|
|
|
|
বিমান-বিভ্রাটে দুর্ভোগের শিকার বিমান, দুই গৌতম |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আবহাওয়া প্রতিকূল। তাই বিমানবন্দরের আকাশে এসেও বিমান নামতে পাড়ল না। তার সওয়ারি বিমান পড়লেন ফ্যাসাদে, একই অবস্থা সঙ্গী গৌতমের। নীচে অপেক্ষায় থাকা আর এক গৌতমকেও দুর্ভোগ পোহাতে হল। ওই বিমানেই যে তাঁর ফিরতি পথে যাওয়ার কথা!
বৃহস্পতিবার এ ভাবেই এক বিমানযাত্রায় বিভ্রাটের শিকার হলেন এক বিমান ও দুই গৌতম। সঙ্গে কয়েকশো যাত্রী। দুপুরে বাগডোগরার আকাশে মিনিট দশেক চক্কর কেটে যে বিমানটি কলকাতায় ফিরে আসতে বাধ্য হয়, তার আরোহীদের মধ্যে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু এবং প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব। বাগডোগরা থেকে ওই বিমানেরই ফিরতি উড়ানে কলকাতা যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেবের। বিমানবাবু ও প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতমবাবু পরে যখন বেসরকারি সংস্থার বিমানটিতে চড়ে বাগডোগরায় নামলেন, ততক্ষণে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সরকারি উড়ানে রওনা দেন।
বিমানবন্দর সূত্রের খবর: এ দিন কলকাতা থেকে ছাড়া বেসরকারি সংস্থার বিমানটির বাগডোগরায় পৌঁছানোর কথা ছিল ২টো ৫৫ মিনিটে। সেটিরই বাগডোগরা থেকে ৩টে ২৫ মিনিটে কলকাতা ফেরার কথা। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাগডোগরায় পৌঁছেও বিমান নামাতে পারছিলেন না পাইলট। মিনিট দশেক আকাশে চক্কর খাওয়ার পরে ‘কম দৃশ্যমানতা’র জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোল তাঁকে দমদমে ফিরতে বলে। বিমানবাবু ও প্রাক্তন আবাসনমন্ত্রীকে নিয়ে বিমান ফিরে আসে। পরে ওঁদের নিয়ে ফের কলকাতা থেকে উড়ে বিকেল সাড়ে ৫টা নাগাদ তা বাগডোগরায় নামে। এবং আধ ঘণ্টার মধ্যে আবার কলকাতা রওনা দেয়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী অবশ্য ততক্ষণ অপেক্ষা করেননি। কিছুক্ষণ আটকে থাকার পরেই তিনি সরকারি সংস্থার বিমানে চড়ে কলকাতা চলে এসেছেন।
বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা কল্যাণকিশোর ভৌমিক বলেন, “খারাপ আবহাওয়ার জন্য যাত্রীদের এমন সমস্যায় পড়তে হয়। আমাদেরও কিছু করার থাকে না।” উল্লেখ্য, চলতি সপ্তাহে ওই সংস্থারই কলকাতাগামী একটি বিমানকে যান্ত্রিক ত্রুটির জন্য বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়েছিল। বাগডোগরা বিমানবন্দরে সন্ধের পরে উড়ান ওঠা-নামার ব্যবস্থা নেই। তাই পরের দিন সকালে সেটি কলকাতায় যায়। রাতে ১৫৭ জন যাত্রীকে বিভিন্ন হোটেলে থাকতে হয়েছিল।
উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী গৌতমবাবু বলেন, “খারাপ আবহাওয়া ও বৃষ্টির জন্য দুপুরে কলকাতা থেকে আসা বিমানটি বাগডোগরায় নামতে পারেনি। অন্য বিমানে কলকাতা যেতে হয়। কিছুটা সময় বেশি লেগেছে।” আজ, শুক্রবার আলিপুরদুয়ারে বসছে এসএফআইয়ের রাজ্য সম্মেলন। তাতে যোগ দিতে প্রাক্তন আবাসনমন্ত্রী ও বিমানবাবুর উত্তরবঙ্গে পদার্পণ। বিমানবাবু পরে শিলিগুড়ির দলীয় দফতরে পৌঁছে বলেন, “অনেকটা দেরি হয়ে গেল।” |
|
|
|
|
|