চাষমোড় থেকে তুলিন পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে ওই রাস্তায়। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই ধর্মঘটের ডাক দিয়েছে আইএনটিইউসি। এই ধর্মঘটের জেরে এ দিন এই পথে ঝালদা, জয়পুর, রাখবড় ও তুলিনে অবরোধও করা হয়। অবরোধের জেরে অনেক যানবাহন বিভিন্ন জায়গায় আটকে পড়ে। আইএনটিইউসি পক্ষে নির্মল কুমার বলেন, “আমরা প্রশাসন এমন কী মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়ে এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি। দীর্ঘদিন এই রাস্তা সংস্কার না হওয়াতেই আমরা টানা ৭২ ঘণ্টার আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।” তাঁদের কর্মী-সমর্থকেরা কয়েকটি জায়গায় অবরোধ করেছেন মেনে নির্মলবাবু বলেন, “কিছু মানুষ এ জন্য অসুবিধায় হয়তো পড়েছেন, কিছু দূরপাল্লার যানবাহন আটকে পড়েছে। তাঁদের যাতে এই এলাকায় কোনও অসুবিধে না হয় অন্তত তাঁরা যাতে খাবার পান তার জন্য আমরা রাস্তার ধারের ধাবাগুলিকে খোলা রাখতে বলেছি। আমাদের সঙ্গে প্রশাসনের তরফে কেউ যোগাযোগ করেনি।”
জেলা বাসমালিক সমিতির সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত বলেন, “এদিন ধর্মঘট ও অবরোধের জেরে আড়শা-পুরুলিয়া, পুন্দাগ-পুরুলিয়া, ঝালদা-পুরুলিয়া ও সুইসা-পুরুলিয়া রুটের কোনও যাত্রীবাহী বাস চলেনি। টানা তিনদিনের ধর্মঘট। ফলে মানুষ অসুবিধেয় পড়বেন। আশাকরি প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করবে।” পুরুলিয়ার মহকুমাশাসক (সদর) শঙ্কর নস্কর বলেন, “যেটুকু জানি ওই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। যাঁরা ধর্মঘট ডেকেছেন তাঁদের সঙ্গে আজ শুক্রবার কথা বলব।” |