টুকরো খবর
মদের ভাটি ভাঙার দাবি মহিলাদের
লোকালয়ের মধ্যে থাকা একটি মদের ভাটি সরানোর দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন মহিলারা। দাবি আদায়ে সম্প্রতি তাঁরা পুরুলিয়ায় গিয়ে জেলাশাসকের সঙ্গে কথাও বলেছেন। কেন্দা থানার রাজনোয়াগড় গ্রামের বাসিন্দা পদ্মা বাউরি, সন্তরা বাউরি, খেমি বাউরিরা বলেন, “আমাদের পাড়া লাগোয়া পুকুরের কাছে একটি দেশি মদের দোকান রয়েছে। ওই মদভাটিকে কেন্দ্র করে যত অশান্তি ছড়াচ্ছে।” মাধুরি বাউরি, অতিকা বাউরিদের অভিযোগ, “লোকালয় ও জনবসতি বেড়েছে। দিনরাত ওখানে মদ খেয়ে গালিগালাজ চলে। প্রতিবাদ করতে গেলে উল্টে আমাদেরই মারধোরের হুমকি দেয়। ফলে পাড়ার মহিলাদের নিয়ে মদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা সবাই একজোট হয়ে রাজনোয়াগড় হরিজন মহিলা সমিতি গঠন করেছি।” যদিও পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহের যুক্তি, “ওই গ্রামের মহিলারা আমার কাছে এসেছিলেন। আমি তাঁদের আন্দোলন চালিয়ে যেতে বলেছি। ওখানে মদ বিক্রি কমে গেলে মালিক নিজে থেকেই দোকান সরিয়ে নিয়ে যেতে পারেন। খোঁজ নিয়ে জেনেছি প্রায় ১৬ বছর ধরে ওই মদের দোকান ওখানে রয়েছে।” ওই দোকানের দায়িত্বে থাকা ম্যানেজার এনামুল হকের দাবি, “দোকান লোকালয়ের বাইরে রয়েছে। মদভাটি থাকার কারণে কারও অসুবিধা হয়েছে বলে কেউ আমাকে জানায়নি।”

ওসি পদে বদল বাঁকুড়ায়
বাঁকুড়া জেলার কয়েকটি থানার ওসি এবং আইসি পদে রদবদল হল। বাঁকুড়া সদর থানার আইসি প্রভাত সরকারকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কোর্ট ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে। বাঁকুড়া সদরের আইসি হচ্ছেন খাতড়া থানার আইসি সব্যসাচী সেনগুপ্ত, খাতড়া থানার নতুন আইসি হলেন খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত, হিড়বাঁধ থানার ওসি ধীরেন্দ্রনাথ মণ্ডলকে বিষ্ণুপুর থানায়, বেলিয়াতোড় থানার ওসি অমিত সিংহ মহাপাত্রকে জয়পুর থানায় বদলি করা হয়েছে। হিড়বাঁধ থানার নতুন ওসি হচ্ছেন রানিবাঁধ থানার সাব-ইনস্পেক্টর শ্যামাপ্রসাদ প্রধান, ছাতনা থানার সাব-ইনস্পেক্টর শ্যামাপদ মাসান্তকে বেলিয়াতোড় থানার নতুন ওসি করা হয়েছে। এই বদলিকে অবশ্য ‘রুটিন বদলি’ বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার।

পঞ্চায়েতে বিক্ষোভ
সকল প্রতিবন্ধীদের ভাতা প্রদান, একশো দিনের কাজে কর্মসংস্থানের সুযোগ দেওয়া-সহ কয়েক দফা দাবিতে বুধবার পাড়া ব্লকের ভাঁওরিডি পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল প্রতিবন্ধী সংগঠন। বিক্ষোভ দেখানোর পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনের পাড়া ব্লকের সভাপতি বিমল চক্রবর্তীর অভিযোগ, “এই পঞ্চায়েত এলাকায় সকল প্রতিবন্ধী ভাতা পান না। তা ছাড়া একশো দিনের কাজের প্রকল্পে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কাজের সুযোগ থাকলেও সেই কাজ পান না প্রতিবন্ধীরা।” তাঁদের দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে।

কাউন্টারের দাবি
মানবাজারে স্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখার আলাদা কাউন্টারের দাবি উঠেছে গ্রাহকদের। অভিযোগ, ওই শাখায় টাকার লেনদেন করতে গেলে খুব সমস্যা হয়। জায়গা ছোট। তাই চাপাচাপিতে গরমকালে অজ্ঞান হয়ে যাওয়ার নজিরও রয়েছে বলে দাবি বাসিন্দাদের। ব্যাঙ্কের ম্যানেজার শিবপদ মিশ্র বলেন, “গ্রাহকদের সমস্যার কথা জানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়ে একটি পরিকল্পনা পাঠানো হয়েছে।”

দেহ উদ্ধার
আদ্রা রেল শহরের লোয়ার ঝরিয়াডি এলাকা থেকে গৌতম মিশ্র (৩৭) নামে এক রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রেল আবাসনের দরজা বন্ধ একটি ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ যায়। দরজা ভেঙে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। ওই ঘরে তিনি একাই থাকতেন।

কার্ড বিলি
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উদ্যোগে বাঘমুণ্ডিতে সম্প্রতি স্থানীয় ৭টি পঞ্চায়েতের ৪০০ জন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সবুজবরণ সরকার, উপকৃষি অধিকর্তা অশ্বিনী কুমার কুণ্ডু ও ব্যাঙ্কের আঞ্চলিক প্রবন্ধক মহেন্দ্র দোহারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.