নিজস্বসংবাদদাতা • শান্তিনিকেতন |
বিশ্বভারতীর ঐতিহ্য ও গরিমা পুনরুদ্ধারের লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশগুলি ঠিক মতো কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একটি ‘ওভারসিয়িং কমিটি’ গঠন করল বিশ্বভারতী। ওই কমিটির সভাপতি করা হয়েছে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশিস দত্তকে। সম্প্রতি এ নিয়ে শান্তিনিকেতনে উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত একটি বৈঠক করেন।
আশিস দত্তের সভাপতিত্বে গত ৬ অগস্ট হওয়া ওই বৈঠকে যোগ দিয়েছিলেন হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন হর্ষ এবং অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিহিরকুমার চৌধুরী। এ ছাড়া ছিলেন বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষা ইন্দ্রাণী মুখোপাধ্যায়, রবীন্দ্রভবনের ডিরেক্টর তপতী মুখোপাধ্যায় ও কলাভবনের অধ্যক্ষ অশোক ভৌমিক। বিশ্বভারতীর কর্ম সচিব মণিমুকুট মিত্রকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্বভারতীর তৎকালীন পরিদর্শক তথা রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের সময় এই বিশ্ববিদ্যালয়ের হৃত গৌরব ফেরাতে এবং গরিমা পুনরুদ্ধারের লক্ষ্যে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল।
তৎকালীন বিশ্বভারতীর প্রধান তথা রাজ্যের রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধীর নেতৃত্বে ওই কমিটিতে ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদেরা। ওই উচ্চ পর্যায়ের কমিটির কিছু সুপারিশ কার্যকর করেছিলেন তৎকালীন উপাচার্য সুজিত বসু এবং পরের উপাচার্য রজতকান্ত রায়। নতুন কমিটির প্রসঙ্গে বিশ্বভারতীর বর্তমান উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশগুলি কার্যকর হয়েছে কি না তা দেখার জন্য এই কমিটি। কমিটির প্রথম বৈঠক হয়েছে। আগামী দিনে দ্রুত এই কমিটির প্রস্তাবগুলি কার্যকর করা হবে।” |