দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবসে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার হেলেঞ্চা বাজারে বাগদা ব্লক তৃণমূলের এক অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী উপেন বিশ্বাস, ব্লক তৃণমূল সভাপতি দিলীপ ঘোষ। রাত ১২টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পেট্রাপোল সীমান্তেও নানা অনুষ্ঠান হয়েছে। বনগাঁর বাটার মোড়ে শহর তৃণমূল এবং যুব তৃণমূলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল মঙ্গলবার। বুধবার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রভাতফেরি বের করা হয়। এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলিও হয়েছে। এ দিন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন হয়েছে এমএস ক্লাব। গাইঘাটার চাঁদপাড়ায় তৃণমূলের পক্ষ থেকেও নানা অনুষ্ঠান হয়েছে। হাবরা, অশোকগর, গোবরডাঙাতেও অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সুভাষনগর কল্লোল সঙ্ঘের পক্ষ থেকে বুধবার সকালে শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করা হয় একটি গ্রন্থাগারের। এ ছাড়া ছিল গুণীজন সংবর্ধনা, প্রীতি ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠান। |
বসিরহাট মহকুমাতেও নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে ৬৬ তম স্বাধীনতা দিবস। হাসনাবাদের বরুণহাটের কাছে একটি সংস্থা প্রতিবন্ধীদের নিয়ে শোভাযাত্রা বের করে। পরে দিনভর এলাকার শিশু-কিশোরদের নিয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগেও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা বের হয় বসিরহাটে। হাসনাবাদে বিএসএফের ১৮ নম্বর ব্যাটেলিয়নের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কমান্ড্যান্ট সঞ্জয় মুকুল কিসপোটার। নাচ-গান পরিবেশন করে এলাকার কচিকাচারা।
বুধবার বিকেলে বসিরহাটের শিবহাটিতে এসডিও এবং এসডিপিও একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়েছে। ২-০ গোলে জয়ী হয়েছে এসডিপিও একাদশ। হাড়োয়ার রামজয়ঘেরি এলাকাতেও আদিবাসীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়েছে। অন্য দিকে, স্বাধীনতা দিবসে হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০টি শয্যার অন্তর্বিভাগ চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ব্লক মেডিক্যাল অফিসার অঞ্জন মল্লিক, বিডিও বিশ্বজিৎ বসু, পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর গাজি, ওসি পার্থ শিকদার, ১৮ নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার অমরজিৎ সিংহ-সহ বিশিষ্টেরা। অঞ্জনবাবু জানান, এখন থেকে ওই স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা তিন জন চিকিৎসক থাকবেন। স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসার সুযোগ পাবেন সুন্দরবনের বাসিন্দারা। স্থানীয় মামুদপুর গ্রামে এ দিন একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়। ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমাতেও পালিত হয়েছে স্বাধীনতা দিবস। ডায়মন্ড হারবার পুরসভার মাঠে এক অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কাকদ্বীপ ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ দিন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডায়মন্ড হারবারের মন্দিরবাজার পুলিশের উদ্যোগেও একদিনের ফুটবল হয়েছে। মথুরাপুর ও রায়দিঘি থানার উদ্যোগে আয়োজন করা হয়েছিল ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার। |