কংগ্রেসের অনাস্থা
বাম-বিজেপি’র অবস্থান নিয়ে জল্পনা খড়্গপুরে
কমাত্র নির্দল কাউন্সিলরের অবস্থান নিয়ে ধোঁয়াশা নেই। তিনি কংগ্রেসের পাশে রয়েছেন। কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরও করেছেন। তবে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হলে বাম-বিজেপি’র অবস্থান কী হবে, তা নিয়ে রেলশহরে জল্পনা এখন তুঙ্গে। প্রাথমিক ভাবে অনাস্থা ভোটে যোগ দেবে না বলেই ঠিক করেছে বামেরা। বিজেপি দোলাচলে। এই প্রেক্ষিতে দলের ‘রণকৌশল’ ঠিক করতে রবিবার বৈঠকে বসছেন তৃণমূল নেতৃত্ব। দলীয় কাউন্সিলররাও ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। খড়্গপুরের তৃণমূল পুরপ্রধান জহরলাল পাল বলেন, “চাইলে ২০১০ সালের আগেই পুরসভার ক্ষমতায় আসতে পারতাম। কিন্তু আমরা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইনি। মানুষ যবে চেয়েছেন, তবেই এসেছি। কংগ্রেসের প্রাক্তন পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে অস্থিরতা তৈরি করতে চাইছেন।”
দীর্ঘ মনোমালিন্যের পরে মঙ্গলবার তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। নিয়ম মতো, এ বার ১৫ দিনের মধ্যে বোর্ড মিটিং ডাকতে হবে। বোর্ডের মিটিংয়ে এই প্রস্তাবের উপর ভোটাভুটি হবে। চলতি মাসের শেষের দিকে বোর্ড মিটিং ডাকা হবে বলে ঠিক হয়েছে। এই মিটিংয়ে কী হবে, তা নিয়ে এখন শহর জুড়েই নানা জল্পনা চলছে।
খড়্গপুরে ৩৫ জন কাউন্সিলর রয়েছেন। অনাস্থা প্রস্তাব পাশ করাতে কমপক্ষে ১৮ জন কাউন্সিলরের সমর্থন প্রয়োজন। ২০১০ সালের পুরসভা নির্বাচনের ফল অনুযায়ী ১৫ জন কাউন্সিলর রয়েছে তৃণমূলের। উল্টোদিকে, এখন ১৪ জন কাউন্সিলর কংগ্রেসের। একমাত্র নির্দল কাউন্সিলর সত্যদেও শর্মাও তাদের পাশে রয়েছেন। সিপিএমের কাউন্সিলর এক জন। সিপিআইয়ের ৩ জন। বিজেপি’র এক জন। তৃণমূল পুরসভার কাজে শহরবাসী অসন্তুষ্ট জানিয়েও একমাত্র সিপিএম কাউন্সিলর তথা পুরসভার বিরোধী দলনেতা অনিতবরণ মণ্ডল বলেন, “ভোটাভুটি হলে আমরা যোগ দেব না। আমাদের এটাই সিদ্ধান্ত। বামফ্রন্টে অবশ্য আলোচনা চলছে।” একই বক্তব্য সিপিআই কাউন্সিলর তৈমুর আলি খানের। তিনি বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে আলোচনা চলছে।” অবস্থান স্পষ্ট করেননি একমাত্র বিজেপি কাউন্সিলর বেলারানি অধিকারী। তাঁর বক্তব্য, “দলীয় স্তরে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা চলছে। তবে এই সময়ের মধ্যে পুরসভার কাজকর্মে শহরবাসী খুশি নন। উন্নয়ন থমকে রয়েছে।”
সব মিলিয়ে অনাস্থা ভোটে বাম-বিজেপি’র অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.