ইদের কার্ডে উন্নয়নের বার্তা
ৎসবের মরসুমে শুভেচ্ছা বার্তা-সহ কার্ড বিলি করে থাকেন জনপ্রতিনিধিরা। এ-ও এক ধরনের প্রচার। এ বার সেই প্রচারই এগিয়ে গেল আরও এক ধাপ। সরকারের কাজকর্মের খতিয়ান দিয়ে ছাপানো হল শুভেচ্ছা কার্ড। আসন্ন ইদ উপলক্ষে যে কার্ড ছাপিয়েছেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, তাতে শুভেচ্ছা বার্তার পাশাপাশি রয়েছে নতুন সরকারের আমলে সংখ্যালঘু উন্নয়নের খতিয়ানও। কার্ডের একদিকে শুভেচ্ছা বার্তা, পাশে তৃণমূলের প্রতীক।
অন্য দিকে, সরকারের কর্মসূচি। সব মিলিয়ে প্রায় ১০ হাজার কার্ড ছাপানো হয়েছে। মেদিনীপুর শহর ও ব্লক এলাকায় এই সব কার্ড বিলি করা হচ্ছে। কেন এই উদ্যোগ? তৃণমূল বিধায়ক বলেন, “পবিত্র রমজানে মা-ভাই-বোনদের ইদের শুভেচ্ছা জানাতেই এই কার্ড করেছি।” সেই সঙ্গে তাঁর বক্তব্য, “বামফ্রন্ট সরকার গত ৩৪ বছরে সংখ্যালঘুদের কথা ভাবেইনি। সরকারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছেন। নানা প্রকল্পের কথা ঘোষণা করেছেন।” মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পাশে সকলে রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। বিধায়কের উদ্যোগে বুধবার মেদিনীপুরে এক ইফতার পার্টি হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এতে যোগ দেন। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রণব বসু, প্রবীণ কাউন্সিলর গৌরী ঘোষ প্রমুখ। ইফতার পার্টিতে যাঁরা এসেছিলেন, তাঁদের সকলেও ইদের শুভেচ্ছা কার্ড দেন বিধায়ক।
তৃণমূলের এক নেতা বলছিলেন, “নতুন সরকার যে সংখ্যালঘুদের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করছে, এই কার্ডের মাধ্যমে সেই বার্তাও পৌঁছচ্ছে। গত এক বছরে ঠিক কী কী ঘোষণা হয়েছে, কার্যকর হয়েছে, কী কী হবে, তার সবই এখানে তুলে ধরা হয়েছে। এটা ভালো উদ্যোগ। এ ভাবেই তো মানুষের কাছে সহজে বার্তা পৌঁছনো যায়।” নীল-আকাশি রঙের মিশেলে তৈরি শুভেচ্ছা কার্ডের একদিকে শুরুতেই লেখা রয়েছে, ‘জননেত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এক বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে যা যা করেছেন..।’
এরপর ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমানদের মাসিক ভাতা থেকে শুরু করে মুসলিম ছাত্রাবাস তৈরির জন্য অর্থ বরাদ্দ, প্রতিটি জেলায় সংখ্যালঘু ভবন তৈরির পরিকল্পনা, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি ও ঋণ দেওয়া, সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দফতরের পরিকল্পনা বাজেট বরাদ্দ ৭৩ শতাংশ বৃদ্ধি করা, সবই ঠাঁই পেয়েছে এখানে।

আসছে ঈদ। মেদিনীপুরে তারই প্রস্তুতি। ছবিগুলি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল এবং কিংশুক আইচ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.