খেলার টুকরো খবর

সুপার ডিভিশন ফুটবল দুর্গাপুরে
দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে চলছে সুপার ডিভিশন ফুটবল। বৃহস্পতিবার বিশ্বনাথ মশানের তোলা ছবি।
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের বৃহস্পতিবারের খেলা জিতল আইএন দিশারী সঙ্ঘ। গ্যামন ব্রিজের মাঠে তারা ১-০ গোলে সুপ্রিয় সঙ্ঘকে হারায়। গোল করেন রবিনাথ মাণ্ডি।

সম্মিলনী ক্লাবের ফুটবল দুর্গাপুরে
এইচসিএল যুব সম্মিলনী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী দুর্গাপুর তানসেন এসি। এইচসিএল হাইস্কুল ফুটবল মাঠে তারা উখড়া ফুটবল অ্যাকাডেমিকে ৫-১ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের সন্দীপ বাউরি।

জয়ী সিএসআরসি
এনইউসিএ ক্লাব আয়োজিত নেতাজী গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল সিএসআরসি। ক্লাবের মাঠে তারা টাইব্রেকারে বৈজন্তীপুর উড়নচণ্ডী ক্লাবকে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১।

সদর জোন স্কুল ফুটবল
বর্ধমান সদর জোন স্কুল ফুটবলের সেমিফাইনালে উঠল বিদ্যার্থীভবন বয়েজ। কল্পতরু মাঠে অনূর্ধ্ব ১৭ বিভাগে তারা ৪-০ গোলে হারিয়েছে রাইপুর কাশিয়াড়াকে। সোমনাথ মাজিল্যা দু’টি এবং তাপস শীল ও দীপ বন্দ্যোপাধ্যায় একটি করে গোল করে। ব্লিজ মাঠে অনূধ্বর্র্ ১৪ বিভাগে বাণীপীঠ হাইস্কুল ১-০ গোলে হারায় সেন্ট জেভিয়ার্সকে। গোল করেন দেবজ্যোতি হালদার। এই বিভাগে হোলিরক অনুপস্থিত থাকায় ওয়াকওভার পায় বিদ্যার্থী বয়েজ।

সাথী সঙ্ঘ হারল
দ্বিতীয় ডিভিশন ফুটবলে লক্ষ্মীপুরের আমরা সবাই ক্লাব ৬-০ গোলে হারিয়েছে তিওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। স্পন্দন মাঠে এই খেলায় জগন্নাথ কিস্কু হ্যাটট্রিক-সহ চারটি, রমেশ কোনার ও সোমনাথ মান্ডি একটি করে গোল করেন। রাধারানি স্টেডিয়ামে প্রথম ডিভিশনে চৌরঙ্গি ক্লাব ও তরুণ স্পোর্টিং ক্লাবের খেলাটি ১-১ গোলে শেষ হয়। চৌরঙ্গির জিয়ারাত আলি মণ্ডল ও তরুণ স্পোর্টিংয়ের বাপন সাঁই গোল করেন।

জিতল দক্ষিণখণ্ড
ডিওয়াইএফ ও এসএফআই আয়োজিত নারায়ণ মণ্ডল ও রামপ্রসাদ রায় স্মৃতি ফুটবলের বৃহস্পতিবারের খেলায় জয়ী হল দক্ষিণখণ্ড এফসি। তারা ৩ গোলে আসানসোল এসিকে হারায়।

আন্তঃক্লাব ফুটবল
বোরহাট কিশলয় সঙ্ঘ আয়োজিত আন্তঃক্লাব ফুটবলে খেতাব জিতেছে বাদামতলার নবযুবক সঙ্ঘ। স্থানীয় রামকৃষ্ণ স্কুল মাঠে তারা লোকো এ আর ভি সি ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়। এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগ দিয়েছিল।

হারল উখড়া
এইচসিএল যুব সম্মিলনী ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী দুর্গাপুর তানসেন এসি। এইচসিএল হাইস্কুল ফুটবল মাঠে তারা উখড়া ফুটবল অ্যাকাডেমিকে ৫-১ গোলে হারায়। ম্যাচের সেরা বিজয়ী দলের সন্দীপ বাউরি।

জয়ী মিলন গাঁওতা
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় জয়ী হল খড়াবর মিলন গাঁওতা। জামগ্রাম মাঠের খেলায় তারা বাঁশিডাঙা হাসিকোন্দা আদিবাসী ক্লাবকে ৩ গোলে হারায়।

স্মৃতি ফুটবল
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল সিআরএসআরসি। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা উড়নচণ্ডীকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। বিজিত দলের বাপি বাউরি ম্যাচের সেরা হন।

চিনাকুড়ি ফুটবল
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবলে বৃহস্পতিবারের খেলায় জিতল বেঙ্গল স্পোর্টিং অ্যাসোসিয়েশন। তারা ছোট ধেমো প্লেয়ার্স ক্লাবকে ২ গোলে হারায়।

জিতল ভামুড়িয়া
বন্ধুমহল আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃস্পতিবারের খেলায় বিজয়ী হল ভামুড়িয়া একাদশ। কুলটি থানা মোড় মাঠের খেলায় তারা পারবেলিয়া ইউসিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়।

জয়ী ধাদকা
সিএমসি আয়োজিত আন্তঃস্কুল ফুটবলের বৃহস্পতিবারের প্রথম দিনের খেলায় জিতল ধাদকা এনসি লাহিড়ি স্কুল। তারা আসানসোল মিউনিসিপ্যাল পার্ক মাঠে ৫ গোলে হিরাপুর মানিকচাঁদ ঠাকুর বিদ্যালয়কে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.