টুকরো খবর
পলাশিপাড়ায় ফের দিনভর বাস বন্ধ
একটিমাত্র বাস সময়সূচি মেনে চলছে না। আর সেই অভিযোগেই শুক্রবার দিনভর বেতাই-পলাশি সহ বেশ কয়েকটি রুটের প্রায় ৫১টি বাস বন্ধ রেখে দিল পলাশীপাড়া বাস মালিক সমিতি। আগাম কোনও কিছু না জানিয়ে বাসমালিক সমিতির এমন ‘তুঘলকি’ সিদ্ধান্তে দিনভর নাকাল হলেন নিত্যযাত্রী সহ বহু সাধারণ মানুষ। তাঁদের দাবি, মাঝ্যেমধ্যেই এ ভাবে বাস বন্ধ করে রেখে দেওয়া হয়। দিনভর নাকাল হন যাত্রীরা। পলাশীপাড়া বাসমালিক সমিতির সম্পাদক সাধন বিশ্বাস বলেন, “বেতাই পলাশি রুটের একটি বাস সময়সূচী মেনে চলছে না। বিষয়টি প্রশাসনকে বহুবার জানিয়েও কোন ফল হয়নি। তাই সাধারণ মানুষের কষ্ট হবে জেনেও বাধ্য হয়েই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।” যে বাসটি সময়সূচী মেনে চলছে না বলে অভিযোগ, সেই বাসের মালিক সুশীত ঘোষ অবশ্য সাফ জানাচ্ছেন, “আমরা নির্ধারিত সময়সূচী মেনেই বাস চালাচ্ছি। ওই বাসমালিক সমিতি ওদের মনগড়া সময় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা মানছি না বলেই ওরা এমন মিথ্যে অভিযোগ করে বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে হয়রান করছে’’ বেতাই পলাশি রুটের নিত্যযাত্রী তথা পলাশি মীরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তরুন পোদ্দার এদিন বাস বন্ধ থাকার কারণে স্কুলে যেতে পারেননি ক্ষুব্ধ তরুণবাবু বলেন,‘‘এভাবে মাঝেমধ্যেই ওই রুটের বাস বন্ধ থাকে প্রশাসনের এর একটা বিহিত করা উচিত।’’ তেহট্টের মহকুমাশাসক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘বাসমালিকদের নিজেদের সমস্যায় ভোগান্তিতে পড়লেন সাধারণ মানুষ। সমস্যা মেটাতে বাসমালিকদের নিয়ে আমরা একটা আলোচনায় বসেছিলাম বিষয়টি জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।’’ নদিয়ার আঞ্চলিক পরিবহণ আধিকারিক মলয় রায় বলেন, “বাস মালিকদের দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল শনিবার থেকেই বাস চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।’’

বিদ্যুৎ পাবে অসম
এনটিপিসি থেকে বাড়তি ২৫ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে অসম বিদ্যুৎ বণ্টন সংস্থা, এপিডিসিএল’কে। এনটিপিসি-র ফরাক্কা তাপবিদ্যুৎ থেকে ওই বিদুৎ সরবরাহ করা হবে। বৃহস্পতিবার গুয়াহাটিতে এ ব্যাপারে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এনটিপিসি পূর্বাঞ্চলীয় জনসংযোগ আধিকারিক সুকান্ত চৌধুরী বলেন, “বর্তমানে অসমের এপিডিসিএল-কে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয় ফরাক্কা, তালচের ও কহলগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এবং ৩৮১ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয় বঙ্গাইগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। বৃহস্পতিবারের চুক্তি অনুযায়ী আরও ২৫ মেগাওয়াট বিদ্যুৎ পাবে অসম ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে।”

গাঁজা-সহ ধৃত
সাত কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আনারুল মন্ডল। শুক্রবার পুলিশ তল্লাশি চালিয়ে নওদা থানার দুর্লভপুর গ্রাম থেকে ওই ব্যক্তিকে ধরে। তাঁকে জেরা করে গাঁজা পাচারকারীদের চক্রের সন্ধান করা হচ্ছে।

অস্বাভাবিক মৃত্যু
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নাম হাসিবা বিবি (১৯)। বাড়ি রেজিনগর থানার জয়নগর গ্রামে। বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে ওই মহিলা আত্মঘাতী হন।

দুর্ঘটনায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বটু রবিদাস (৪০) নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার বিকেলে সুতির কানুপুর-বহুতালি রাজ্য সড়কে। সেই সময়ে গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দ্রুত তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার দুপুরে সেখানেই মারা যান তিনি। বৃহস্পতিবার বিকেলে সাগরদিঘির ডিহিপাড়ে মাঠে বাজ পড়ে মারা গিয়েছে এক কিশোর। নাম দেবাশিস মার্ডি (১৬)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.