টুকরো খবর
দুর্ঘটনায় মৃত্যু তমলুকে
—নিজস্ব চিত্র।
দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। শুক্রবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকের নারায়ণপুরে, হলদিয়া-মেচেদা রাজ্যসড়কে। মৃত রিন্টু শাসমলের (৩০) বাড়ি ভূপতিনগর থানার এক্তারপুরে। গ্যারাজ মালিক রিন্টু ব্যবসার কাজেই তমলুকে এসেছিলেন এ দিন। পথে তমলুকগামী একটি বাস একটি ছোট লরিকে ধাক্কা মারলে, লরিটি মোটর সাইকেলে ধাক্কা মারে। মোটর সাইকেলটি তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিন্টুর।

শিলাদিত্যকে নিয়ে তদন্ত মানবাধিকার কমিশনের
পশ্চিম মেদিনীপুরের বিনপুরের শিলাদিত্য চৌধুরীকে গ্রেফতার করা ঠিক হয়েছে কি না, তদন্ত করে দেখবে রাজ্য মানবাধিকার কমিশন। কমিশনের তদন্তকারী শাখার প্রধান, এডিজি কে পি রাও এই ব্যাপারে তদন্ত করবেন। তিন সপ্তাহের মধ্যে তাঁকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের যুগ্মসচিব সুজয়কুমার হালদার শুক্রবার বলেন, শিলাদিত্য চৌধুরীকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে বিজেপির এক দল প্রতিনিধি এ দিন তাঁদের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তার পরেই কমিশন বিষয়টি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয়। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বৃহস্পতিবার ঝাড়গ্রাম সাব-জেলে গিয়ে শিলাদিত্যের সঙ্গে দেখা করেন। পরে ওই অভিযুক্তের বাড়ি গিয়ে তাঁর মা এবং স্ত্রীর সঙ্গেও কথা বলেন। সম্প্রতি বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভায় গোলমাল বাধানোর অভিযোগে শিলাদিত্যকে গ্রেফতার করে পুলিশ। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাঁকে ‘মাওবাদী’ বলে চিহ্নিত করেছিলেন। পুলিশ শিলাদিত্যকে সভা থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরে কথা বলে তাঁকে ছেড়েও দেয়। দু’দিন পরে নয়াগ্রাম থেকে শিলাদিত্যকে গ্রেফতার করে পুলিশ। শিলাদিত্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন ‘হাই সিকিওরিটি জোন’-এ ঢুকে পড়া, পুলিশকে আঘাতের চেষ্টা করার সঙ্গে সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নারী পাচার চক্রে ধৃত চার
নারী-পাচারে অভিযুক্ত এক দুষ্কৃতী ও তার ৩ সঙ্গীকে হাতেনাতে ধরল পুলিশ। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের তেরাপেখ্যা গ্রামে অভিযান চালিয়ে ওই চার জনকে ধরার পাশাপাশি, উদ্ধার করা হল ১১ জন মহিলাকেও। তাঁদের হাওড়ার লিলুয়ার একটি হোমে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, শেখ দুখু ওরফে পচা এই পাচার চক্রের ‘মাথা’। তাকে দীর্ঘ দিন খুঁজছিল সিআইডি ও সিবিআই। তেরাপোখ্যা গ্রাম থেকে স্থানীয় বাসিন্দা শেখ দুখু ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিপ্লব বিশ্বাস, মহিষাদলের শেখ সাদ্দাম ও জয়দেব হালদার নামে তার তিন সঙ্গীকে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ। উদ্ধার করা হয় মহিলাদের। কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের ফুসলিয়ে আনা হয়েছিল বলে অভিযোগ। শুক্রবার হলদিয়া আদালতে হাজির করানো হলে ধৃতদের ১৪ দিন জেল-হাজতে পাঠান বিচারক। এসডিপিও (হলদিয়া) অমিতাভ মাইতি বলেন, “সিআইডি, সিবিআইয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।”

পুরোহিতদের ভাতার দাবি
পুরোহিতদের ভাতা দেওয়া ও মাধ্যমিকে সংস্কৃত ভাষা ফেরানোর দাবিতে ২৪ অগস্ট মহাকরণ অভিযানের ডাক দিল বঙ্গীয় পুরোহিত সভা। বৃহস্পতিবার কাঁথিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বঙ্গীয় পুরোহিত সভার সম্পাদক আচার্য রামগোপাল শাস্ত্রী জানান। কাঁথির বাহিরী জগন্নাথ মন্দিরে বাহিরী জগন্নাথ সেবাইত সমিতি ওই বৈঠকের আয়োজন করে। পূর্ব মেদিনীপুর-সহ রাজ্যের নানা জায়গা থেকে পুরোহিতেরা আসেন। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতায় সংস্কৃত শিক্ষার প্রাচীন টোল ব্যবস্থা প্রায় বিলীন হতে বসেছে। পণ্ডিতেরাও দীর্ঘদিন ধরে ভাতা পাচ্ছেন না। এমনকী মাধ্যমিকে সংস্কৃক তুলে দিয়ে পড়ুয়াদের সংস্কৃত শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এছাড়া রাজ্যের বিভিন্ন মন্দিরে কর্মরত পুরোহিতদের আর্থিক দুর্দশার কথা তুলে ধরে সরকারি ভাতার দাবি করেন তাঁরা। বৈঠকের সভাপতি সুদর্শন পণ্ডা জানান, ২৪ অগস্ট রাজ্যের পুরোহিতেরা কলকাতার মৌলালী যুব কেন্দ্রে উপস্থিত হবেন। পরে রানি রাসমনি রোডে সভা করে মহাকরন অভিযানে সামিল হবেন তাঁরা।

পিস্তল দেখিয়ে লুঠ ঝাড়গ্রামে
পিস্তল দেখিয়ে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ লুঠ করে চম্পট দিল তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাছুরডোবা স্টেশন পাড়া এলাকার ঘটনা। শহরের একটি বেসরকারি নির্মাণ সংস্থার কর্মকর্তা কৃষ্ণকান্ত গিরি নামে ওই ব্যবসায়ী ঝাড়গ্রাম থানায় দায়ের করা অভিযোগে দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে একটি ব্যাগে লক্ষাধিক টাকা ছিল। বাছুরডোবা স্টেশন পাড়ার কাছে আচমকা পিছন থেকে তিনজন যুবক একটি মোটর বাইকে এসে কৃষ্ণকান্তবাবুকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। তখন ওই যুবকেরাই ছুটে এসে তাঁকে উঠতে সাহায্য করে, চোট লেগেছে কিনা জানতেও চায়। এরপরে তারা পিস্তল দেখিয়ে কৃষ্ণকান্তবাবুর টাকার ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। শহরের রাস্তায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন পুরবাসী।

সমবায় ভোট ঘিরে অশান্তি সুতাহাটায়
সমবায় সমিতির ভোট ঘিরে গণ্ডগোল বাধল হলদিয়ায়। শুক্রবার ছিল হলদিয়ার সুতাহাটার বাবুপুর সমবায় সমিতির নির্বাচন। ১২টি আসনে বাম-ডান মিলে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর গড়াতেই ঝামেলা বেধে যায়। উভয়পক্ষেরই লোকজন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধলে পুলিশ পরিস্থিতি সামলাতে যায়। সামান্য লাঠিও চালায়। জেলা পরিষদের সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা আনন্দ অধিকারীর অভিযোগ, “বামেরাই অশান্তি করছিল। পুলিশ বাধা দিলে গণ্ডগোল বাধে।” তৃণমূলের লোকেরাই গণ্ডগোল করছিলেন বলে পাল্টা অভিযোগ জানিয়েছেন বাম নেতৃত্ব। সুতাহাটা থানার পুলিশ লাঠি চালানোর কথা না মানলেও জনতা-পুলিশ বচসা হয়েছে বলে জানিয়েছেন।

ঝুলন্ত দেহ উদ্ধার
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ভাড়াবাড়ি থেকে। মৃত সুমন দাস (২৫) ভূপতিনগরের ইটাবেড়িয়ার বাসিন্দা। কেবল অপারেটর কর্মী সুমন মেচেদায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। শুক্রবার সকালে ঘরের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পড়শিরা। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ময়না-তদন্তে পাঠায়। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক।

সুকান্ত স্মরণ
স্টুডেন্টস্ হেল্থ হোম, ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উদ্যাপন হল। কবিতা ও গানে সুকান্তকে স্মরণ করা হয়। স্বাস্থ্য-সংক্রান্ত আলোচনায় যোগ দেন ঝাড়গ্রামের পাঁচ জন বিশিষ্ট চিকিৎসক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেল্থ হোম, ঝাড়গ্রাম আঞ্চলিক কেন্দ্রের সভাপতি অধ্যাপক জলদবরণ পতি ও সহ-সম্পাদক সুমিত মণ্ডল। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার।

ডেপুটেশন
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত, রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি, গণতান্ত্রিক পরিবেশ ফেরানো-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলার বিভিন্ন বিডিও অফিসে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফ। কিছু এলাকায় এসএফআইও এই কর্মসূচিতে যোগ দেয়। ডিওয়াইএফের জেলা নেতা মহাশিস মাহাতোর নেতৃত্বে ঝাড়গ্রাম বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। যুব নেতা উজ্জ্বল মঙ্গল ও ছাত্র নেতা তন্ময় দে-র নেতৃত্বে খড়্গপুর ২ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের রাজ্য কমিটির নির্দেশে এই কর্মসূচি।

স্কুলে অনুষ্ঠান
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ পালন করতে দু’দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে সবংয়ের বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবনে। শুক্রবার প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দুপুরে স্কুল চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিবেকানন্দকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শীত হয়। ছিলেন বেলুড় সারদাপীঠের সম্পাদক দিব্যানন্দজী, রঞ্জিতকুমার ঘোষ, স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর মাইতি প্রমুখ। শনিবার বিজ্ঞান দিবস পালন করে অনুষ্ঠান শেষ হবে। এ দিন বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় শিবিরও হবে।

ইফতার পার্টি
ব্লক ও মহকুমা স্তরের কর্মী-আধিকারিক এবং থানার পুলিশকর্মী- আধিকারিকদের নিয়ে শুক্রবার ইফতার পার্টি হল ঘাটাল মহকুমা প্রশাসনের সভাকক্ষে। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারীর উদ্যোগেই এই আয়োজন। ইফতার পার্টির আগে শান্তি বৈঠক হয় সভাঘরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.