রাজধানীতে ৩১ হাজার ছাড়িয়ে গেল পাকা সোনা। কলকাতাতেও তা ৩১ হাজার ছুঁইছুঁই।
বৃহস্পতিবার এই দাম বাড়ায় ইন্ধন জুগিয়েছে বিশ্ব বাজারে এক লাফে সোনার ১.৫% বেড়ে যাওয়া। সেখানে প্রতি আউন্স ছুঁয়েছে ১৬৬৫ ডলার, যা গত ১৬ সপ্তাহে সর্বোচ্চ। মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সে দেশের অর্থনীতিতে প্রাণ ফেরাতে নতুন করে উৎসাহ প্যাকেজ ঘোষণা করবে, এই প্রত্যাশাই বিশ্ব বাজারে সোনার চাহিদা বাড়িয়ে দেয়। অর্থনীতির হাল ফিরলে সোনার চাকচিক্য আরও বাড়বে, এই আশায় ভর করেই লগ্নিকারীরা সোনা কিনে মজুত করতে থাকেন। অন্যান্য বৈদেশিক মুদ্রার তুলনায় দুর্বল ডলার এবং শেয়ার বাজারের অনিশ্চয়তাও নিরাপদ লগ্নির মাধ্যম হিসেবে আকর্ষণ বাড়িয়েছে সোনার। এ দিন ডলারে টাকাও ছিল গত দু’সপ্তাহে সবচেয়ে বেশি। টাকা ২৩ পয়সা বাড়ায় বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৫.২৬ টাকা। কয়লা ব্লক বণ্টন নিয়ে রাজনৈতিক চাপান-উতোরের জেরে উত্থান ধরে রাখতে পারেনি শেয়ার বাজারও।
বিশ্ব বাজারে সোনার চড়া দামের ঢেউই এসে পড়ে ভারতে। এর সঙ্গে যোগ হয় বিয়ের মরসুমের জন্য গয়না বিক্রেতাদের আগাম সোনা কিনে রাখার প্রবণতা। যদিও এখন ভাদ্র। অগ্রহায়ণ মাসের আগে পুরোপুরি বিয়ের মরসুম শুরু হচ্ছে না। দাম আরও বাড়ার আশায় ফাটকা কারবারিরাও সোনা মজুত করতে থাকায় লাফিয়ে বাড়তে থাকে দর।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে পাকা সোনা (২৪ ক্যারাট) প্রতি ১০ গ্রামে ২৯০ টাকা বেড়ে ছুঁয়েছে ৩১,০৩৫ টাকা। কলকাতায় ২৩৫ টাকা বেড়ে ৩০,৯৬০ টাকা। মুম্বইয়ে অনেকটাই কম। ১৩৫ টাকা বেড়ে ৩০,৫১৫ টাকায়। কলকাতায় গয়নার সোনাও (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রামে ২২৫ টাকা বেড়ে ছুঁয়েছে ২৯,৩৭৫ টাকা। রুপোর বাটও কেজিতে বেড়েছে কলকাতায় ১৩৫০ টাকা, দিল্লিতে প্রায় ১০০০ টাকা।
সেনসেক্স এ দিন ১৮ হাজারের দোরগোড়ায় পৌঁছেও লক্ষ্যভ্রষ্ট হয়। সকালে সেনসেক্স ১২৬ পয়েন্ট বেড়ে পৌছে যায় ১৭,৯৭২.৫৪ পয়েন্টে। কিন্তু সেখান থেকে আর উপরে উঠতে পারেনি সূচক। বরং কয়লা ব্লক বণ্টন নিয়ে সিএজি রিপোর্ট ঘিরে সংসদে বিরোধী বিজেপি-র সঙ্গে ইউপিএ সরকারের প্রবল তর্কাতর্কির রেশ এসে পড়ে বাজারে। বিশেষজ্ঞরা জানান, সরকারের স্থিতিশীলতার উপর এর প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কাতেই পড়তে থাকে সূচক। শেষে সেনসেক্স সাকুল্যে ৩.৩৬ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৭,৮৫০.২২ পয়েন্টে এসে। |