শুরু হল বর্ধমান সদর জোন স্কুল ফুটবল। শহরের কল্পতরু ও লোকো ব্লিজ ময়দানে অনূর্ধ্ব ১৭ বিভাগে বিদ্যার্থীভবন বয়েজ স্কুল ৫-০ গোলে হারায় হোলিরক স্কুলকে। বিদ্যার্থীর সোমনাথ মাইতি হ্যাট্রিক করেন। অপর দু’টি গোল করেন তাপস শীল। এই মাঠেই অনূর্ধ্ব ১৯ গ্রুপে দুরাজদিঘি হাইস্কুল ১-০ গোলে হারায় বিদ্যার্থীভবন বয়েজকে। গোলদাতা সোমনাথ সাহা। সেমিফাইনালে দুবরাজদিঘি ইছলাবাদ হাইস্কুলের বিরুদ্ধে খেলবে।
|
জামুড়িয়ার পানিআটি ইয়ুথ কর্নার আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল বুধবার থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শ্রীধর কর্মকার ও বিমলা কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত ওই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের খেলায় বিজয়ী হল মণ্ডলপুর কালী সঙ্ঘ। তারা টাইব্রেকারে ৩-১ গোলে বার্নপুরের বিবেকানন্দ সঙ্ঘকে হারায়।
|
সুপার ডিভিশন ফুটবল লিগে ১-০ গোলে জাগরণী সঙ্ঘকে হারাল সাই ট্রেনিং সেন্টার। গোল করেন সোনা সর্দার। স্পন্দন মাঠে তৃতীয় ডিভিশন ফুটবলে নিবেদিতা সঙ্ঘ ৪-১ গোলে হারায় ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাবকে। ৩টি গোল করেন চন্দন বন্দ্যোপাধ্যায়। অপর গোলদাতা বেঞ্জেমিন মারান্ডি। ইছলাবাদের হয়ে গোল করেন সাহেব সমাদ্দার।
|
অআকখ কালচারাল ক্লাব আয়োজিত অমূল্যরতন বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন বোস ও পাপ্পু রানা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। তারা অআকখ মাঠে নবসূর্য এসসিসিকে ১-০ গোলে হারায়। বীরভানপুরের পক্ষে দেবরাজ গুরুঙ্গ গোলটি করেন। খেলাটি পরিচালনা করেন সন্দীপ মুখোপাধ্যায় ও অশোক মশান।
|
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের মঙ্গলবারের খেলা শেষ হল অমীমাংসিতভাবে। তানসেন এসি ও সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের খেলাটি গোলশূন্য ভাবে শেষ হয়। খেলাটি পরিচালনা করেন প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং রামপ্রসাদ ঘোষ।
|
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় জয়ী হল মোহনপুর এসসি। তারা ইটাপাড়া মাঠের খেলায় আমনালাকে ৩-০ গোলে হারায়।
|
ডিওয়াইএফ ও এসএফআই আয়োজিত নারায়ণ মণ্ডল ও রামপ্রসাদ রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জয়ী হল বিধানচন্দ্র ক্লাব দুর্গাপুর। তারা বক্তারনগর মাঠে ১-০ গোলে সকরা এসসিকে হারায়। |