প্রাথমিক চিকিৎসার জন্য দশ ফুট বাই দশ ফুটের একটি ঘর। ভিতরে রোগীদের জন্য একটি শয্যা এবং একটি মাত্র অক্সিজেন সিলিন্ডার। সঙ্গে ব্যথা কমানোর মলম আর কিছু অম্বলের ওষুধ। দেশের দশটি প্রধান বিনোদন পার্কের তালিকায় থাকা নিকো পার্কের আপৎকালীন চিকিৎসা সরঞ্জামের ‘ভাঁড়ার’-এর হাল এমনটাই। অথচ, পার্কে এমন অনেক ‘বিপজ্জনক’ রাইড রয়েছে, যাতে দুর্ঘটনা ঘটলে হাত-পা ভাঙা কিংবা মাথা ফাটার মতো গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা যথেষ্টই।
|
বছর দেড়েক আগে সেখানে ‘মুন রেকার’ নামক একটি রাইড থেকে দু’জন পড়ে গিয়ে আহত হন। ঘটনাটি বড় আকার না নেওয়ায় কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ। মঙ্গলবারের ঘটনা আরও এক বার বড় বিপদের সঙ্কেত দিয়েছে। এবং তা থেকে পরিষ্কার যে, নিকো পার্কের আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা একেবারেই নড়বড়ে।
অবস্থা ঠিক কেমন? টিকিট কাউন্টারের পাশেই প্রাথমিক চিকিৎসার ঘর। যেখানে একসঙ্গে একাধিক রোগী এলে তাঁদের বসানোর জায়গাও নেই। দু’জন চিকিৎসক আছেন। কিন্তু খোঁজ নিয়েই জানা গেল, ব্যথা কমানোর মলম কিংবা অম্বলের ওষুধই তাঁদের অন্যতম ভরসা। নিকো পার্কে জায়গা রয়েছে তিরিশ হাজার মানুষের জন্য। কিন্তু দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নেওয়ার জন্য আছে একটি মাত্র অ্যাম্বুল্যান্স।
মঙ্গলবার ওয়াটার পার্কে ‘বডি স্লাইড’ নামের রাইডটি ভেঙে যাঁরা পড়ে যান, তাঁদের অভিযোগ, পার্কে প্রাথমিক চিকিৎসা তেমন ভাবে মেলেনি। তাঁদের হাসপাতালে নিতেও কর্তৃপক্ষ দেরি করেন বলে অভিযোগ। এ কথা অবশ্য বুধবার উড়িয়ে দিয়েছেন পার্কের সিইও অরিজিৎ সেনগুপ্ত। কিন্তু তিনি যা বলেছেন, তাতে এ কথা পরিষ্কার যে, দুর্ঘটনাগ্রস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা নেই ওই বিনোদন পার্কে।
অরিজিৎবাবু বলেন, “আমাদের অ্যাম্বুল্যান্সে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেককে আমরা ট্যাক্সি করে নিয়ে যাই। নিজেদের গাড়িতেও কয়েক জনকে পাঠাই।” |
আর কোনও অ্যাম্বল্যান্স রাখা হয়নি কেন? অরিজিৎবাবু বলেন, “আগে তো কখনও এত বড় দুর্ঘটনা ঘটেনি। তবে এ বার আমরা দেখছি। পুলিশের সঙ্গেও কথা হচ্ছে। আপৎকালীন ব্যবস্থা ঢেলে সাজা হবে। তবে আমাদের যতটা ব্যবস্থা রয়েছে, দেশের কোথাও নেই। নিরাপত্তার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অরগানাইজেশনের বিধি মেনে চলি আমরা। তার সার্টিফিকেটও আছে।”
মঙ্গলবারের দুর্ঘটনার পরে পুলিশের নির্দেশে এ দিন নিকো পার্ক বন্ধ ছিল। সকালে ওই পার্ক পরিদর্শনে যান বিধাননগর কমিশনারেটের পুলিশকর্তারা। গোয়েন্দাপ্রধান নীলু শেরপা চক্রবর্তী বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্লাইড রাইডগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। তবে বাকি পার্ক খোলা রাখতে পারবেন কর্তৃপক্ষ।” |