এক মহিলাকে কটূক্তি ও তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠল সিটুর এক খনি-শ্রমিক নেতার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করে তাঁকে অন্যত্র বদলির দাবিতে খনি কার্যালয়ের সামনে অনশন আন্দোলনে নামলেন অন্যান্য সংগঠনের শ্রমিক নেতারা। ইসিএলের সোদপুর এরিয়ার পাটমোহনা কোলিয়ারির ঘটনা। অভিযুক্ত ওই সিটু নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে ওই ঘটনার প্রতিবাদে অনশনে বসেছেন সাতটি শ্রমিক সংগঠনের কয়েক জন সদস্য। তাঁদের অভিযোগ, ওই কোলিয়ারির কর্মী তথা সিটুর শাখা সম্পাদক রামকেশ গোপ প্রতিবেশী এক মহিলাকে কটূক্তি করেছেন। তাঁর সঙ্গে অশ্লীল আচরণও করেছেন। |
প্রতিবাদে অনশন।—নিজস্ব চিত্র। |
ওই খনির কর্মী তথা আইএনটিইউসি নেতা তপন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “সিটুর নেতা রামকেশ গোপ এলাকায় অসামাজিক কাজ-কর্মে লিপ্ত। তাঁকে অন্য খনিতে বদলি করতে হবে।” এআইটিইউসি-র পাটমোহনা কোলিয়ারির শাখা সম্পাদক রামশ্রেষ্ঠ গোপেরও দাবি, “ওই শ্রমিক নেতার তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।” আইএনটিটিইউসি নেতা বাদল মাজি বলেন, “ওই শ্রমিক নেতা আবাসন কলোনিতে শান্তিশৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছেন।” রামকেশবাবুকে অন্যত্র বদলি করতে হবে বলেও দাবি তুলেছেন অনশনকারীরা।
রামকেশ গোপ অবশ্য সব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, “এই খনি এলাকায় আমার প্রভাব খর্ব করার জন্যই আমার নামে এমন অপবাদ দেওয়া হচ্ছে ।” রামকেশবাবুর অভিযোগ আরও জানান, প্রায় দু’মাস আগে তাঁর সঙ্গে অন্যান্য শ্রমিক সংগঠনের কয়েকজন সদস্যের ঝামেলা হয়েছিল। তার জেরে থানা-পুলিশও হয়েছিল। আদালত থেকে ব্যক্তিগত জামিন নিয়েছিলেন তিনি। রামকেশবাবুর দাবি, ওই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে অন্যান্য শ্রমিক সংগঠনের নেতারা চক্রান্ত শুরু করেছেন। |