টুকরো খবর
পুর-উদ্যোগে স্কুল ফুটবল
—নিজস্ব চিত্র।
বল পায়ে দৌড়চ্ছেন পরিবেশ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত। বাইরে থেকে তাঁকে উৎসাহ দিচ্ছেন ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল। কৃষ্ণবাবুর শরীর খারাপ বলে তিনি মাঠে নামতে পারেননি। তবে আয়োজনের সব খুঁটিনাটি তদ্বির করছেন নিজেই। কংগ্রেস, তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে জয়দীপ নন্দী, অলক ভক্ত, সমীরণ সূত্রধর, দেবশঙ্কর সাহা সকলেই জার্সি পরে মাঠে। পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার সূচনা উপলক্ষে মেয়র একাদশের সঙ্গে শিক্ষক একাদশের উদ্বোধনী ম্যাচ হয়। তাতেই যোগ দেন কাউন্সিলরদের অনেকে। মাঠে উপস্থিত মেয়র গঙ্গোত্রী দত্ত ঘোষণা করেন তাঁর একাদশ জিতলে তিনি দশ হাজার টাকা পুরস্কার দেবেন। পুর এলাকার বিভিন্ন হাই স্কুলের শিক্ষকদের নিয়ে তৈরি হয়েছিল শিক্ষক একাদশ। ছিলেন সুভাশিস ঘোষ, দেবেশ দে, অজয় তামাংয়ের মতো শিক্ষকেরা। শেষ পর্যন্ত খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। মহকুমা ক্রীড়া পরিষদের সহায়তায় পুর কর্তৃপক্ষ এ বছর থেকে আন্তঃ স্কুল ফুটবল শুরু করে। ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল বলেন, “৩৮টি স্কুল যোগ দিচ্ছে। এ দিন উদ্বোধন উপলক্ষে মেয়র একাদশ এবং শিক্ষক একাদশের প্রদর্শনী ম্যাচ হয়। ২৫ অগস্ট থেকে স্কুলগুলির মধ্যে খেলা হবে। ৮ সেপ্টেম্বর ফাইনাল।” এ দিন পুরসভার তরফে অংশগ্রহণকারী স্কুলগুলিকে ফুটবল দেওয়া হয়। বেলুন উড়িয়ে ম্যাচের সূচনা করেন মেয়র গঙ্গোত্রী দত্ত। এর পরেই মার্চপাস্ট করে স্কুলের ছেলেমেয়েরা। সঙ্গে মেয়র একাদশ এবং শিক্ষক একাদশের ফুটবলাররাও। বিভিন্ন স্কুলের মধ্যে খেলাগুলি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠ, ডন বস্কো স্কুলের মাঠ, শক্তিগড় মাঠ, সূর্যনগর মিউনিসিপ্যাল মাঠ বিভিন্ন জায়গায় হবে।

মজুরি নিয়ে মনোমালিন্য
মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে ডেকরেটর শিল্পের মালিকদের বিরোধের জেরে পুজোর মুখে ফের মণ্ডপসজ্জার কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। শ্রমিকেরা ২৭৫ টাকা হারে মজুরি দাবি করলেও বেঁকে বসেছেন মালিকেরা। মণ্ডপ তৈরির খরচ যেভাবে বেড়েছে তাতে মজুরি বাড়ানো কোনও ভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ডেকরেটরস অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের দার্জিলিং জেলা কমিটি। প্রয়োজনে তাঁরা ধর্মঘটে নামবেন বলে হুমকি দিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক গোপাল সরকার। গত বছরও মজুরি বৃদ্ধি নিয়ে শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে পুজোর মুখে মণ্ডপ তৈরির কাজ বন্ধ করে দেন ডেকরেটর শিল্পের মালিকেরা। শেষ পর্যন্ত দৈনিক ১২০ টাকা হাজিরায় চুক্তি হলে সমস্যা মেটে। সংগঠনের জেলা সম্পাদক বলেন, “বাঁশ থেকে কাপড়, কাঠ, সব কিছুরই দাম বেড়েছে। অথচ পুজোর উদ্যোক্তারা খরচ অনুপাতে বাড়তি টাকা দিতে রাজি নয়। এই পরিস্থিতিতে শ্রমিককেরা অস্বাভাবিক হারে মজুরি দাবি করলে পুজোর কাজ করা সম্ভব নয়। ধর্মঘটেই নামতে হবে।” আগামী ২৬ অগস্ট কলকাতায় সল্টলেকে ডেকরেটর সমণ্বয় সমিতির রাজ্য সম্মেলন হবে। সম্মেলনে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, পর্যটন মন্ত্রী রচপাল সিংহ ছাড়াও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব উপস্থিত থাকবেন। সম্মেলনে এ সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি ওভারলোডিং নিয়ে পুলিশি হেনস্থা, ডেকরেটর শিল্পে ভরতুকিতে ঋণের ব্যবস্থা এবং শ্রমিকদের দুর্ঘটনা বিমা চালুর দাবিও জানানো হবে। গোপালবাবু বলেন, “পূর্বতন বাম আমলেই ডেকরেটর শিল্পকে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ ভরতুকিতে ঋণের ব্যবস্থা হয়নি। শ্রমিকেরা দুর্ঘটনা পড়লে আর্থিক দায় মালিকদেরই বহন করতে হচ্ছে।”

দুর্ঘটনায় মৃত্যু
পে-লোডারের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির নেতাজী মোড় এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম নকুল রায় (৫৫)। তাঁর বাড়ি ৩৪ নম্বর ওয়ার্ডের নেপালি বস্তিতে। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ওই গাড়িটিতে ভাঙচুর চালানোর চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করেও ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। শিলিগুড়ির অ্যাসিট্যান্ট কমিশনার পুলিশ প্রদীপ পাল সেখানে যান। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “ওই ঘটনার গাড়িটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকুলবাবুর নেতাজী মোড় এলাকায় ঘড়ির দোকান রয়েছে। তিনি দুধের ব্যবসাও করেন। এদিন সকাল ১১টা নাগাদ দোকানের সামনে থেকে তিনি সাইকেলে উঠছিলেন। সেই সময় পে-লোডারটি ধাক্কা মারে। নকুলবাবু পড়ে যান। তাঁর মাথার উপর দিয়ে গাড়ির পেছনের চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পরেই ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার কাউন্সিলর জয়দীপ নন্দী বলেন, “নকুলবাবু বহুদিন থেকে এখানে ব্যবসা করেন। তিনি দুর্ঘটনায় মারা যাওয়ায় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।”

অস্ত্রের আঘাতে জখম বৃদ্ধা
এক বৃদ্ধার মুখে ও গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার ভক্তিনগর এলাকায়। পুলিশ জানায়, জখম মহিলার নাম রুক্ষ্মিণী অগ্রবাল। তিনি শিলিগুড়ির খালপাড়ার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করানো হয়েছে। কি কারণে ওই মহিলাকে আক্রমণ করা হয়েছে তা নিয়ে ধন্দ্বে পড়েছে পুলিশ। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জখম মহিলার ছেলের অশোকবাবুর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক রয়েছে। তাঁকে খুঁজতেই অভিযুক্ত ওই বাড়িতে যান। অশোকবাবু সেই সময় বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী রেখা দেবী এবং মা রুক্ষ্মিণীদেবী বাড়িতে ছিলেন। ডেপুটি কমিশনার বলেন, “ওই ব্যক্তি অশোকবাবুর সঙ্গে দেখা না করে যাবেন না বলে তাঁর আত্মীয়দের জানান। তা নিয়ে বচসা হয়। সেই সময় ধারাল অস্ত্র দিয়ে হামলা করেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি করা হচ্ছে।” ওই এলাকার সিপিএম নেতা সঞ্জয় টিব্রুয়াল বলেন, “দিনের বেলা এভাবে বৃদ্ধা মহিলার উপর হামলা মেনে নেওয়া যায় না। পুলিশ কর্তাদের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জ জানিয়েছি।”

চেন্নাইয়ে মৃত্যু পরিচারিকার
১১ মাসের চুক্তিতে চেন্নাইয়ের এক বহুতলের আবাসিকের ফ্ল্যাটে কাজ করতে গিয়ে গিয়েছিলেন ডুয়ার্সের মালবাজারের বেতগুড়ি চা বাগানের তরুণী তৃপ্তিলতা বরা। চুক্তির মেয়াদ ফুরোনোর আগের দিন চেন্নাইয়ের ওই বহুতলেই রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়েছে। ২২ অগস্ট মৃত্যুর ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বাড়ির লোকজন মালবাজার থানায় সব কিছু জানিয়ে চেন্নাইয়ে পৌঁছেছেন। পুলিশ জানায়, ২৩ বছর বয়সী তৃপ্তিলতা মালবাজারের এক এজেন্টের মাধ্যমে প্রথমে দিল্লি যায়। সেখান থেকে গত বছরের ২৩ সেপ্টেম্বর ১১ মাসের চুক্তিতে চেন্নাই একটি অভিজাত এলাকার বহুতলের ফ্ল্যাটে পরিচারিকার কাজে যোগ দেন তৃপ্তিলতা। ২৩ শে অগস্ট, বৃহস্পতিবার তাঁর চুক্তির মেয়াদ ফুরোনোর কথা। ১৯ অগস্ট তৃপ্তি বোন খুশবুর সঙ্গে ফোনে বাড়ি ফেরা নিয়ে কথা বলেন। খুশবু ও তাঁর মায়ের অভিযোগ, গত ২০ অগস্ট হঠাৎ চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে ফোন করে জানানো হয় তৃপ্তিলতা অসুস্থ। খবর পেয়ে তৃপ্তিলতার দিদি প্রীতিলতা ২১ অগষ্ট মালবাজার থেকে কলকাতা হয়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন। কিন্তু, বুধবার কলকাতায় পৌঁছে জানতে পারেন, তৃপ্তিলতার মৃত্যু হয়েছে। এর পরেই তৃপ্তির ছোট বোন খুশবু পুলিশের কাছে গিয়ে সব জানান। মালবাজার থানার ওসি বিপ্লব পতি খুশবুকে চেন্নাই এর সংশ্লিষ্ট থানায় অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন। মালবাজার পুলিশ চেন্নাই পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে।

সাফল্যে সরকারি খতিয়ান
এক বছরের কাজের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বৃহস্পতিবার দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আগামী ১২ সেপ্টেম্বরে উত্তরবঙ্গ উন্নয়নের দফতরের এক বছর পূরণ হবে। মন্ত্রী জানান, ৪৪৪টি চালু থাকা প্রকল্পের মধ্যে ৪০২টির কাজ এক বছরের মধ্যে শেষ করা হয়েছে। বাকি ৪২টি কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে করা হবে। এ ছাড়াও ১০৯ নতুন প্রকল্পের কাজের আশি শতাংশের বেশি এর মধ্যে ‘ওয়ার্ক-অডার’ হয়ে গিয়েছে। মন্ত্রী বলেন, “নতুন দফতর হিসেবে এক বছরের মধ্যে যে কাজ হয়েছে তাতে আমি খুশি। চালু থাকা প্রকল্পের কাজ আমরা প্রায় শেষ করতে পেরেছি। নতুন প্রকল্পের কাজেও গতি এসেছে। এক বছরের মধ্যে যে কাজ হয়েছে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।” সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজকর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য অশোক ভট্টাচার্য। এদিন আইসিডিএস নিয়েও বৈঠক করেন মন্ত্রী। তিনি জানান, শিলিগুড়িতে ২৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হবে।

দুর্ঘটনায় মৃত্যু
পে-লোডারের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির নেতাজী মোড় এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম নকুল রায় (৫৫)। তাঁর বাড়ি ৩৪ নম্বর ওয়ার্ডের নেপালি বস্তিতে। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ওই গাড়িটিতে ভাঙচুর চালানোর চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করেও ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। শিলিগুড়ির অ্যাসিট্যান্ট কমিশনার পুলিশ প্রদীপ পাল সেখানে যান। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “ওই ঘটনার গাড়িটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, নকুলবাবুর নেতাজী মোড় এলাকায় ঘড়ির দোকান রয়েছে। তিনি দুধের ব্যবসাও করেন। এদিন সকাল ১১টা নাগাদ দোকানের সামনে থেকে তিনি সাইকেলে উঠছিলেন। সেই সময় পে-লোডারটি ধাক্কা মারে। নকুলবাবু পড়ে যান। তাঁর মাথার উপর দিয়ে গাড়ির পেছনের চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর পরেই ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার কাউন্সিলর জয়দীপ নন্দী বলেন, “নকুলবাবু বহুদিন থেকে এখানে ব্যবসা করেন। তিনি দুর্ঘটনায় মারা যাওয়ায় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।”

স্মারকলিপি পেশ
ক্ষতিপূরণের টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা এখনও মেলেনি অভিযোগ তুলে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিন কাওয়াখালি উপনগরী প্রকল্পের ভূমিহারাদের একাংশ। বৃহস্পতিবার পোড়াঝাড় ভূমিহারা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে ওই জমিহারারা এসজেডিএ কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবিতে স্মারকলিপি দেন। ক্ষতিপূরণ মেলেনি অভিযোগ তুলে জমির মালিকদের একাংশ প্রকল্পের জায়গায় এসজেডিএ পাঁচিলের কাজ শুরু করতে গেলে বাধা দেন। সমস্যা মেটাতে তাঁদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আন্দোলনকারীদের অভিযোগ, ৩ মাসের মধ্যে জমি হারাদের প্রাপ্য ‘চেক’ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। অথচ ২ মাস পেরিয়ে গেলেও এখনও মাত্র ৬ জন চেক পেয়েছেন।

বিঘ্ন ট্রেন চলাচলে
অবরোধের জেরে বিঘ্নিত হল অসমগামী ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকালে অসমে অবরোধের জেরে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে দুটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্মাশিয়াল ম্যানেজার অলকানন্দ সরকার জানান, কোকরাঝাড়ে অবরোধের জন্য নিউ আলিপুরদুয়ার ষ্টেশনে আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস, নিউ কোচবিহার ষ্টেশনে আপ কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে। প্রায় সাড়ে চারঘন্টা ট্রেনগুলি ষ্টেশনে দাঁড়িয়ে থাকে। বেলা ১২-৩০ মিনিট নাগাদ অবরোধ উঠলে দেড়টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ থেকে সম্মেলন
আজ, শুক্রবার থেকে এসএফআইয়ে ৩৪-তম রাজ্য সম্মেলন শুরু হচ্ছে আলিপুরদুয়ারে। শহরের প্যারেড গ্রাউন্ডে তিনদিন ধরে রাজ্য সম্মেলন চলবে। সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি জীবন সরকার জানান, প্রথমদিন প্রকাশ্যে সমাবেশ হবে। বাকি দুই দিন সাংগঠনিক সভা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু, প্রাক্তন মন্ত্রী গৌতম দেব-সহ ছাত্র নেতারা সম্মেলনে যোগ দিতে আসছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.