টুকরো খবর |
দুর্গাপুরে ছাঁটাই রুখতে রাজ্যপালের কাছে সিটু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক ছাঁটাই রুখতে এ বার রাজ্যপালের দ্বারস্থ হল সিটু। তাদের অভিযোগ, রাজ্যে নতুন সরকারের জমানায় গত ১৫ মাসে দুর্গাপুরের কারখানায় সাড়ে তিন হাজার অস্থায়ী শ্রমিককে ‘অন্যায় ভাবে’ বার করে দিয়ে প্রধান শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র অনুগামী লোকজনকে ঢোকানো হচ্ছে। ইস্পাত কারখানার পরে দুর্গাপুরের আরও কিছু সংস্থা ও শপিং মলেও একই ঘটনা ঘটছে। শাসক সংগঠনের হাতে শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন। ওই অঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে সিটু। সিটু-র রাজ্য ও বর্ধমান জেলা নেতৃত্ব এবং দুর্গাপুরের হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিনিধিদল বৃহস্পতিবার রাজ্যপাল এম কে নারায়ণের কাছে গিয়ে ১৫ মাসের ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, রাজ্যপাল বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। সিটু নেতা তথা প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু বলেন, “দুর্গাপুর ইস্পাত কারখানায় বিধানসভা ভোটের পর থেকে শ্রমিকেরা আক্রান্ত। মোট ৮ হাজার অস্থায়ী শ্রমিক আছেন। তাঁরা প্রভিডেন্ট ফান্ড, ইএসআই-এর সুবিধার অধিকারী। ১৫ মাসে ৩৫০০ শ্রমিককে বার করে দিয়ে আইএনটিটিইউসি-র অনুগামী লোক ঢোকানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ ও রাজ্যকে বলেও কিছু হয়নি। রাজ্য নীরব দর্শক হয়ে আছে বলে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছি।” সুরাহা না-হলে রাজ্য জুড়ে ‘বৃহত্তর আন্দোলনে’র হুঁশিয়ারি দিয়েছে সিটু। |
জাল নথিতে ‘সিম’, পুলিশ হেফাজতে দুই
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
গ্রাহকের ছবি ও সই জাল করে বেআইনি ‘সিমকার্ড’ বিক্রির অভিযোগে ধৃত দু’জনকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। বুধবার কাঁকসার পানাগড় থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন। পুলিশের আর্জি মেনে ধৃতদের তাদের হেফাজতে দেওয়া হয়েছে। কাঁকসা থানার পানাগড়ে জাতীয় সড়কের ধারে বেসরকারি এক মোবাইল সংস্থার বরাত নিয়ে একটি দোকান চলছে দীর্ঘদিন। মালিকের নাম সত্যপ্রসাদ কিশোরী। বুধবার তাঁর বিরুদ্ধে সই ও ছবি জাল করে সিমকার্ড বিক্রির অভিযোগ ওঠে। স্থানীয় দোমড়া গ্রামের বাসিন্দা অশোক রুইদাস সেখানে মোবাইলের ‘টকটাইম রিচার্জ’ করতে গিয়ে দেখেন, সংযোগ নেওয়ার সময়ে তাঁর জমা দেওয়া ছবি ও সই নকল করে অন্যকে সিম দেওয়া হচ্ছে। যা নিয়ে কোনও বেআইনি কাজ করা হলে ধরা পড়বেন তিনি। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ দোকান থেকে কাগজপত্র বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তের পরে দোকানের মালিক ও এক কর্মচারীকে গ্রেফতার করা হয়। কাঁকসার ওসি বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায়, তাদের বেআইনি সিমের কারবার কত দূর ছড়িয়েছে। সে কারণেই আদালতে আবেদন জানিয়ে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। |
দেওয়াল চাপা পড়ে মৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • কালনা |
স্কুল যাওয়ার পথে মাটির বাড়ির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। বৃহস্পতিবার কালনার হোরসুনা গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল ১০টা নাগাদ কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছিল অশোক হেমব্রম (১০)। সঙ্গে ছিল ভাই রাজেশ। গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ে পড়ত তারা। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি মাটির বাড়ির দেওয়াল ধসে পড়ে তাদের উপরে। চাপা পড়ে যায় দু’জনেই। বাসিন্দারা তাদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠান। সেখানেই অশোকের মৃত্যু হয়। প্রথম শ্রেণির ছাত্র বছর ছয়েকের রাজেশকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রামবাসীদের অনুমান, লাগাতার বৃষ্টির জন্য মাটির দেওয়াল আলগা হয়ে পড়াতেই এমন দুর্ঘটনা। |
ছাপ্পান্ন বছর পরে মিলল মামলার রায়
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাপ্পান্ন বছর পরে পরিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের মামলার রায় ঘোষণা করল আসানসোলের সেকেন্ড মুন্সেফ আদালত। আসানসোলের এডিজে অসীম ঘটক বলেন, “আমার দাদু আইনজীবী তারাশঙ্কর ঘটক মামলা শুরু করেছিলেন। ছাপ্পান্ন বছর পরে, ৬ অগস্ট রায় ঘোষণা হয়। প্রতিলিপি বৃহস্পতিবার হাতে পেলাম।” তিনি জানান, পরানিগঞ্জের বাসিন্দা লাজু বিবির ৮ বছর বয়সেই তাঁর মা মারা যান। তাঁর বাবা মানসিক আবসাদগ্রস্ত ছিলেন। লাজু বিবিকে তাঁর মাসি মেহেরান বিবি সিউড়িতে নিয়ে গিয়ে নিজের কাছে রাখেন। লাজু বিবির অন্য এক মাসি ফয়িমান বিবি লাজু বিবির দাদুর কাছ থেকে সব সম্পত্তি লিখিয়ে নেন। এরপর লাজু বিবি তাঁর অন্য দুই মাসিকে নিয়ে আসানসোল আদালতে মামলা দায়ের করেন। |
দরজা ভেঙে লুঠ, মারধর গৃহকর্ত্রীকে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
গৃহকর্ত্রীকে মারধর করে লুঠ অন্ডালে। নিজস্ব চিত্র। |
দরজা ভেঙে গৃহকর্ত্রীকে মারধর করে নগদ টাকা-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অন্ডালের খাস কাজোড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, চম্পট দেওয়ার সময়ে দুষ্কৃতীরা এক খনিকর্মী ইউনিস শেখকে মারধর করে এবং বোমাবাজি করে। স্থানীয় বাসিন্দা অঙ্গনওয়াড়ি কর্মী শিখা রাউত জানান, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ এক দল দুষ্কৃতী দরজা ভেঙে ঢুকে তাঁর গলার হার ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
প্রাথমিক শিক্ষক সংগঠনের ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সর্বশিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ বিষয়ক বৈঠকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিকে ডাকা হয়নি বলে অভিযোগ উঠল জামুড়িয়ায়। এই সংগঠনের জামুড়িয়ার প্রতিনিধি রমেশচন্দ্র মাজি জানান, তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, “বিদ্যালয় অবর পরিদর্শককে বিষয়টি জানালে তিনি কোনও প্রতিকার করেননি। একতরফা ভাবে বামপন্থী সংগঠনগুলিকে তিনি ডেকে বৈঠক করেছেন।” |
জামুড়িয়ায় মহিলার মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চারদিন ধরে নিখোঁজ থাকার পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মৃতদেহ মিলল এক মহিলার। জামুড়িয়ার চন্ডীপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম কিনু মণ্ডল (৫৫)। বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের একটি জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন কিনুদেবী। ২২ তারিখ তাঁর দাদা আনন্দ মণ্ডল জামুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। |
ক্রীড়াসামগ্রী দিল কর্মচারী ঋণ সমবায়
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
শোনপুর বাজারি গ্রাম, খোট্টাডিহি, দাহুকা এবং ডোবরানা ক্লাবগুলিকে ফুটবল ও খেলার সামগ্রী দিল শোনপুর বাজারি কর্মচারী ঋণ সমবায়। সম্পাদক গৌতম চক্রবর্তী জানান, সংলগ্ন সমস্ত ক্লাবগুলিকে ক্রীড়ায় উন্নয়নের জন্য নানা ভাবে সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে। |
মহিলার অপমৃত্যু, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জলাশয় থেকে উদ্ধার হওয়া মৃতার স্বামী রাজু সিংহকে গ্রেফতার করল চিত্তরঞ্জন থানার পুলিশ। বুধবার সকালে চিত্তরঞ্জনের জিএম কার্যালয়ের সামনের জলাশয় থেকে উদ্ধার হয় নেহা সিংহ (২৪) নামের এক মহিলার দেহ। মৃতার মা নীলিমাদেবী তাঁর মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ মৃতার স্বামী রাজুকে গ্রেফতার করেছে। |
অস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ আগ্নেয়াস্ত্র সহ-এক ব্যক্তিকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। তাঁর নাম জিৎশঙ্কর অধিকারী। বাড়ি নদিয়ায়। পুলিশ জানায়, তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, জেরার মুখে ওই ব্যক্তি স্বীকার করেছে মুঙ্গের থেকে বেআইনি অস্ত্র কিনে এনে সে এই কারবার করে। |
চুরি দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বাড়ির গ্রিল ভেঙে চুরি ঘটনা ঘটল দুর্গাপুরে কবিগুরু এলাকার জসিমুদ্দিন পথে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। গৃহকর্ত্রী কুমকুম মুখোপাধ্যায় জানান, বাড়িতে তিনি একাই থাকেন। এ দিন সন্ধ্যায় সিনেমা দেখতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, নগদ টাকাপয়সা, ল্যাপটপ, গয়না খোয়া গিয়েছে। পুলিশ জানায়, তদন্ত চলছে। |
কোথায় কী |
দুর্গাপুর
২৬তম বর্ধমান জেলা দাবা প্রতিযোগিতা। দেশবন্ধু ভবন। বিকাল ৩টা।
উদ্যোগ: বর্ধমান জেলা দাবা অ্যাসোসিয়েশন। চলবে ২৬ অগস্ট পর্যন্ত।
আসানসোল
রাজীব গাঁধী ও দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। আপার চেলিডাঙ্গা রাজীব গাঁধী মাঠ।
বিকাল ৪টা। উদ্যোগ: তৃণমূল স্পোর্টস সেল ও আসানসোল মমতা ব্রিগেড।
ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের মাঠ। বিকাল চারটা। উদ্যোগ: এনইউসিএ।
বারাবনি
ফুটবল প্রতিযোগিতা। জামগ্রাম মাঠ। বিকাল ৪টা। |
|