সেপ্টেম্বরে ঘুড়ি উৎসবের পরিকল্পনা শিলিগুড়িতে
বকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে শিলিগুড়িতে হতে চলছে ‘জাকজমকপূর্ণ’ আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে ওই অনুষ্ঠান হবে। রাজ্য পর্যটন দফতর এবং ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (এটোয়া) যৌথভাবে উৎসবের আয়োজন করবে। পর্যটন দফতরের জয়েন্ট ডাইরেক্টর (উত্তরবঙ্গ) সুনীল অগ্রবাল শুক্রবার বলেন, “নতুন রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ জুড়ে পর্যটন শিল্পের নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। নানা অনুষ্ঠান, মেলা করা হচ্ছে। আন্তর্জাতিক ঘুড়ি উৎসব এ বার শিলিগুড়িতে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশ-বিদেশের প্রতিযোগীরা ছাড়াও দেশের নানা প্রান্তের মানুষ উৎসবে আসবেন।”
পর্যটন দফতর সূত্রের খবর, মূলত গুজরাতে ওই উৎসব হয়। এর আগের বছর কলকাতায় উৎসবটি প্রথমবার হয়েছে। তাতে চিন, জাপান-সহ নানা দেশের প্রতিনিধিরা অংশ নেন। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উৎসবটি করার পরিকল্পনা আপাতত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে উৎসব কমিটির কর্তারা শিলিগুড়িতে আসবেন। স্টেডিয়ামের এলাকাটি তাঁরা ঘুরে দেখে সবকিছু চূড়ান্ত করবেন। তবে মোবাইল টাওয়ার, ফ্লাড লাইটের জন্য কিছু সমস্যা হতে পারে বলে পর্যটন দফতরের কর্তারা মনে করছেন। সেই ক্ষেত্রে শহরের অন্য কোনও বড় মাঠ বা খোলা এলাকায় ঘুড়ি উৎসব করা যেতে পারে তা খতিয়ে দেখাও শুরু হয়েছে।
পাশাপাশি, আজ, শনিবার থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে একটি পর্যটন মেলা। সেখানে নেপাল, ভুটানের অংশগ্রহণকারীদের সঙ্গে দেশের বিভিন্ন রাজ্য অংশ নিচ্ছে। পশ্চিমবঙ্গের তরফে পর্যটন দফতর মেলায় যোগ দিচ্ছে। মেলার উদ্বোধন করবেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। পর্যটন দফতরে এই উদ্যোগেও সামিল হয়েছে পর্যটন সংস্থার সঙ্গে জড়িত সংগঠনটি। এটোয়া’র সভাপতি সম্রাট সান্যাল বলেন, “প্রতিবছর আমরা বিশ্ব পর্যটন দিবসে নানা অনুষ্ঠান করে থাকি। এবার পর্যটন মেলা এবং আন্তর্জাতির ঘুড়ি উৎসবে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সরকারের পর্যটন নিয়ে কোনও উদ্যোগে আমরাও সামিল হতে পেরে খুশি।”
পর্যটন দফতরের জয়েন্ট ডিরেক্টর সুনীলবাবু জানিয়েছেন, নতুন সরকারের উদ্যোগে উত্তরবঙ্গে পর্যটনে জোয়ার এসেছে। গত ৭ মাসে পাহাড়, ডুয়ার্সে রেকর্ড পরিমাণ দেশি-বিদেশি পর্যটন এসেছেন। সংখ্যা প্রায় ৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত বছরের তুলনায় যা প্রায় চারগুণ। ইতিমধ্যে রাজ্য সরকার ডুয়ার্স জুড়ে পর্যটনের মেগা সার্কিট তৈরির জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। নতুন কিছু কাজও শুরু গিয়েছে। মূর্তিতে ২৭টি, জলদাপাড়ায় ৬টি, বাতাবাড়ি ৬টি কটেজ তৈরির কাজ শেষ পর্যায়ে এসেছে। গজলডোবা, চিলাপাতায় প্রকল্প হচ্ছে। ডুয়ার্সের টিলাবাড়িতে পশু পর্যবেক্ষণ কেন্দ্র এবং পর্যটকদের জন্য ‘ওয়েসাইড ইন’ তৈরি হচ্ছে।
তিনি জানান, সইলি চা বাগানে ৯০ একর এবং কুঞ্জনগরে ৭০ একর জমি চিহ্নিত হয়েছে। এখানে পর্যটন ‘হাব’ তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে দার্জিলিং টুরিস্ট লজ, কালিম্পঙের মরগান হাইস, হিলটপের সংস্কারের কাজে হাত দেওয়া হচ্ছে। এ ছাড়া পাহাড়ের তাশিডিং-এ একটি হেরিটেজ ভবনকে নতুন করা সাজা হচ্ছে। পাশাপাশি, শিলিগুড়ির নতুন করে সংস্কার করে মৈনাক টুরিস্ট লজকে আকর্ষনীয় করার কাজ শেষ পর্যায়ে। এখানে অন্য রাজ্যের পর্যটন সংস্থাগুলিকে ‘কাউন্টার’ খোলার জন্য অনুরোধ করা হবে বলে সুনীলবাবু জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.