টুকরো খবর
ফের পরিদর্শনে আইনমন্ত্রী
সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো পরিদর্শন করতে ২১ অগস্ট ফের জলপাইগুড়িতে আসছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। জলপাইগুড়িতে অস্থায়ী পরিকাঠামোর কাজ দেখে রাতেই আইনমন্ত্রী কলকাতায় ফিরে যাবেন বলে জানা গিয়েছে। এর আগে ৭ অগস্ট আইনমন্ত্রী জলপাইগুড়িতে এসেছিলেন। সে সময়ে ১৮ অগস্টের মধ্যে অস্থায়ী পরিকাঠামো সংস্কারের যাবতীয় কাজ সেরে ফেলার নির্দেশ দেন আইনমন্ত্রী। সেই কাজ কতদূর এগিয়েছে সেটিই খতিয়ে দেখতে আগামী ২১ অগস্ট ফের তিনি জলপাইগুড়িতে আসছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল সহ অনান্য বিচারপতিদের চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের গোড়ায় জলপাইগুড়িতে আসার সূচি থাকলেও তা বাতিল করা হয়েছে। জানা গিয়েছে আগামী সপ্তাহের পরে হাইকোর্টের প্রতিনিধি দল আসতে পারে। জলপাইগুড়ির সরকারি আইনজীবী গৌতম দাস বলেন, ২১ অগস্ট রাজ্যের আইনমন্ত্রী শহরে আসছেন। তিনি হাইকোর্টের অস্থায়ী পরিকাঠামো পরিদর্শন করবেন।

গুলি-সহ ধৃত
২০১ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নকশালবাড়ির থানার নেপাল সীমান্ত এলাকা রতনজোত থেকে ওই ব্যক্তিকে আটক করে এসএসবি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম মণিকুমার রাই। তার বাড়ি রতনজোত এলাকাতেই। ধৃত প্রাক্তন সেনাকর্মী। ১৯৬২ সালের চিনের সঙ্গে যুদ্ধের সময় পালিয়ে বাড়িতে চলে যান তিনি। তার পর থেকে সেখানেই রয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে, আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যুক্ত রয়েছে ওই ব্যক্তি। কিন্তু এত পরিমাণ গুলি কোথা থেকে তিনি নিয়ে এসেছেন, তা কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা নিয়ে ধন্দ্বে পড়েছে পুলিশ। কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে এ দিন নকশালবাড়ি থানায় যান দার্জিলিং জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল। তিনি জানান, ধৃতকে আজ, শনিবার আদালতে তোলা হবে। তিনি বলেন, “ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছি।”

নয়া শৌচাগার
বিধান মার্কেটে একটি শৌচাগারের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান নান্টু পাল। শুক্রবার সকালে বিধান মার্কেটে একটি সভা করা হয়। সেখানে বিধান মার্কেটকে আরও সাজিয়ে তোলার ব্যপারে আশ্বাস দেন নান্টুবাবু। বেশ কয়েকটি ভাঙা রাস্তা সংস্কার করা হবে বলে তিনি জানান। নান্টুবাবু বলেন, “ওই শৌচাগার ছয় মাস আগে তৈরি হয়েছিল। কিন্তু জলের সমস্যার জন্য তা উদ্বোধন করা যাচ্ছিল না। এবারে সেই সমস্যা মিটে গিয়েছে।” ওই সভায় উপস্থিত ছিলেন ৩ নম্বর বরোর চেয়ারম্যান নিখিল সাহানি।

পুলিশকর্তাকে স্মারকলিপি
বাইকের দৌরাত্ম্য ও ইভটিজিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ কর্তাকে স্মারকলিপি দিল আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চ। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা। তাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই আলিপুরদুয়ার শহর তথা জংশন এলাকায় অলিতে-গলিতে নেশার আসর বসছে। মেয়েদের স্কুলের সামনে আড্ডা তৈরি হয়েছে। সেখান থেকে ছাত্রীদের লক্ষ করে কটুক্তি করা হচ্ছে। অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “পুলিশের নজরদারির অভাবে শহরের বিভিন্ন জায়গায় মদ ও গাঁজার আসর বসছে। মেয়েদের স্কুলের সামনে বাইক-সহ যুবকরা জটলা করছে। ছাত্রীদের কটুক্তি করা হচ্ছে। পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছি।”

ভিডিএ-নিয়ে ফের ত্রিপাক্ষিক
ভিডিএ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হবে আগামী ২৮ অগস্ট শিলিগুড়িতে। দ্রুত চুক্তির দাবিতে তরাই ও ডুয়ার্সের সমস্ত চা বাগানে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা। চা শ্রমিকদের যৌথ সংগঠন কোঅর্ডিনেশন কমিটির ডাকে বৃহস্পতিবার থেকে প্রতিদিন বাগানের গেটে মিটিং চলছে। শনিবার পর্যন্ত আন্দোলন চলার কথা। নভেম্বরে মজুরি সংক্রান্ত ত্রিপাক্ষিক চুক্তির ছয় মাসের মধ্যে ভিডিএ স্থির করার সিদ্ধান্ত হয়। অভিযোগ, নয় মাস পার হয়ে গেলেও রাজ্য সরকার কিংবা বাগান মালিকপক্ষ উচ্চবাচ্য করছেন না। কোঅর্ডিনেশন কমিটির নেতা তথা আইএনটিইউসি’র দার্জিলিং জেলা কমিটির সভাপতি অলক চক্রবর্তী বলেন, “আমরা চাই, এ বার দ্রুত ভিডিএ চূড়ান্ত করা হোক।”

দুর্ঘটনায় মৃত্যু
বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম মানবেশ নন্দ (৪৮)। সিভিল ইঞ্জিনিয়র মানবেশবাবু শিলিগুড়ি থেকে নিজের গাড়ি চালিয়ে ময়নাগুড়ির বাড়ি ফিরছিলেন। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। মানবেশবাবুকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

দলবাজির অভিযোগ
সহকারী প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে দলবাজির অভিযোগ তুললেন নকশালবাড়ি নন্দপ্রসাদ হাই স্কুলের পরিচালন সমিতির সদস্যদের একাংশ। স্কুলেরই দুই শিক্ষক পরীক্ষা দেন। অভিযোগ, সিলেকশন কমিটির এবিটিএ সদস্যরা পছন্দের শিক্ষককে বেশি নম্বর দেন। স্কুল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছেন, ইন্টারভিউ নিয়ম মেনে হয়েছে। জেলা স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

স্মারকলিপি
এলাকার সমস্ত বাসিন্দাদের বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত করা এবং কৃষি মজুরদের দৈনিক ১৭১ টাকা মজুরির দাবিতে আন্দোলনে নামল সারা ভারত কৃষি মজুর সমিতি। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে ফাঁসিদেওয়ার প্রধানকে এই ব্যাপারে একটি স্মারকলিপিও দেওয়া হয়।

তড়িদাহত হয়ে মৃত্যু
মাছ মারতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার দেবীডাঙ্গায়। পুলিশ জানায়, মৃতের নাম লালন সিংহ (২৮)। বাড়ি ওই এলাকাতেই। এদিন তিনি বিদ্যুৎ ব্যবহার করে মাছ মারার সময় দুর্ঘটনা ঘটে।

২৮শে ত্রিপাক্ষিক
চা-শ্রমিকদের মহার্ঘ্য-ভাতা নিয়ে ২৮ অগস্ট শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকল রাজ্য সরকার। শিলিগুড়ি সার্কিট হাউসে ওই বৈঠক হবে বলে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.