কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচার রুখতে গিয়ে বিএসএফ ও সন্দেহভাজন পাচারকারীদের মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে এক সন্দেহভাজন চোরাকারবারী। চোরাকারবারীদের হামলায় ২ জন বিএসএফ জওয়ান জখম হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে শোভাপুর সীমান্ত চৌকির কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হুমায়ুন শেখ (২৪), হাসেম আলি (২৫)। জখম চোরাকারবারির নাম নিজামুদ্দিন শেখ। চোরাকারবারীদের হানায় ২০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান রাজবীর সিংহ, রবিকিরন সিংহ জখম হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “চোরাকারবারীদের সঙ্গে বিএসএফের জওয়ানদের সংঘর্ষে ২ জনের মৃত্যুর খবর পেয়েছি। ৩ জন জখম হওয়ার খবরও রয়েছে। বিএসএফের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ জানায়নি।” জেলা পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভোর তিনটে নাগাদ শোভাপুর সীমান্ত চৌকির ১ নম্বর গেটের দক্ষিণে দু’জায়গায় প্রায় ১০০ সন্দেহভাজন দুষ্কৃতী কাঁটাতারের বেড়া কাটছিল। শব্দ পেয়ে টহলরত জওয়ান রাজবীর সিংহ ও রবিকিরণ ছুটে গিয়ে বাধা দেন। চোরাকারবারীরা জওয়ান রাজবীর সিংহকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জওয়ান রবিকিরণ বাধা দেয়। বাধা পেয়ে চোরাকারবারীরা বিএসএফের জওয়ানদের লক্ষ্য করে বোমা গুলি ছুড়তে থাকে। পাল্টা আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরাও গুলি চালাতে থাকে। নিমেষের মধ্যে সীমান্ত এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। চোরাকারবারীদের ছোঁড়া বোমায় দুইজন জওয়ান জখম হয়েছেন। পাল্টা বিএসএফের ছোঁড়া গুলিতে ৩ জন জখম হন। ঘটনাস্থালেই হুমায়ুন শেখের মৃত্যু হয়। গুলিবিদ্ধ অবস্থায় ধুলিয়ান নিয়ে যাওয়ার পথে হাসেম শেখের মৃত্যু হয়। বিএসএফের ডিআইজি (জি) শ্রী মধুকর বলেন, “চোরাকারবারীরা বাংলাদেশে গরু পাচার করার জন্য দুই জায়গায় বেড়া কাটছিল। জওয়ানরা বাধা দিলে চোরাকারবারিরা জওয়ানদের লক্ষ করে বোমা ছুড়তে থাকে। চোরাকারবারীদের হামলায় দুই জওয়ান জখম হয়েছেন। আত্মরক্ষার জন্য জওয়ানরা গুলি চালাতে বাধ্য হয়েছেন।” |