টুকরো খবর |
গ্রেফতার তৃণমূলকর্মী
নিজস্ব সংবাদদাতা • এগরা |
১৫টি মামলায় অভিযুক্ত এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করল পুলিশ। পটাশপুর থানা এলাকার মৈশালী গ্রামের বাসিন্দা সুদাম কুইলাকে বুধবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক। পটাশপুর থানার ওসি বিপ্লব হালদার জানান, ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত পটাশপুর এলাকা সিপিএম ও তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত ছিল। সেই সময় ওই তৃণমূলকর্মীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার, খুনের চেষ্টা, ঘর পোড়ানো, লুঠপাট, মারধর-সহ নানা অভিযোগ দায়ের করা হয়। ওই পর্বে সিপিএমের হাতে এলাকার দখল চলে যাওয়ার পর আত্মগোপন করেন সুদামবাবু। প্রথমে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পরে কাঁথি আদালত থেকে হুলিয়া জারিও হয়। ১২ বছর ধরে আত্মগোপন করে থাকার পরে গত কয়েকমাস ধরে রাতে বাড়ি আসছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। |
কাঁথির বার অ্যাসোসিয়েশনে জয়ী বামেরা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথি আদালতের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের হারিয়ে জয়ী হলেন বামপ্রার্থীরা। অ্যাসোসিয়েশনের ৯টি আসনের মধ্যে ৮টি আসনেই জিতেছেন বামপন্থীরা। মঙ্গলবার এই নিবার্চনকে ঘিরে শহরে বেশ উত্তেজনা ছিল। অ্যাসোসিয়েশনের ১৬২ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৫৬ জন। সন্ধ্যার পর ফল বেরলে দেখা যায়, সভাপতি পদে নির্বাচিত অমল ওঝা থেকে শুরু করে সম্পাদক পদে আশিস রায়-সহ ৮টি আসনেই জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের তরফে একমাত্র জয়ী হন সুলতান আরিফ হোসেন। রাজনৈতিক মহলের একাংশ অবশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই এই ভরাডুবির কারণ বলে মনে করছেন। কাঁথি আদালতের আইনজীবী দেবকুমার করণের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অনেক যোগ্য আইনজীবী বাদ পড়েছেন এই প্যানেল থেকে। তারই প্রতিফলন পড়েছে নির্বাচনে। |
শিলান্যাস অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দৃষ্টিহীন প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে তোলার জন্য একটি প্রশিক্ষণকেন্দ্রের শিলান্যাস হল চৈতন্যপুরের রামপুরে। বুধবার এই কেন্দ্রের শিলান্যাস করেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক পি উলাগানাথন, রামপুর বিবেকানন্দ মিশন আশ্রমের অধ্যক্ষ প্রমুখ। হলদিয়া উন্নয়ন পর্ষদ ও রামপুর বিবেকানন্দ মিশন আশ্রমের উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে ১ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে। এর মধ্যে ৮৪ লক্ষ টাকাই দেবে উন্নয়ণ পর্ষদ সুসংহত প্রতিবন্ধকতাহীন পরিবেশ নামে এই প্রশিক্ষণ কেন্দ্রটি বিবেকানন্দ মিশন আশ্রম দারা পরিচালিত হবে। |
ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মৃত্যুঞ্জয় রাজ ও শ্রীহরিচরণ রাজ স্মৃতি কাপ এক দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বালিঘাই-দাউদপুর-উর্ধ্ববপুর তরুণ সঙ্ঘ। এগরা-২ ব্লকের পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে বুধবার পানিপারুল হাইস্কুল মাঠে আয়োজিত ওই খেলায় যোগদান করে মেদিনীপুরের মোট আটটি দল। ফাইনাল খেলায় বালিঘাই-দাউদপুর-উর্দ্ধবপুর তরুণ সঙ্ঘ ২-০ গোলে শঙ্করপুর আমরা ক’জন ক্লাবকে পরাজিত করে। ম্যাচের সেরার পুরস্কার পান অনুপ সিংহ। টুর্নামেন্টের সেরা হন বিজয়ী দলের সুকুমার হেমব্রম। উপস্থিত ছিলেন বিডিও মৃন্ময় মণ্ডল, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা প্রধান প্রমুখ। সন্ধ্যায় মশাল প্রতিযোগিতার আয়োজন ছিল। |
শিক্ষকের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বিষক্রিয়ায় মৃত্যু হল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের। বুধবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সুতাহাটা থানা এলাকার পূর্ব শ্রীকৃষ্ণপুর গ্রামে। মৃত পঞ্চানন সাঁতরা (৪৮) স্থানীয় নন্দরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রাত ১১টা নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানান চিকিৎসকেরা। দুর্গাচক থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক বচসার জেরেই অভিমানে কার্বলিক অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষক। |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। জখম হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার বিকেলে পাঁশকুড়া থানার জানাবাড় গ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের বাইপাসে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান শেখ জায়গার আলি (২৭)। গুরুতর জখম অবস্থায় তাঁর সঙ্গী সেলিম খান ও শেখ সুরাদকে প্রথমে পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে পাঠানো হয়েছে কলকাতায়। তিন যুবকেরই বাড়ি পাঁশকুড়ার দক্ষিণ গোপালপুর গ্রামে। রোজা ভাঙতে পাটনাবাজারে যাচ্ছিলেন তাঁরা। |
নাবালিকা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
টিউশনে যাওয়ার পথে ‘অপহৃত’ ছাত্রীকে তিন দিনের মধ্যেই উদ্ধার করল পুলিশ। ওই নাবালিকাকে অপহরণের অভিযোগে গণেশ পয়ড়্যা ও বিমল পয়ড়্যাকে গ্রেফতার করা হয়েছে। এঁরা সম্পর্কে বাবা-ছেলে। কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু জানান, গত শনিবার সন্ধ্যায় কাঁথির গোপালচক গ্রামের ওই ছাত্রী টিউশনে বেরিয়েছিল। তারপর থেকেই তার আর খোঁজ মিলছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না-পেয়ে বাড়ির লোকেরা অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার হাজরাখোলা গ্রাম থেকে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। |
ইফতার পার্টি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়ার গড়পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ইফতার পার্টি দিলেন পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন, পুরপ্রধান জাকিউর রহমান খান। |
|