পরীক্ষা চলাকালীন স্কুলের শিক্ষককের মারে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠল পুরুলিয়া শহরে। মঙ্গলবারের ঘটনা। সে দিন রাতেই ছাত্রটির মা পুরুলিয়া সদর থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ছাত্রটির পরিবারের অভিযোগ, হিন্দিতে ‘ছ’ কী ভাবে লেখা হয় শিক্ষকের কাছে তা জানতে চেয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্র। এর পরেই শিক্ষক ছাত্রটির মাথায় মারেন। ছাত্রটির মা অপরাজিতা মণ্ডলের অভিযোগ, “আমার ছেলের মাথায় একটা সমস্যা রয়েছে। সে জন্য তার চিকিৎসা চলছে। ওই শিক্ষকের মারে ও আরও অসুস্থ হয়ে পড়েছে।” তাঁরা স্কুল কর্তৃপক্ষকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছেন। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে স্কুলের প্রধান শিক্ষক সুনির্মল কর বলেন, “তবে ঘটনার কথা শুনেছি। ছুটির পর স্কুল খুললে কী ঘটেছিল খোঁজ নেব।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন শিক্ষক ওই ছাত্রের মাথায় মেরেছেন বলে তার অভিভাবকের কাছে শুনেছি। প্রধান শিক্ষকের কাছে জানতে চাইব।”
|
বাঁকুড়া জেলার চাষিদের বর্ষার পেঁয়াজ চাষে উৎসাহিত করতে উদ্যোগী হল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার ছাতনার দলপুর আশ্রমে চাষিদের নিয়ে এ ব্যাপারে একটি প্রশিক্ষণ শিবির হয়ে গেল। উপস্থিত ছিলেন ছাতনার বিধায়ক শুভাশিস বটব্যাল, নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সব্জি বিজ্ঞান বিভাগের অধ্যাপক তপনকুমার মাইতি-সহ আরও অনেকে। তপনবাবুর কথায়, “বাঁকুড়া, পুরুলিয়ার মাটিতে বর্ষাতি পেঁয়াজ চাষের ভাল সম্ভাবনা রয়েছে। খরচও খুব কম। চাষিরা সহজেই এই চাষ করতে পারেন।” তিনি জানান, বর্ষাকালে এই পেঁয়াজ চাষ শুরু করা হয় বলেই এর নাম বর্ষাতি পেঁয়াজ। শীতের প্রাক্কালে ফলন মেলে। তাঁর পরামর্শ, “জমিতে যাতে জল না জমে, সে দিকে চাষিদের নজর রাখতে হবে।” ছাতনার বিধায়ক শুভাশিস বটব্যাল বলেন, “পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এই চাষে ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে। বিভিন্ন ব্লকে চাষিদের বর্ষাতি পেঁয়াজ চাষের প্রশিক্ষণ দেওয়া হবে ও বিনামূল্যে চারা দেওয়া হবে।” এ দিনের প্রশিক্ষণ শিবিরে প্রায় ৬০ জন চাষি উপস্থিত ছিলেন।
|
ক্রেতা সেজে এসে পেট্রোল পাম্পে টাকা লুঠ করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বলরামপুর কলেজের কাছে, পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কের ধারে। পাম্পের মালিক অংশুমান কুণ্ডু জানান, একটি মোটরবাইকে তিন যুবক এসে ৭৫০ টাকার পেট্রোল ভরায়। এর পরে টাকা দেওয়ার নাম করে এক জন পিস্তল উঁচিয়ে কর্মীদের ভয় দেখিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ করে। |