টুকরো খবর
স্মারকলিপি দিতে এসে পঞ্চায়েতে তালা
একশো দিনের কাজ, পানীয় জল ও রাস্তা সংস্কার-সহ বিভিন্ন দাবিতে সিপিএমের পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিতে এসেছিলেন যুব-তৃণমূলের কয়েকজন। প্রধানকে না পেয়ে পঞ্চায়েত-কার্যালয়ে তালা লাগিয়ে চলে গেলেন তাঁরা। বুধবার দুপুরে ঝাড়গ্রাম ব্লকের চুবকা পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েতের দরজায় তালা লাগানোর দায় নিতে অবশ্য রাজি নন ঝাড়গ্রাম ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা চুবকা পঞ্চায়েতের একমাত্র বিরোধী সদস্য সুখেন্দু মণ্ডল। তাঁর দাবি, “সংগঠনের তরফে এ দিন ওই পঞ্চায়েতে কোনও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল না। যাঁরা স্মারকলিপি দিতে গিয়েছিলেন, তাঁরা সম্ভবত ব্যক্তিগত ভাবেই গিয়েছিলেন।” চুবকা পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে সিপিএম। এ দিন যুব তৃণমূলের একটি গোষ্ঠীর ২০-২৫ জন যুবক পঞ্চায়েত কার্যালয়ে আচমকা উন্নয়ন-সংক্রান্ত স্মারকলিপি দিতে আসেন। সিপিএমের প্রধান বিজলি জানাকে না-পেয়ে ওই যুবকেরা চুবকা পঞ্চায়েতের সচিব দুলাল চক্রবর্তীকে হেনস্থা করেন বলে অভিযোগ। এরপর পঞ্চায়েত কর্মীদের জোর করে বার করে দিয়ে পঞ্চায়েতের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যান ওই যুবকেরা। স্থানীয় সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে এখন পঞ্চায়েত অফিসে নিয়মিত আসেন না প্রধান বিজলি জানা। কার্যক্ষেত্রে পঞ্চায়েতটি চালান সচিব দুলালবাবু-সহ অন্য পঞ্চায়েত কর্মীরা। বিজলিদেবী অবশ্য অসুস্থতার জন্য এ দিন দফতরে যেতে পারেননি দাবি করে বলেন, “স্মারকলিপি দিতে গেলে আগাম জানাতে হয়। সেরকম কেউ কিছু জানাননি।” ঝাড়গ্রামের বিডিও সুদীপনারায়ণ ওঝা বলেন, “ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

আদেশনামা প্রত্যাহার
অবশেষে ‘আইনজীবী সম্পর্কিত মন্তব্য-সম্বলিত’ আদেশনামাটি প্রত্যাহার করে নিলেন ঝাড়গ্রামের দেওয়ানি বিচারক শুভদীপ রায়। ফলে, আজ, বৃহস্পতিবার আলোচনা সাপেক্ষে ঝাড়গ্রাম মহকুমা আদালতে কর্মবিরতি প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন আইনজীবী ও মুহুরিরা। বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক সমর রায়ের হস্তক্ষেপে বিষয়টির নিষ্পত্তি হয়। তিনি অবশ্য আদালতে আসেননি। টেলিফোনেই সংশ্লিষ্ট বিচারককে আদেশনামা প্রত্যাহার করতে বলেন। মাস খানেক আগে জমিজমা সংক্রান্ত একটি মামলায় বিবাদী পক্ষের আইনজীবী অবনীন্দ্রনাথ শতপথীর পেশ করা বক্তব্যকে আদালতের মর্যাদা হানিকর বলে আদেশনামায় মন্তব্য করেন বিচারক শুভদীপ রায়। অবনীন্দ্রনাথবাবুকে ভবিষ্যতে ওই ধরনের বক্তব্য পেশের বিষয়ে সতর্ক থাকতে বলেন বিচারক। মঙ্গলবার দুপুরে ওই আদেশনামার প্রতিলিপি হাতে পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েছিলেন ঝাড়গ্রামের আইনজীবী মহল। মঙ্গলবার দুপুর থেকে ঝাড়গ্রাম মহকুমা আদালতের দু’টি বার অ্যাসোসিয়েশন এবং ল-ক্লার্কদের একটি সংগঠন একযোগে কর্মবিরতি শুরু করায় আদালতের কাজ ব্যাহত হয়। বুধবারই আবার আদালত প্রাঙ্গণে সুশান্ত ঘোষ নামে এক আইনজীবীর সঙ্গে দুই পুলিশকর্মীর বাদানুবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিকেলে ঝাড়গ্রামের এসিজেএম প্রিয়জিৎ চট্টোপাধ্যায় ও এসডিপিও সন্তোষকুমার মণ্ডলের হস্তক্ষেপে ভুল বোঝাবুঝির অবসান হয়।

গ্রন্থাগারে বই কিনতে সাহায্য শিক্ষকের
এলাকার এক স্কুলের গ্রন্থাগার উন্নয়নে অর্থ সাহায্য করলেন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক। গ্রন্থাগার থাকলেও পর্যাপ্ত বই ছিল না ঘাটালের প্রতাপপুর হাইস্কুলে। গল্পের বই তো দূরের কথা পাঠ্যপুস্তকও মিলত না সেখানে। তাই স্কুল কর্তৃপক্ষ রত্নেশ্বরবাটি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অজিত কাণ্ডারের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েই অজিতবাবু ৫০ হাজার টাকা সাহায্য করেন। ইতিমধ্যেই ওই টাকায় বই কিনে গ্রন্থাগার সাজিয়ে তুলেছেন স্কুল কর্তৃপক্ষ। প্রতাপপুর স্কুলের প্রধানশিক্ষক অরুণ ভট্টাচার্য বলেন,“শুধু টাকা নয়, অজিতবাবু স্কুলের উন্নয়নে মূল্যবান পরামর্শ দিয়েছেন বিভিন্ন সময়। তাই আমরা ওঁকে স্কুলের আজীবন সদস্য হিসাবে মনোনীত করেছি।”অবসরের সময় নিজের স্কুলেও অর্থসাহায্য করেছিলেন অজিতবাবু। এছাড়াও এলাকার বহু দুঃস্থ ছেলে-মেয়েদের বই, খাতা কিনে দিয়ে সাহায্য করেছেন বিভিন্ন সময়। অজিতবাবু বলেন, “গ্রামাঞ্চলে স্কুলের নানান সমস্যার কথা আমার জানা। তাই একটু হলেও সাহায্য করার চেষ্টা করি। আমার এই সিদ্ধান্তে স্ত্রী নমিতা ও দুই ছেলে-বৌমাও সবসময় পাশে থেকেছেন।”

নন্দকুমারে ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল রেলেরই এক ঠিকাকর্মীর। বুধবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে তমলুক ও কেশবপুরের মাঝে নন্দকুমার থানার ঘাটুয়াল গ্রামে। মৃতের নাম শুভ্রাংশু বেরা (৪০)। বাড়ি তমলুকের নারায়ণপুরে। দুপুরে খাওয়ার পরে রেললাইনের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। পাঁশকুড়া থেকে হলদিয়াগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ঘটনাস্থলেই।

আলোচনাসভা
পণপ্রথা, বাল্যবিবাহ, বধূ নির্যাতনের বিরুদ্ধে ও শিশুদের পরিচর্যা ও এই সংক্রান্ত সরকারি সুযোগ-সুবিধা নিয়ে মঙ্গলবার ঘাটাল কলেজে একটি আলোচনা শিবির হল। ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর এবং বিদ্যাসাগর মেলা ও যুব উৎসবের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে আলোচনায় যোগ দেন মহকুমাশাসক অংশুমান অধিকারী-সহ বিশিষ্টজনেরা।

মারধরের নালিশ
সিপিএমের এক নেতাকে ক্লাবে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার পাঁশকুড়ার হাউরে ঘটনাটি ঘটে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.