|
|
|
|
কলেজে বিবাদ, ক্লাস সাসপেন্ড |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কমার্স কলেজের এক শিক্ষককের সঙ্গে খারাপ আাচরণের অভিযোগ উঠেছে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার জেরে দ্বিতীয় পিরিয়ডের পর ‘ক্লাস সাসপেন্ড’ করে দেন শিলিগুড়ি কমার্স কলেজ কর্তৃপক্ষ। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই পাল্টা খারাপ ব্যবহারের অভিযোগ তুলেছেন কমার্স কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ক্লাস ঘর নিয়ে। শিলিগুড়ি কলেজের ভবনে সন্ধ্যায় কমার্স কলেজের ক্লাস হয়। এ দিন সাড়ে পাঁচটা নাগাদ কলেজের একটি শ্রেণিকক্ষ সংস্কারের বিষয়ে খতিয়ে দেখছিলেন দু’জন ইঞ্জিনিয়ার। তাঁদের সঙ্গে শিলিগুড়ি কলেজের একজন শিক্ষক ছিলেন। সেই সময় ওই কক্ষেই কমার্স কলেজের ইনফরমেশন টেকনোলজি বিষয়ের শিক্ষক শুভেন্দু গুহ ক্লাস নিতে যান। তিনি ইঞ্জিনিয়ারদের ক্লাস নেওয়ার ব্যপার জানিয়ে ঘর ফাঁকা করতে বলেন। সে সময় তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ। পরে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ গিয়ে সেখানে গিয়ে শ্রেণিকক্ষটি কোন কলেজের সেই প্রসঙ্গ তুলে তাঁকে গালি দেন বলে অভিযোগ।
মলয়বাবু বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ভূমিকম্পের ফলে ওই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তা খতিয়ে দেখছিলেন দুই ইঞ্জিনিয়ার। এক শিক্ষকও ছিলেন। সেই সময় তাঁদের ঘর থেকে বের হতে বলে খারাপ আচরণ করে ওই শিক্ষক। তা নিয়েই ওই কলেজের অধ্যক্ষকে জানাই।” কমার্স কলেজের অধ্যক্ষ অসীম মুখোপাধ্যায় বলেন, “আমাদের কলেজের এক শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে সন্ধ্যায় ওই ভবনে ক্লাস চালাই। এভাবে অপর কলেজের অধ্যক্ষ আমাদের শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করেত পারেন না।” |
|
|
|
|
|