টুকরো খবর
হাবরায় দু’টি কলেজে মারামারি, জখম এক ছাত্র
পাশাপাশি দু’টি কলেজে কিছু ছাত্রদের মারামারিকে কেন্দ্র করে বুধবার দুপুরে উত্তেজনা ছড়াল হাবরায়। মারামারিতে জখম হয়েছে এক ছাত্র। পরিস্থতি সামাল দিতে বারাসাতের এসডিপিও অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ঘটনাস্থলে আসে হাবরা ও অশোকনগর থানার পুলিশ। তবে কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। পুলিশ জানায়, মারামারির কারণ স্পষ্ট নয়। পরে অবশ্য দুই কলেজের অধ্যক্ষ সমস্যা মেটাতে ছাত্র সংসদের প্রতিনিধি-সহ সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে আলোচনায় বসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে হঠাৎই শ্রীচৈতন্য মহাবিদ্যালয় ও হাবরা শ্রীচৈতন্য কলেজের কিছু ছাত্র যশোহর রোডে মারপিটে জড়িয়ে পড়ে। কলেজ দু’টিই যশোহর রোডের ধারে পাশাপাশি অবস্থিত। পুলিশের অনুমান, বাইরের কোনও গণ্ডগোলের জেরেই ঝামেলা বাধে। শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চিন্তাহরণ সেনগুপ্ত বলেন, “দুপুর ১২টা নাগাদ যশোহর রোডে ছাত্ররা গণ্ডগোল শুরু করে। পরে তা কলেজেও ছড়িয়ে পড়ে। তবে কলেজ কর্মীরা দ্রুত ওই ছাত্রদের বাইরে বের করে দেন।” হাবরা শ্রীচৈতন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রমোহন মণ্ডল বলেন, “পৌনে ১২টা নাগাদ জানতে পারি আমাদের কলেজ থেকে কিছু ছাত্র লাঠি নিয়ে ওই কলেজের দিকে দৌড়চ্ছে। তখনই পুলিশকে খবর দিই।”

ভোটার তালিকায় ‘ভুয়ো’ নাম, শিক্ষককে ঘেরাও
স্কুলের অভিভাবক পরিচালন সমিতির ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর অভিযোগে শিক্ষককে বিকেল থেকে রাত পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সাড়ে ৮টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন ওই শিক্ষক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের শ্রীনগর আদর্শ পঞ্চপল্লি বিদ্যালয়ে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ অগস্ট স্কুলে অভিভাবক পরিচালন সমিতির নির্বাচন। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সকলেই প্রার্থী দিয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকায় এমন একজনের নাম রয়েছে যাঁর পরিবারের কেউ ওই স্কুলে পড়ে না। এর প্রতিবাদে মঙ্গলবার প্রধানশিক্ষককে রাত পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখান হয়। পরে ভোটার তালিকা থেকে ওই ব্যক্তির নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘেরাওমুক্ত হন প্রধানশিক্ষক। তৃণমূলের অভিযোগ, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বুধবার প্রধানশিক্ষক স্কুলে এসে ভোটার তালিকা সংশোধন না করে পুরনো তালিকায় আব্দুল হামিদ নামে এক শিক্ষককে দিয়ে টাঙিয়ে দেন। এর পরেই তৃণমূলের পক্ষ থেকে ওই শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। এ ব্যাপারে প্রধানশিক্ষক কালিপদ মণ্ডল বলেন, “সকলের সঙ্গে কথা বলে দেখেছি ভোটার তালিকায় কোনও গোলমাল নেই। কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে গোলমাল বাধানোর চেষ্টা করছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’’

বাসন্তীতে কলেজের উদ্বোধন
—নিজস্ব চিত্র।
সুন্দরবনের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য তৈরি সুকান্ত কলেজের উদ্বোধন হল বুধবার। বাসন্তীর ভাঙনখালিতে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, বাসন্তীর বিধায়ক সুভাষ নস্কর, মহকুমাশাসক শেখর সেন প্রমুখ। ২০১০-এর মে থেকে সুকান্ত কলেজের কাজ শুরু হয়েছিল। এ দিনের অনুষ্ঠানে সুরঞ্জনবাবু বলেন, “কলেজে পরিবেশ শিক্ষা চালু করা জরুরি। সুন্দরবন এলাকার মানুষের জীবন-জীবিকার জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা চালু করা আবশ্যিক।” ধ্রুবজ্যোতিবাবুর কথায়, “সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের আর দূরে কষ্ট করে পড়তে যেতে হবে না। তাঁরা এলাকার কলেজেই পড়তে পারবেন।” কলেজ পরিচালন কমিটির সভাপতি লোকমান মোল্লা বলেন, “এই কলেজ নির্মাণ করতে বিধায়ক, সাংসদ তহবিল, উচ্চশিক্ষা দফতর, সুন্দরবন উন্নয়ন পর্ষদ ছাড়াও এলাকার মানুষ টাকা দিয়েছেন। গত দু’বছর ধরে কলেজে দু’জন চুক্তিভিত্তিক শিক্ষক, চার জন আংশিক সময়ের শিক্ষক এবং ছ’জন অতিথি শিক্ষক পড়াচ্ছেন। এখনও সরকারি ভাবে কোনও শিক্ষক পাইনি।”

স্ত্রীকে খুনের অভিযোগ
স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত অবশ্য পলাতক। ঘটনাটি ডায়মণ্ডহারবারের কামারঠেস গ্রামের। মৃত মহিলার নাম রসিদা বিবি (৪৫)। পুলিশ জানিয়েছে, বুধবার সকালের স্বামী আফতাব ওস্তাগারের সঙ্গে রসিদা বিবির পারিবারিক বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। অভিযোগ, তার জেরে আফতাব ধারালো অস্ত্র দিয়ে রসিদার মাথায় আঘাত করে পালিয়ে যায়। রসিদা বিবির বড় ছেলে জামির ওস্তাগার আফতাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে রসিদা এবং আফতাবের অশান্তি লেগেই থাকত। এ দিনও গণ্ডগোল হয় দু’জনের। রসিদার তিন ছেলে তখন বাড়িতে ছিল না। গ্রামবাসীরা বাড়ির পিছনে রসিদার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খুনের নালিশ, স্বামী গ্রেফতার
স্ত্রীকে খুনে অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে হাবরার প্রফুল্লনগর-দোতলাবাড়ির ঘটনা। পুলিশ জানিয়েছে, ন’বছর আগে উত্তর হাবরার বাসিন্দা সন্ধ্যা সাহার (৩৫) সঙ্গে বিয়ে হয়েছিল শায় মিস্ত্রী দিলীপ সাহার। ওই মহিলার পরিবারের লোকের অভিযোগ, বিয়েতে পণ দেওয়া হলেও বিয়ের চার মাস পর অতিরিক্ত পণের দাবিতে শ্বশুরবাড়ির লোক সন্ধ্যাদেবীর উপর শারীরিক নির্যাতন চালাতেন। সন্ধ্যাদেবীর দাদা রতন সাহার কথায়, “অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকবার বোন বাড়িতে চলে এসেছিল। তখন জামাইকে অনেক বুঝিয়ে বোনকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। এর মাঝে একবার বোনের ঘর ভেঙে গিয়েছিল। সেটিও আমরা উদ্যোগী হয়ে মেরামত করে দিয়েছিলাম।” সোমবার রাতে সন্ধ্যাদেবীকে গুরুতর অবস্থায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রতনবাবুর অভিযোগ, শ্বশুরবাড়ির লোক কীটনাশক খাইয়ে সন্ধ্যাদেবীকে খুন করেছে। অভিযোগ পেয়ে পুলিশ দিলীপকে গ্রেফতার করে।

নিখোঁজ ছাত্র
দিন কুড়ি আগে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। আর ফেরেনি। ২ অগস্ট থেকে নিখোঁজ হাবরার আক্রমপুরের বাসিন্দা রাজু রক্ষিত। হাবরা হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সে। পরের দিনই বাড়ির লোকেরা হাবরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, নিখোঁজ রাজুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। রাজুর বাবা শঙ্কর রক্ষিত পেশায় দরজি। কাজকর্ম বন্ধ রেখে হন্যে হয়ে ছেলেকে খুঁজছেন তিনি। শঙ্করবাবু বলেন, “ছেলেকে বকাবকি বা মারধর কিছুই করা হয়নি। নানা জায়গায় খোঁজও নিয়েছি। ভবানীভবনেও বিষয়টা জানিয়েছি।”

স্মারকলিপি
পরিশ্রুত পানীয় জল সরবরাহ, সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসার ব্যবস্থা-সহ ১২ দফা দাবিতে স্মারকলিপি দিল সুন্দরবন নাগরিক মঞ্চ। বুধবার বিকেলে এলাকার কয়েকশো মানুষ জড়ো হয়ে গোসাবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে স্মারকলিপি জমা দিয়ে পথসভা করেন তাঁরা।

তালা ভেঙে চুরি
তালা ভেঙে স্কুলে ঢুকে মিড ডে মিলের রান্নার সরঞ্জাম নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এর ফলে বুধবার স্কুলে মিড ডে মিল বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের বালতি স্কুলে মঙ্গলবার রাতে।

জয়ী তৃণমূল
মৎস্যজীবী সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জিতল তৃণমূল। বুধবার বাগদার সিন্দ্রাণী ফিশারম্যান কো-অপারেটিভ লিমিটেডের এই নির্বাচনে সিপিএমকে হারিয়ে জয়ী হয় তৃণমূল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.