বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হরিকুমার দাস। দুই বছর আগে হরিবাবু রায়গঞ্জ সংলগ্ন এলাকা থেকে পঞ্চমী দেবীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পণের দাবিতে স্ত্রীর উপর উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। গৃহবধূর পরিবারের অভিযোগ, অত্যাচার সহ্য করতে না পেরে পঞ্চমী দেবী ১৩ অগষ্ট বাড়িতেই বিষ খান। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১৫ অগষ্ট সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তিকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
|
৮ বছর আগে ছাগলে খেতের ফসল খাওয়া নিয়ে গণ্ডগোলের মামলায় ১০ দিনের কারাবাস হয়েছে এক দম্পতির। শুক্রবার গঙ্গারামপুরের বুনিয়াদপুর মহকুমা আদালতের বিচারক ছন্দা হাসমত অভিযুক্ত দম্পতি মমতা সরকার ও তছিরুদ্দিন সরকারকে এ নির্দেশ দেন। ৭০০ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাবাসের নির্দেশ দেন বিচারক। ২০০৩ সালের ২৫ ডিসেম্বর গঙ্গারামপুর থানার জগদীশপুরের বাসিন্দা সুলেমান সরকারের ছাগল প্রতিবেশি ওই দম্পতির জমির ফসল খায়। সুলেমান সরকারের দুই ছেলে ছাগল উদ্ধার করতে গেলে দম্পতি তাঁদের মারধর করে বলে অভিযোগ।
|
শুক্রবার নিজের বাড়িতে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সুনীল ভৌমিক মারা গেলেন। বয়স হয়েছিল ৭২ বছর। বুনিয়াদপুরের বরাইলের বাসিন্দা সুনীলবাবু সাবেক পশ্চিম দিনাজপুর জেলায় ১৯৭২-১৯৭৭ জেলা কংগ্রেস সভাপতি বার্ধক্যজনিত রোগে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
|
পুনর্বহালের দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন বালুরঘাটের চুক্তি ভিত্তিক কর্মীরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মণ্ডল বলেন, “স্বাস্থ্য মিশনের অধীন ওই ১৩ কর্মী হাসপাতালের নার্সিং স্কুলে কর্মরত ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তাদের কাজের চুক্তি শেষ হয়ে গিয়েছে।”
|
বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার ধনতলায়। মৃতের নাম মণিমোহন মন্ডল (৫৫)। তাঁর বাড়ি এলাকাতে। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
যাতায়াতের ‘অযোগ্য’ হয়ে পড়া ৮১ নম্বর জাতীয় সড়কে শুক্রবারও বাস ধর্মঘট চলছে। বৃহস্পতিবার বাস ধর্মঘটের ডাক দেয় মালদহ বাস ওনার্স অ্যাসোসিয়েশন। |