সম্মেলন শুরুর মুখে সমস্যায় এসএফআই
র্মী-সমর্থকদের একাংশ সরে গিয়েছেন। সংগঠনের মধ্যেও নানা প্রসঙ্গে ‘মতবিরোধ’ হচ্ছে। জোনাল সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করেও তা স্থগিত রাখতে হয়েছে। এই পরিস্থিতিতে কাল, শনিবার এসএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হতে চলেছে ডেবরায়। ২৭০ জন প্রতিনিধি যোগ দেবেন। তার জনা তিরিশেক ছাত্রী।
সম্মেলনের ঠিক আগেই ‘মতবিরোধ’ বাধে সিপিএমের ছাত্র সংগঠনে। বুধবার দুপুরে খড়্গপুরে এসএফআইয়ের জোনাল সম্মেলন হওয়ার কথা ছিল। স্থানীয় এবিটিএ হলে কর্মীদের একাংশ জড়ো হয়েছিলেন। ছিলেন জেলা সম্পাদকও। শেষ পর্যন্ত সম্মেলন করা যায়নি। আজ, শুক্রবার সম্মেলন হওয়ার কথা। জানা গিয়েছে, দু’পক্ষের কোন্দলের জেরেই সম্মেলন স্থগিত রাখতে হয়েছে। স্থানীয় নেতৃত্বের অবশ্য দাবি, জোনাল সম্মেলন নয়, বুধবার কনভেনশন হওয়ার কথা ছিল। খড়্গপুর শহর জোনাল সম্মেলন কয়েক মাস আগেই হয়ে গিয়েছে! এসএফআইয়ের খড়্গপুর জোনাল সম্পাদক রাজীব মণ্ডল বলেন, “শুক্রবার কনভেনশন হবে। সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে আর কিছু বলব না।” ‘মতবিরোধ’ আছে বলে মানতে নারাজ জেলা সম্পাদক সৌগত পন্ডা। তাঁর বক্তব্য, “এ সব অপপ্রচার!” তবে এক জেলা নেতার কথায়, “আমাদের কারও দুর্বলতা, ত্রুটি-বিচ্যুতি ছিল। এ জন্য কারও ক্ষোভ থাকতে পারে।”
প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, জেলা সম্মেলন হবে ডেবরা কলেজ ক্যাম্পাসে। পরে বাছা হয় স্থানীয় এক স্কুল ক্যাম্পাসকে। দু’টি ক্ষেত্রেই অনুমতি মেলেনি। শেষমেশ জেলা সম্মেলন করতে হচ্ছে স্থানীয় সভাগৃহে। সংগঠন সূত্রে খবর, এ বার সভাপতি পদে ‘নতুন মুখ’ আসার সম্ভাবনা প্রবল। এখন সভাপতি সরফরাজ খান। সম্পাদক পদে পুনর্নিবার্চিত হতে পারেন সৌগত পন্ডা। তিনি এ বার ডিওয়াইএফের জেলা সম্পাদকমণ্ডলীতে গিয়েছেন। নতুন সভাপতি হিসেবে বেশ কিছু নাম এসেছে। দৌড়ে এগিয়ে সোমনাথ চন্দ। মেদিনীপুর গ্রামীণের এই ছাত্র নেতা এখন এসএফআইয়ের জেলা কমিটির সদস্য। অন্যদের মধ্যে আছেন ঘাটালের তাপস ঘোষ, ঝাড়গ্রাম গ্রামীণের কৌশিক মাণ্ডি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রসেনজিৎ মুদি।
২০০৯ সালে এসএফআইয়ের জেলা সম্মেলন হয়েছিল ঝাড়গ্রামে। সে বারই সম্পাদক হন সৌগত। সভাপতি হন সরফরাজ। এ বার সৌগতর রাজ্য কমিটিতে ‘গুরুত্বপূর্ণ’ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, শুক্রবারের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে। সে ক্ষেত্রে নতুন কেউ সম্পাদক হবেন। সাধারণত, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যই ‘পদোন্নতি’ পেয়ে সম্পাদক বা সভাপতি হন। সভাপতির দৌড়ে যিনি এগিয়ে রয়েছেন, সেই সোমনাথ জেলা কমিটির সদস্য, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নন। জেলা নেতৃত্বের একাংশের ব্যাখ্যা, সম্পাদকমণ্ডলীতে ‘যোগ্য’ লোক নেই। ২০ জনের মধ্যে কয়েকজন চাকরি পেয়েছেন। কয়েকজন ডিওয়াইএফে চলে গিয়েছেন। এসএফআইয়ের জেলা কমিটির সদস্য সংখ্যা ৮৬। জেলা সম্পাদকমণ্ডলীতে সদস্য ২০ জন। বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির সম্মেলন হয়েছে। মেদিনীপুরের কৃষক ভবনে এই সম্মেলনে ছিলেন এসএফআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য মধুজা সেন রায়, প্রাক্তন ছাত্র নেতা গোপাল প্রামাণিক। ২৭ জনের নতুন লোকাল কমিটি গড়া হয়েছে। সম্পাদক হয়েছেন সৌমিত্র ঘোড়ই। সভাপতি হয়েছেন প্রসেনজিৎ মুদি।
আগে সৌমিত্রই সভাপতি ছিলেন। সম্পাদক ছিলেন ঋদ্ধি মুখোপাধ্যায়। তাঁকে এ বার সরতে হয়েছে। এই সম্মেলন নিয়েও সংগঠনে ‘বিতর্ক’ রয়েছে। প্রথমে ঠিক হয়, সভাপতি থাকবেন সৌমিত্রই। সম্পাদক হবেন প্রসেনজিৎ। পরে প্রাক্তন এক ছাত্র নেতার ‘হস্তক্ষেপে’ সিদ্ধান্ত পাল্টায়। সদস্য বাছাইয়ে ‘ক্ষমতাসীন’ জেলা নেতৃত্ব ‘অনুগতদের’ গুরুত্ব দিয়েছেন বলে অভিযোগ। লোকাল ও জোনাল সম্মেলন-পর্বেও একই অভিযোগ ওঠে। বৃহস্পতিবার এসএফআইয়ের ঝাড়গ্রাম শহর জোনাল কমিটির দ্বিতীয় বর্ষ সম্মেলন হয়। সম্পাদক ও সভাপতি পদে পুননির্বাচিত হন যথাক্রমে সৌমেন মাহাতো ও পার্থপ্রতিম দত্ত। সম্মেলনে প্রায় একশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জঙ্গলমহলের ‘পরিবর্তিত পরিস্থিতিতে’ টিমসিপি’র সন্ত্রাস মোকাবিলায় ছাত্র সংগঠনকে জোরদার করার আহ্বান জানানো হয়।
পশ্চিম মেদিনীপুরে এসএফআইয়ের ২৮টি কলেজ ইউনিট রয়েছে। সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিট। ১৩২টি লোকাল কমিটি। জোনাল কমিটিা ৩৩টি। কয়েকটি স্কুলেও ইউনিট কমিটি আছে। রাজ্যে পালাবদলের পর জেলার কলেজগুলিতে প্রভাব বেড়েছে তৃণমূল ছাত্র পরিষদের। কয়েক বছর আগেও এ জেলায় এসএফআইয়ের সদস্য ছিল প্রায় ১ লক্ষ ১৫ হাজার। এখন তা কমে হয়েছে প্রায় ৩১ হাজার ৪০০। এই পরিস্থিতিতে সম্মেলন-পর্বকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএমের ছাত্র সংগঠন। জেলা সম্পাদক বলেন, “আগামী দিনে আন্দোলন কোন পথে এগোবে, কী ভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ বাড়বে, তাঁদের কাছে রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরা হবে, সম্মেলনে তা নিয়ে আলোচনা হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.