স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চুঁচুড়ায় |
স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে বুধবার শ্রীরামপুরের মহকুমাশাসকের বাসভবনে বসে আঁকো প্রতিযোগিতা হয়। ওই কর্মসূচি আয়োজিত হয় মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে। দফতরের আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায় জানান, এলাকার ১২টি বিদ্যালয়ের ১২৬ জন পড়ুয়া প্রতিযোগিতায় যোগ দেয়। আঁকার বিষয় ছিল ‘দেশপ্রেম’। অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অন্য দিকে, স্বাধীনতা দিবসে বৈদ্যবাটি-শেওড়াফুলি মোহনবাগান ফ্যানস ক্লাবের পক্ষ থেকে শ্রীরামপুরের চেশায়ার হোমের আবাসিকদের ফল দেওয়া হয়।
|
গলায় ওড়নার ফাঁস দিয়ে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে গোঘাটের ফলুই গ্রামের বাসিন্দা ঝুমা ঘোষ (২৮) নামে ওই বধূর দেহ তাঁর ঘরের বিছানা থেকে উদ্ধার করে পুলিশ। বধূর বাবা, ওই গ্রামেরই বাসিন্দা সুকুমার সরকার জামাই বিকাশ ঘোষ-সহ পাঁচ জনের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট বছর আগে বিয়ে হয় ঝুমার। তাঁর ৬ বছরের একটি পুত্রসন্তানও আছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টা নাগাদ সুকুমারবাবু মেয়ের শ্বশুরবাড়িতে যান। মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সুকুমারবাবুর অভিযোগ, জামাইয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়ে। প্রতিবাদ করায় ওর উপরে নির্যাতন চালানো হত। এ বার শ্বশুরবাড়ির লোকজন ওকে খুন করল।
|
গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ সভাগৃহের দ্বারোদ্ঘাটন হল শুক্রবার। একই সঙ্গে ওই স্কুলে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানেরও সূচনা হল। দ্বারোদ্ঘাটন এবং অনুষ্ঠানটির উদ্বোধন করেন বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ। স্কুলের একটি ওয়েবসাইটেরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী করানন্দ, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সম্পাদক স্বামী সত্যদেবানন্দ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ, স্কুলের প্রধান শিক্ষক স্বামী শিবপ্রদানন্দ প্রমুখ। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বামী ভক্তিপ্রিয়ানন্দ।
|
কুয়োয় পড়ে মৃত ২ ডোমজুড়ে |