আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল একটি ব্যাঙ্কের কম্পিউটার-সহ বেশ কিছু সামগ্রী। শুক্রবার সকালে সারেঙ্গা থানার বিক্রমপুর গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশকর্মীদের তৎপরতায় আগুন আয়ত্তে আসে। পরে বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন সম্পূর্ণ নিভিয়ে দেয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ বিক্রমপুর হাইস্কুলের পাশে একটি ভাড়া বাড়ির দোতলায় ওই ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যাঙ্কের কর্মী তথা স্থানীয় বাসিন্দা কেবল সনগিরি ঘটনাটি দেখেই শাখা ম্যানেজার অর্ঘ্য দাসকে ফোনে জানান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি সেখানে হাজির হন। এরপর স্থানীয় বাসিন্দারা দোতলায় উঠে আগুন নেভানোর কাজ শুরু করে দেন। স্থানীয় বাসিন্দা পিন্টু লোহার, তাপস দাস, সলিল লোহার বলেন, “ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে আমাদের সন্দেহ হয়। |
ব্যাঙ্ক ম্যানেজার আসতেই আমরা দোতলায় উঠে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করি। কিছু ক্ষণের মধ্যেই সারেঙ্গা থানার পুলিশকর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
ব্যাঙ্কের ম্যানেজার বলেন, “প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট হয়ে ক্যাশরুমে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দু’টি কম্পিউটার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এ ছাড়াও চেয়ার-সহ কিছু সামগ্রী পুড়ে গিয়েছে। তবে বিশেষ ক্ষতি হয়নি।” অগ্নিকাণ্ডের জেরে এ দিন ব্যাঙ্কে দৈনন্দিন কাজকর্ম বন্ধ ছিল। ম্যানেজার অবশ্য জানিয়েছেন, দু’দিনের মধ্যেই ফের তাঁরা ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম চালু করতে পারবেন। পুলিশ জানিয়েছে, কী ভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। |