টুকরো খবর |
কলেজে জাল শংসাপত্র দিয়ে চাকরির অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
জাল শংসাপত্র দিয়ে আরামবাগ গার্লস কলেজে চাকরি করার অভিযোগ উঠেছে এক চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে। গত ১৩ অগস্ট কলেজের অধ্যক্ষ সৈয়দ সাজিজুল ইসলাম এ ব্যাপারে গঙ্গারাম কুণ্ডু নামে ওই কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেন থানায়। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। তবে, গঙ্গারামবাবুর দাবি, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”কলেজ সূত্রে জানা গিয়েছে, শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র দেখিয়ে ১৯৯৫ থেকে বেতন তুলছেন গঙ্গারাম। এ ব্যাপারে বিধানসভা ভোটের সময় সরব হয়েছিল তৃণমূল। পরে বিষয়টিতে ধামাচাপা পড়ে যায়। গত বছর ২৪ অক্টোবর অসিত বন্দ্যোপাধ্যায় নামে স্থানীয় এক শিক্ষক তথ্য জানার অধিকার আইনে ওই কর্মীর শিক্ষাগত যোগ্যতা জানতে চান। তার ভিত্তিতেই প্রমাণ হয় গঙ্গারামবাবুর দাখিল করা পাণ্ডুয়ার ইটাচুনা হাইস্কুলের শংসাপত্রটি ভুয়ো। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জেলাশাসক এবং শিক্ষা দফতরে জানান। গত ২৫ জুলাই জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন কলেজ অধ্যক্ষকে ওই কর্মীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। অশান্তির আশঙ্কায় অধ্যক্ষ জেলার পুলিশ আধিকারিকদেরও বিষয়টি জানিয়ে রাখেন। অধ্যক্ষ বলেন, “জেলাশাসকের নির্দেশমত অভিযোগ দায়ের করা হয়েছে।”
|
সিঙ্গুরে রবিবার সমাবেশ কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিঙ্গুরের জমিতে কারখানা গড়ার দাবিতে ফের পথে নামছে কংগ্রেস। সিঙ্গুরে কারখানা গড়ে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিগত বাম সরকার দিয়েছিল, তারই বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার সিঙ্গুরে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সিঙ্গুরের যে জমি আন্দোলন থেকে বিরোধী নেত্রী থেকে প্রশাসক হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ‘উত্থান’, পঞ্চায়েত ভোটের আগে সেই সিঙ্গুরকে ‘হাতিয়ার’ করতে চাইছে শরিক কংগ্রেস। একইসঙ্গে সিঙ্গুরের তরুণদের কর্মসংস্থানের দাবি তুলে কংগ্রেস তাদের রাজনৈতিক ‘প্রাসঙ্গিকতা’ আরও বৃদ্ধি করতে চাইছে বলে দলের একাংশের ব্যাখ্যা। কেননা, সিঙ্গুর আন্দোলনের সময় কারখানার দাবিতেই সেখানে সমাবেশ করেছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রিয়রঞ্জন দাশমুন্সি। টাটাদের পরিত্যক্ত প্রকল্পের কাছেই ডিভিসি ময়দানে কংগ্রেসের ‘সিঙ্গুর চলো’ সমাবেশে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে সাংসদ অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি প্রমুখের থাকার কথা। প্রদীপবাবু বলেন, “সিঙ্গুরের ওই জমিতে কারখানা করতে হবেই। সেটাই আমাদের মূল দাবি। কেননা, মানুষ কাজ চায়।”
|
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, প্রহৃত মহিলা |
নিজস্ব সংবাদদাতা • জাঙ্গিপাড়া |
বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই অভিযোগে এক মহিলাকে বাড়ি থেকে তুলে এনে মারধর করার অভিযোগ উঠল হুগলির জাঙ্গিপাড়ার অযোধ্যা গ্রামের ৬ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। গুরুতর আহত ওই মহিলাকে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর সম্পর্কে মিথ্যা রটনা হয়েছে বলে দাবি ওই মহিলার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী চাষাবাদের কাজ করেন। মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি বাড়ি ছিলেন না। সেই সময়ে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে ছিলেন বছর তেত্রিশের ওই মহিলা। সেই সময়ে ৬ যুবক ওই মহিলাকে তুলে এনে বাড়ির অদূরে মারধর করে বলে অভিযোগ। মহিলার বাপেরবাড়ি ওই গ্রামেই। মেয়েকে মারধর করা হচ্ছে জানতে পেরে তাঁর বাবা ঘটনাস্থলে ছুটে যান। তত ক্ষণে অবশ্য হামলাকারীরা পালিয়ে যায়। এর পরে তিনি থানায় গিয়ে খবর দেন। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
|
দুই গার্ডের চেষ্টায় রক্ষা পেলেন যুবক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়া-বর্ধমান মেন লাইনে দৌড়চ্ছিল লোকাল ট্রেন। হঠাৎ গার্ড দেখতে পান, রিষড়া স্টেশনের হোম সিগন্যালের কাছে এক যুবক আহত অবস্থায় পড়ে আছেন। ট্রেনের গতি তখন এতই বেশি যে, তিনি থামানোর ব্যবস্থা করতে পারেননি। সঙ্গে সঙ্গে তিনি খবর পাঠান কন্ট্রোলে। কন্ট্রোল থেকে খবর যায় ওই লাইনেই থাকা মেমারি লোকালের মোটরম্যান ও গার্ডের কাছে। সেই ট্রেন তখন কোন্নগর স্টেশনের আগে। তার গার্ড খবর পাঠান রিষড়া স্টেশনের ম্যানেজারকে কয়েক জন পোর্টার ও স্ট্রেচার পাঠাতে বলেন। দু’চার মিনিটের মধ্যেই মেমারি লোকাল পৌঁছয় রিষড়া স্টেশনে। আহতকে সেই ট্রেনে তুলে আনা হয় শ্রীরামপুরে। সেখান থেকে গাড়িতে ওয়ালশ হাসপাতাল। মাথায় আঘাত নিয়ে ওই যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বছর তিরিশের ওই যুবকের পরিচয় জানা যায়নি। পূর্ব রেল সূত্রের খবর, উপস্থিতবুদ্ধি ও ভাল কাজের জন্য প্রথম ট্রেনটির গার্ড এস কে আচার্য ও মেমারি লোকালের গার্ড এ মুখোপাধ্যায়কে পুরস্কার দেওয়ার কথা ভাবছে রেল।
|
দুর্ঘটনায় জখম সেচমন্ত্রীর স্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সবং যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার স্ত্রী গীতা ভুঁইয়া। বুধবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে। দুর্ঘটনায় গীতাদেবীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশি সূত্রের খবর, বিকেল ৪টে নাগাদ কলকাতা থেকে গীতাদেবী চালককে নিয়ে সবংয়ের বাড়িতে ফিরছিলেন। কোনা এক্সপ্রেসওয়ে থেকে ৬ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় তাঁর গাড়ির সামনে আচমকাই অন্য একটি গাড়ি দাঁড়িয়ে যায়। ফলে ব্রেক কষে দাঁড়িয়ে যায় গীতাদেবীর গাড়িটিও। পিছন থেকে পরপর তিনটি গাড়ি এসে ধাক্কা মারায় তাঁর গাড়িটি দুমড়ে যায়। ঘাড়ে, হাতে চোট পান গীতাদেবী। মানসবাবু পরে বলেন, “দুর্ঘটনার সময় জলসম্পদ ভবনে ছিলাম। খবর পেয়েই ওঁদের কলকাতায় ফিরিয়ে আনার ব্যবস্থা করি। পুলিশে অভিযোগ করিনি।”
|
সশস্ত্র দুষ্কৃতী ধৃত পুরশুড়ায় |
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
পাইপগান-সহ পুড়শুড়ার কানারিয়া সেতুর কাছ থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ধৃত ওই দুষ্কৃতীর নাম প্রবীর বেরা। বাড়ি স্থানীয় ডিহিবাতপুর গ্রামে। পুলিশ জানায়, তার কাছ থেকে একটি চোরাই মোটরবাইক উদ্ধার করা হয়েছে। মাস কয়েক আগে একটি ব্যাঙ্ক লুঠের অভিযোগে তাকে কলকাতার হেয়ার স্ট্রিট থানা গ্রেফতার করে। তার পরে সে জামিন পায়। সম্প্রতি বর্ধমানের মাধবডিহি থানা এলাকা থেকে একটি মোটরবাইক ছিনতাইয়ের অভিযোগ ওঠে প্রবীরের বিরুদ্ধে। এ দিন সেই ছিনতাই হওয়া মোটরবাইকটিই বাজেয়াপ্ত করা হয়। ধৃতকে বুধবার আরামবাগ আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
গাঁজা-সহ ধৃত |
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়ে ২০ কেজি গাঁজা আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। মঙ্গলবার রাতে হিন্দমোটর থেকে রাজীব সিংহ এবং মধু মণ্ডল নামে ওই দুই দুষ্কৃতীকে ধরা হয়। প্রথম জনের বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগরে। দ্বিতীয় জন সোনারপুরের বনহুগলির বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই দু’জনের বিরুদ্ধে যাদবপুর, কসবা এবং উত্তরপাড়া থানা এলাকা থেকে অন্তত ৫০টি মোটরবাইক চুরির অভিযোগ রয়েছে। বুধবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। বিচারক তাদের তাদের ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। |
|