কারখানা চত্বরে অবস্থিত গুদামগুলিতে সৌরশক্তি চালিত বাতি লাগানোর উদ্যোগ নিলেন দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একটি গুদামে সেই কাজ সম্পন্ন হয়েছে বলে কারখানা সূত্রে জানানো হয়েছে। কারখানা সূত্রে জানা গিয়েছে, বিশেষ ধরণের সৌরবাতি ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যুৎ যেমন লাগবে না, তেমনই কোনও ব্যাটারিরও কোনও বালাই নেই। প্রায় ২০ বছর চলবে ওই বাতিগুলি। কারখানা সূত্রে আরও জানানো হয়েছে, সূর্যের অতি বেগুনি রশ্মি-সহ অন্যান্য ক্ষতিকর রশ্মি প্রতিরোধে ছাঁকনির কাজ করে থাকে এই সৌরবাতিগুলি। কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর পি কে মিশ্র জানান, দুর্গাপুর শিল্পাঞ্চলের কোনও কারখানায় এই ধরণের উদ্যোগ এই প্রথম।
|
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার রাতে দুর্গাপুরের ডিভিসি মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম অজিত চট্টোপাধ্যায় (২৮)। বাড়ি গোপালমাঠে। গুরুতর জখম অবস্থায় তাঁর এক সঙ্গী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি মোটরবাইকে চড়ে অজিতবাবু ও তাঁর সঙ্গী জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। ডিভিসি মোড়ের কাছে দু’টি লরি ও একটি মিনিবাসের মাঝখানে পড়ে যায় তাঁদের মোটরবাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিতবাবু। ওই দু’টি লরি ও মিনিবাসটিকে আটক করেছে পুলিশ । চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে।
|
মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল ইসিএলের এক ইঞ্জিনিয়ারের। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে চাকদোলা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম সত্যরঞ্জন ঘোষ (৪৮)। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, আসানসোল বিএনআর মোড় এলাকার বাসিন্দা সত্যরঞ্জনবাবু এ দিন সকালে স্কুটারে চড়ে শোনপুর বাজারি প্রকল্পে কর্মস্থলে আসছিলেন। চাকদোলা মোড়ের কাছে বাগডিহা রানিগঞ্জগামী একটি মিনিবাস তাঁকে ধাক্কা মারলে তিনি লুটিয়ে পড়েন। অদূরে বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
|
নতুন সরকার ক্ষমতায় আসার পরে ডিএসপি-র চার হাজারেরও বেশি তাদের সমর্থক ঠিকা-শ্রমিক কাজ হারিয়েছেন, এই অভিযোগে সম্প্রতি রাজ্যপাল এম কে নারায়ণনের হাতে স্মারকলিপি দেয় সিটু। রাজ্যপাল ডিএসপি পরিদর্শনে এলে তা দেওয়া হয়। সিটু নেতা বিনয়েন্দ্রকিশোর চক্রবর্তী জানান, আজ, বৃহস্পতিবার রাজ্যপাল সিটু নেতাদের কথা শুনবেন বলে রাজভবন থেকে জানানো হয়েছে।
|
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার করল বারাবনি থানার পুলিশ। বুধবার বিকেলে বারাবনি থানার বারাবনি রেল স্টেশন সংলগ্ন একটি ইট ভাটার পাশে ফাঁকা জায়গায় গলাকাটা অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর পাঠান তাঁরা। দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
|
ঈদ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ৩৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হল জামুড়িয়ার নিমষায়। ঈদ মিলন উৎসব নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন হয়। আবৃত্তি ও গান করেন ছোট-বড় শিল্পীরা। |