টুকরো খবর
শ্মশান সংস্কারের দাবি গাইঘাটায়
ছবি: পার্থসারথি নন্দী।
শ্মশান নামেই। একটি চুল্লি ছাড়া নেই কোনও পরিকাঠামো। দিনের পর দিন নানা সমস্যার সম্মুখীন হয়ে গাইঘাটার ঠাকুরনগরের কাড়োলা শ্মশানের পূর্ণাঙ্গ সংস্কারের দাবি তুলেছেন গ্রামবাসীরা। একটি ঠিকাদার সংস্থার মাধ্যমে শ্মশানটি দেখভাল করে ইছাপুর-২ গ্রাম পঞ্চায়েত। শ্মশানে নেই কোনও শৌচাগার, নেই চুল্লির উপরে ছাউনির ব্যবস্থা। শবযাত্রীদের বসার ব্যবস্থা নেই। নেই আলো। রাতে শবদাহ করতে হলে নিয়ে আসতে হয় হ্যারিকেন বা টর্চ। শ্মশানের পাশে রয়েছে একটি পুকুর। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সেখানে বছরের বেশির ভাগ সময়েই জল থাকে না। অথচ, এই শ্মশানে ঠাকুরনগর-সহ আশপাশের কয়েকটি এলাকার বহু মানুষ আসেন শবদাহ করতে। মৃতদেহ সৎকারের জন্য শবযাত্রীদের দিতে হয় ৫০ টাকা। কিন্তু পরিকাঠামো গড়ে ওঠেনি এখনও। স্থানীয় বাসিন্দা তপন পাণ্ডে বলেন, “অন্তত ৭০ বছরের পুরনো শ্মশান। শ্মশানটি সংস্কারের জন্য প্রশাসনের নানা মহলে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে। কিন্তু কিছুই হয়নি।” শ্মশানের বিভিন্ন গাছ কেটে পঞ্চায়েত মুনাফা করছে, এমন অভিযোগও রয়েছে। গাছ কাটার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান মহীতোষ বিশ্বাস। তিনি বলেন, “শ্মশানটির জমি এখনও পঞ্চায়েতের নামে নথিভুক্ত হয়নি। তা খাসজমি হিসেবেই রয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। আমাদের একার পক্ষে পরিকাঠামোর উন্নয়ন সম্ভব নয়। শ্মশানে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছে। সাধ্যমতো উন্নয়ন করা হবে।”

বনগাঁয় যুবককে খুনের চেষ্টা
বুধবার রাতে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নতুনগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কার্তিক মন্ডল (২৭) নামে এক যুবকের উপর কয়েক জন বন্দুক-ভোজালি নিয়ে হামলা চালায়। কার্তিকবাবুর বাঁ-হাতে ভোজালির কোপ লেগেছে। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে কার্তিকবাবু জানান যে, তাঁর মাছের ব্যবসার সূত্রে দেবাশিষ নামে এক যুবকের থেকে তিনি ২২ হাজার টাকা পেতেন। বুধবার যখন তিনি টাকা নিতে গিয়েছিলেন তখনই ওই যুবক কয়েকজনকে নিয়ে তাঁর উপর হামলা চালায়। কার্তিকবাবুর অভিযোগ, তারা গুলিও চালিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ভাঙড়ে তালা ভেঙে চুরি স্কুলে
তালা ভেঙে কম্পিউটারের যন্ত্রাংশ, নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুরে কারবালা স্কুলে। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন দেখেন স্কুলের দরজার তালা ভাঙা। সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড। তারা খবর দেন প্রধানশিক্ষককে। খবর যায় কাশীপুর থানায়। আসে পুলিশ। প্রধানশিক্ষক বুদ্ধদেব সাহা জানান, দিন কয়েক আগেও স্কুলে চুরি হয়েছিল। এ দিন চোরেরা স্কুলের পাখা, কম্পিউটার, নগদ প্রায় দু’হাজার টাকা চুরি করে নিয়ে গিয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

কাব্যগ্রন্থ প্রকাশ
কবি মোহন ঘোষের ‘যে পায়ে রেখেছি জীবন’ নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো কবির বনগাঁর গাঁধীপল্লীর বাড়িতে। কাব্যগ্রন্থটির উদ্বোধন করেন কবি গোপাল মল্লিক। উপস্থিত ছিলেন কবি মলয় গোস্বামী। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন সুশোভন দত্ত। এতে ৬৪ টি কবিতা রয়েছে।

পঞ্চায়েত সমিতির সভা
বৃহস্পতিবার অনুষ্ঠিত হল হাবরা-১ পঞ্চায়েত সমিতির বার্ষিক সভা। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জাকির হোসেন, বিডিও তপন কুমার ঘোষ, ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, ১৩৪ জন পঞ্চায়েত সদস্য, এবং ২১ জন পঞ্চায়েত সমিতির সদস্য। পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, “গত এক বছরে সমিতির আয় ৩৭ কোটি ৬৮ লক্ষ ৩ হাজার ৫৮ টাকা আর ব্যয় ৩২ কোটি ৬৮ লক্ষ ৯৫৪ টাকা।

আলোচনাসভা
ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে আকাইপুর অঞ্চল জমায়াতে ইসলামি হিন্দের পরিচালনায় বৃহস্পতিবার ‘মানবীয় ঐক্য ও সংহতি’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় বনগাঁর পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

টাকা দিতে আর্জি
বিরাটির অভয় আশ্রম গাঁধীজয়ন্তীতে খোলার বিষয়ে একমত রাজ্য ও কেন্দ্র। বৃহস্পতিবার ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানস ভুঁইয়ার ডাকা বৈঠকে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে খাদি গ্রামোদ্যোগ কমিশনের অফিসারেরা ছিলেন। সেখানে অভয় আশ্রমের জন্য কেন্দ্রের কাছে টাকার আর্জি জানানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.