|
|
|
|
অনুষ্ঠানের বৈচিত্র্য রঙিন ৬৬ তম স্বাধীনতা দিবস |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রভাতফেরি, পতাকা উত্তোলন তো ছিলই। স্বাধীনতা দিবসকে ঘিরে আরও নানা অনুষ্ঠান হল জেলা জুড়ে। কোথাও ক্রীড়া প্রতিযোগিতা, তো কোথাও সাঁতার, কোথাও বস্ত্র বিতরণ আবার কোথাও কৃতী ছাত্র সংবর্ধনা, সঙ্গে অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ভাবেই স্বাধীনতা দিবস পালন করল পশ্চিম মেদিনীপুর। মাওবাদী উপদ্রুত জেলা হলেও কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। জঙ্গলমহল জুড়ে ছিল বিশেষত সতর্কতা। পুলিশের তরফে জঙ্গলমহলে নানা অনুষ্ঠানও হয়।
এ দিন জেলাশাসকের অফিস ও জেলা পুলিশ লাইনে সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলনে হাজির ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত থেকে জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী-সহ পদস্থ আধিকারিকেরা। মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে বিভিন্ন সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ থেকে বিভিন্ন ক্লাব, সংগঠনে অনুষ্ঠান হয়। ঘাটালে মহকুমা অফিসে পতাকা উত্তোলনের পাশাপাশি কুসংস্কার বিরোধী প্রচারও করা হয়। তারই সঙ্গে এ দিনই অনলাইনে চালু হল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদানের কাজ। |
|
খুদেদের নানা কসরত। কালেক্টরেটের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
২০ জন আবেদনকারীর হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে তৈরি বাড়ির কাগজপত্র তুলে দেন মহকুমাশাসক অংশুমান অধিকারী। ঘাটাল থানার উদ্যোগে ঘাটাল শহরের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার পাশাপাশি পুলিশের সঙ্গে নাগরিকের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই এই উদ্যোগ। ঘাটাল পুরসভার উদ্যোগে এ দিন শীলাবতী নদীতে সাঁতার প্রতিযোগিতা হয়।
পিংলার ধনেশ্বরপুরে ‘দিশারী’ নামে এক সংস্থার উদ্যোগে এক দিনের ফুটবল প্রতিযোগিতা হয়। সংস্থার সম্পাদক দুর্গাপদ মাইতি জানান, এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার পাশাপাশি মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃতও করা হয়। দেউলি মাতৃভূমি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বেলদা গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল, মিষ্টি ও প্যাকেট দুধ বিতরণ করা হয়। রোগীদের ফল বিতরণ করে চন্দ্রকোনা বেকার সমিতি। খড়্গপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে আড়াইশো জন গরিব ও দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়।
মেদিনীপুরের স্বাধীনতা দিবস উদ্যাপন সমিতি প্রভাতফেরি, পতাকা উত্তোলন, গুণীজন সংবর্ধনা, গরিব ও দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য, বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বাধীনতা সম্বন্ধে স্মারক বক্তৃতারও আয়োজন করে। ‘মানবিক সংস্থান’ নামে এক সংস্থার উদ্যোগে মেদিনীপুরের আবাসে যুবশক্তি ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সংস্থার পক্ষে সন্দীপ সরকার ও শুভজিৎ চক্রবর্তী জানান, প্রায় দেড়শো রোগীর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রক্তপরীক্ষা হয়। মেদিনীপুর শহরের কেল্লা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়। ৬ মহিলা-সহ ৮০ জন রক্ত দেন। ক্লাবের সম্পাদক মহম্মদ মহিউদ্দিন বলেন, “গত ৬ বছর ধরেই এই কর্মসূচি করছি।” গড়বেতা হাইস্কুলেও নানা কর্মসূচি ছিল। সকালে হয় শোভাযাত্রা। পরে আলোচনাসভা। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানশিক্ষক চিন্ময় দে। শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ-সহ প্রতিটি স্কুলেই স্বাধীনতা দিবস পালন হয়। মেদিনীপুর টাউন স্কুলের (বালক) উদ্যোগে বুধবার সকালে শহরে এক শোভাযাত্রা বেরোয়। |
|
|
|
|
|