|
|
|
|
সংস্কৃতি যেখানে যেমন... |
নাট্য-কর্মশালা জলপাইগুড়িতে |
ভরত মুনির নাট্যশাস্ত্র অনুসারে নাট্য নির্মাণ হয় গীত-বাদ্য-নৃত্য-অভিনয়, এই চারের সমন্বয়ে। নাট্যশাস্ত্রের ১০৮ মৌলিক উত্তরণের একটি হল ‘করণ’। বিশ্ব ব্রহ্মান্ডের পরম স্পন্দনের সঙ্গে সত্ত্বার সংযোগ সাধনের ক্রিয়াই নাট্যশাস্ত্রের ‘করণ’। এই মার্গ পদ্ধতির লক্ষ্য দর্শক বিনোদন নয়। তাকে চিন্তায়, বুদ্ধিতে অত্যুচ্চ স্তরে সংস্কৃতি সম্পন্ন করে তোলা। আত্মিকতায় আলোকপ্রাপ্ত করা। সেই লক্ষ্যেই জলপাইগুড়ির সুভাষ ভবনে ১২ অগস্ট থেকে ১৫ অগস্ট নাট্যশাস্ত্রের কর্মশালা হল। শহরের নাচের শিল্পী এবং নাচের শিক্ষা কেন্দ্রগুলির নিয়ে গঠিত জলপাইগুড়ি ডান্স গ্রুপ-এর উদ্যোগেই ওই কর্মশালা।
প্রশিক্ষণ দিতে কলকাতা থেকে আসেন পিয়াল ভট্টাচার্য। শাস্ত্রীয় নৃত্যে ‘মার্গ নাট্য’ নিয়ে গবেষণা করছেন তিনি। গোবিন্দন কুট্টি এবং কৌশিক চক্রবর্তীর কাছ থেকে নাচের শিক্ষা নিয়েছে। পরে কেরলে কলামণ্ডলম-এ যোগ দেন। নাট্য শাস্ত্র শিখতে সংস্কৃতিও শেখেন। ২০১০ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং মানব সম্পাদ উন্নয়নমন্ত্রক বৃত্তি দেয়। তার হাত ধরেই উঠে আসছেন আকাশ মল্লিক, দীপ ঘোষ, পিঙ্কি মণ্ডল। জলপাইগুড়ির কর্মশালায় অংশ নেন ‘নৃত্তম’-এর কুন্তলা রাহা, কলামণ্ডলম-এর কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়রা অনেকেই। নাট্য শাস্ত্রের তাত্ত্বিক এবং ব্যবহারিক বিষয়গুলি কর্মশালায় তুলে ধরা হয়। কর্মশালা সূত্রেই জানা গিয়েছে, ভরতমুনির নাট্যশাস্ত্র অনুসারে নাট্য নির্মাণ হয় গান, বাজনা, নাচ এবং অভিনয়ের সমন্বয়ে। নাট্য শাস্ত্রের ১০৮ টি মোলিক উত্তরণের একটি হল ‘করণ’। বিশ্বের পরম স্পন্দনের সঙ্গে সত্ত্বার যোগ সাধনের ক্রিয়াই নাট্যশাস্ত্রের ‘করণ’। এই র্মাগ পদ্ধতিতের লক্ষ নিছক দর্শক বিনোদন নয়। তাঁকে চিন্তায় বুদ্ধিতে উন্নত স্তরে উত্তরণ করানো। সংস্কৃতিসম্পন্ন করে তোলা, আত্মবোধের আলোয় পৌঁছে দেওয়া।
|
আবার ‘বালুকা’র পথ চলা শুরু হল |
শিলিগুড়ির ‘বালুকা’ ফের প্রকাশিত হল ৫ অগস্ট। ১৪ অগস্ট উদয়ন মেমোরিয়াল স্পোর্টস লাইব্রেরিতে সূচনা হল। উদ্বোধন করেন মেয়র গঙ্গোত্রী দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছেন সনৎ মুখোপাধ্যায় এবং নির্মল চক্রবর্তী। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল স্বরোচিত কবিতা পাঠের আসর, শ্রুতি নাটক। শ্রুতি নাটক ‘সেয়ানে সেয়ানে’ উপস্থাপন করেন কল্লোল দত্ত ও পারমিতা দাশগুপ্ত। স্বরচিত কবিতা পাঠ করেন প্রবীর শীল, গৌতমেন্দু রায়, নীতিশ বসু, আশিস চক্রবর্তী, কৃষ্ণ দাস কুণ্ডু, অলীন বাগচী, সীমা চট্টোপাধ্যায়, প্রণয় দাস, সুকুমার দাশগুপ্ত, মণিজিঞ্জির সান্যাল, অসীম দাস।
|
তথ্য: মৌসুমী মজুমদার, নির্মল চক্রবর্তী |
|
|
|
|
|