গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের সুদের ২২ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে শিলিগুড়ি থানার পুলিশ ওই কর্মীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম গৌরচন্দ্র সিংহ। তাঁর বাড়ি শিবমন্দিরে। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ওই কর্মী বর্তমানে রাজগঞ্জের পানিকৌড়ি শাখায় কর্মরত ছিলেন। তিনি শিলিগুড়ি শাখায় কর্মরত থাকার সময় ওই টাকা আত্মসাৎ করেন। তা নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে কয়েকদিন তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এদিন ব্যাঙ্কের রিজিউনাল অফিসের চিফ ম্যানেজার পুলিশে অভিযোগ দায়ের করা হলে তাঁকে গ্রেফতার করা হয়। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল পাল বলেন, “অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিন বছর গৌরচন্দ্রবাবু শিলিগুড়ি শাখায় কর্মরত ছিলেন। তিনি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এবং পেনশন বিভাগ দেখতেন। সেই সময় তাঁর স্ত্রী এবং নিজের নামে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তিনি। পুলিশ তদন্তে জানতে পেরেছে, বেশ কিছু গ্রাহকের ফিক্সড ডিপোজিটের সুদের টাকা ওই কর্মী নিজের জয়েন্ট অ্যাকাউন্টে স্থানান্তর করে দেন। তিনি ওই সেকশনের দায়িত্বে থাকায় বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পারেনি। সম্প্রতি এক গ্রাহক ফিক্সড ডিপোজিটের টাকা তুলতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তদন্ত শুরু করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিন ওই কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়। কয়েক মাস আগে অপর একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের বর্ধমান রোড শাখায় ফিক্সড ডিপোজিটের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যপারে সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। |