|
|
|
|
স্থগিতাদেশ নেই, হলদিয়া মেডিক্যালে পাঠ বহাল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হলদিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থা আইকেয়ার পরিচালিত মেডিক্যাল কলেজে পঠনপাঠন চালু রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিয়েছে। ফলে ওই মেডিক্যাল কলেজে পঠনপাঠন চালিয়ে যেতে আপাতত কোনও অসুবিধা হওয়ার কথা নয়।
সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ ওই কলেজের পরিচালন সমিতির অন্যতম কর্তা। রাজ্যের নতুন সরকার, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই গত বছর একযোগে ওই মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করে বিজ্ঞপ্তি জারি করেছিল। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে কলেজ-কর্তৃপক্ষ ওই তিন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের বিচারপতি গিরীশ গুপ্ত সম্প্রতি ওই তিনটি বিজ্ঞপ্তি খারিজ করে দেন। বিচারপতির মন্তব্য ছিল, “আমাদের রাজ্যে চিকিৎসকের অভাব রয়েছে। অভাব রয়েছে মেডিক্যাল কলেজেরও। এই অবস্থায় আমাদের পক্ষে একটি চালু মেডিক্যাল কলেজ বন্ধ করে দেওয়ার বিলাসিতা দেখানো উচিত নয়।” তিনি ওই কলেজে পঠনপাঠন চালু রাখার নির্দেশ দেন।
বিচারপতি গিরীশ গুপ্তের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার। এ দিন সেই মামলার শুনানি হয়। অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানায় রাজ্য সরকার। কলেজ-কর্তৃপক্ষের আইনজীবী এস এস কপূর এবং আইকেয়ার সোসাইটির আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “এখন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলে পড়াশোনার কাজ ব্যাহত হবে। ক্ষতিগ্রস্ত হবেন পড়ুয়ারা।” বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও বিচারপতি তরুণ দাসের ডিভিশন বেঞ্চ এর পরেই স্থগিতাদেশের আর্জি নাকচ করে দেয়। |
|
|
|
|
|