয়ার বিষয়টি শিক্ষামন্ত্রী বিবেচনা করবেন বলে আমরা আশা করছি।”
|
আন্দোলনে নামল ফব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার সহ দশ দফা দাবিতে কোচবিহারে আন্দোলনে নামল ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ বন্টন কোম্পানির কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের দফতরের সামনে বিক্ষোভ দেখান। নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বিধায়ক দীপক সরকার, বিধায়ক নগেন রায়। পরে তারা ডিভিশনাল ম্যানেজারকে স্মারকলিপি দেন।
|
লাক্ষা চাষ |
১০০ দিনের প্রকল্পে দক্ষিণ দিনাজপুরে লাক্ষা চাষ শুরু হল। বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চকরামানাত ও মোস্তাফাপুর মৌজায় ২৫ একর জমি বেছে নিয়ে বৃহস্পতিবার প্রকল্পের সূচনা করেন জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। উপভোক্তারা ১২ একর জমিতে চারা বোনার কাজ করেন। প্রকল্পে ১৪ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
পে-লোডারের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির নেতাজি মোড়ে। মৃতের নাম নকুল রায় (৫৫)। বাড়ি ৩৪ নম্বর ওয়ার্ডের নেপালি বস্তিতে। ক্ষুব্ধ জনতা গাড়িটি ভাঙচুর করে।
|
বরাদ্দ পেয়ে বধূ খুনে ধৃত ২ |
পণ না পেয়ে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের যাতাপুরে। পুলিশ স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে।
|
‘সংঘর্ষ, মৃত ২ |
বিএসএফ ও সন্দেহভাজন গরু পাচারকারীদের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে শোভাপুর সীমান্ত চৌকির কাছে ঘটনাটি ঘটেছে। |
|