টুকরো খবর
শিবির ক্রেতা সচেতনতায়
ক্রেতা সচেতনতা শিবির হল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। অনেক সময়েই ক্রেতাদের ঠকানো হয়। এ ক্ষেত্রে ক্রেতা কী ভাবে তার প্রতিবাদ করবেন, তা বিস্তারিত বোঝাতেই বৃহস্পতিবার এই শিবিরের আয়োজন করে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দফতর। শিবিরের পাশাপাশি বিভিন্ন স্কুলে একটি করে সঙ্ঘও তৈরি করা হয়েছে। জেলার ২০টি স্কুলে এরকম সঙ্ঘ রয়েছে। সঙ্ঘের সদস্য অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের প্রথমে এ বিষয়ে সচেতন করা হয়েছে। এই সব ছাত্রছাত্রীরা নিজেরা যেমন এই ধরনের ঘটনার প্রতিকার করতে পারবেন তেমনই গ্রামের বা পাশাপাশি এলাকার মানুষকেও সচেতন করতে পারবেন। প্রচারের জন্য দেওয়াল লিখন বা পোস্টার করতে খরচ হয়। সরকার থেকেই সেই খরচ দেওয়া হয়। সেই খরচ বাবদই এদিন প্রতিটি স্কুলের হাতে দশ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের মহকুমাশাসক সুরজিৎ রায়, দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনকেন্দু বিশ্বাস।

ফুটবল মাঠে সভাধিপতি
মাঠে নেমে ফুটবলে শট্ মারলেন জেলার সভাধিপতি। তারপরই শুরু হল ফুটবল ম্যাচ। ফুটবল লাভার্স ডে উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জেলা পরিষদ এমপ্লয়িজ ইউনিয়ন- এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এই আয়োজন। ম্যাচ খেলতে মাঠে নামে জেলা বাস্তুকার একাদশ ও মুখ্য সহায়ক একাদশ। গোলশূন্য ভাবেই ম্যাচ শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, আইএফএ’র কোষাধ্যক্ষ কৃষ্ণদাস পাল প্রমুখ। ম্যাচ ঘিরে জেলা পরিষদের কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দেয়। সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন হবে উদ্যোক্তারা জানিয়েছেন।

হিজলিতে ছাত্র সংঘর্ষ
ফের ছাত্র সংঘর্ষ হিজলি কলেজে। বৃহষ্পতিবার ছাত্র পরিষদের (সিপি) কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কর্মীরা। জখম হলেন অন্তত ৫ জন। এঁদের ৩ জন খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি। খড়্গপুর লোকাল থানার ওসি বিশ্বজিৎ সাহা বলেন, “বিকেলেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।” ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওই দিন নবীণবরণের অনুষ্ঠান চলাকালীন টিএমসিপি’র এক সমর্থক সিপি’র সমর্থক এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ। সিপি’র জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন,“ওই ছাত্রীকে শারীরিক ভাবে নির্যাতনের চেষ্টাও হয়। ছাত্রছাত্রীরা সরব হন। এ দিন সংগঠনের কর্মীদের উপর বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে হামলা করে টিএমসিপি কর্মীরা।” অভিযোগ উড়িয়ে টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন,“ একটা ঘটনা ঘটেছে। তবে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। বাইরে থেকে লোক নিয়ে গিয়ে সিপি’র কর্মীরা কলেজে হামলা করেছিল। গ্রামবাসীরা প্রতিবাদ করেছেন।” খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনা নিয়ে কলেজ ক্যাম্পাসে চাপা উত্তেজনা রয়েছে।

বেলদা কলেজে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান
বেলদা কলেজের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠান শুরু হল বৃহস্পতিবার। চলবে আজ, শুক্রবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা প্রমুখ। সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে কলেজে নানা অনুষ্ঠান ও কর্মসূচি হবে।

সমবায়ের শাখা
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের আরও একটি নতুন শাখার উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দুলর্ভগঞ্জে। বৃহস্পতিবার ব্যাঙ্কের ১৪তম শাখার উদ্বোধন করেন সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দুই জেলা ছাড়িয়ে কলকাতাতেও এই ব্যাঙ্কের একটি শাখা খুলেছে। এ দিন চন্দ্রকোনা রোডের নতুন শাখার উদ্বোধন করে শুভেন্দু বলেন, “দ্রুত উত্তরবঙ্গেও এই ব্যাঙ্কের শাখা খুলতে চলেছে।”

ফুটবল টুর্নামেন্ট
খড়্গপুর গ্রামীণ থানার ডুবগোয়ালে হল একদিনের ফুটবল টুর্নামেন্ট। ভোটারস স্পোর্টস অর্গানাইজেশন আয়োজিত ডুবগোয়াল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আটটি দল যোগদান করে। ফাইনালে পিংলার রঘুনাথ একাদশ, খড়্গপুরের ডেভিড একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবলার বঙ্কিম নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন সুকুমার মাইতি, শিবব্রত ভুঁইয়া প্রমুখ।

গণপিটুনিতে মৃত্যু
গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক দুস্কৃতির। মৃতের নাম তারাপদ কোটাল (৪০)। ডাকাতির উদ্দেশে সে মঙ্গলবার রাতে কেশিয়াড়ির খেজুরকুঠিতে এসেছিল বলে অভিযোগ। পরে স্থানীয় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে। শুরু হয়ে গণপিটুনি। পরে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে ওই গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঈদে বস্ত্রদান
ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করল সিপাইবাজারের স্কাইল্যাব ক্লাব। বৃহস্পতিবার মেদিনীপুরের ২০০ জন দুঃস্থ মানুষকে লুঙ্গি, শাড়ি ও একটি করে থালা দিয়ে সাহায্য করা হয়। ঈদের সময় প্রতি বছরই ক্লাবের পক্ষ থেকে এমন অনুষ্ঠান করা হয় বলে ক্লাবের উপদেষ্টা মহম্মদ রফিক জানিয়েছেন।

জিতল তৃণমূল
প্রায় তিন দশক ধরে বামেদের দখলে থাকা দাঁতন-১ ব্লকের ঘোলাই উদয়ভারতী হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। বামেদের অভিযোগ, তৃণমূলের হুমকির জেরে তাঁরা প্রার্থী দিতে পারেননি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হিজলিতে ছাত্র সংঘর্ষ
ফের হিজলি কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটল। ছাত্র পরিষদের (সিপি) কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কর্মীরা। জখম হলেন অন্তত ৫ জন। এঁদের মধ্যে ৩ জনকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.