বৃষ্টির জমা জলের সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো সাফাইকর্মীদের আচমকা ধর্মঘটে আজ অসহনীয় হয়ে ওঠে রাঁচি শহরের পরিবেশ। শহরের ঘনবসতিপূর্ণ এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকা পুরসভার ভ্যাটগুলি উপচে নোংরা, আবর্জনা ছড়িয়ে পড়েছে রাজপথে। মেন রোড, স্টেশন রোড, সার্কুলার রোড, হাজরিবাগ রোড, অ্যালবার্ট এক্কা চক, কাঁটাটোলি, ট্যাংরাটোলি, কাছারি মোড় সর্বত্র একই ছবি।
পুরসভা সূত্রের খবর, একটি বেসরকারি ঠিকা সংস্থার মাধ্যমে রাঁচি নগর নিগম এলাকায় সাফাইয়ের কাজ হয়। সাফাইকর্মীরা আজ কেন কাজ না-করে ধর্মঘটের ডাক দিয়েছেন, তা পুরসভার জানা নেই। |
এ দিকে সাফাই কর্মীদের তরফে বলা হয়েছে, বেতন এবং পিএফ সংক্রান্ত বিষয় নিয়ে ঠিকাদার সংস্থার কাছে অনেক দিন ধরেই কয়েক দফা দাবি পেশ করা হয়েছে। কিন্তু তাদের দাবিদাওয়া নিয়ে কেউই কোনও উচ্চবাচ্য করছে না। তাই শেষ অস্ত্র হিসেবেই তাঁরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছেন।
পুরকর্তারা জানিয়েছেন, ঠিকাদার সংস্থার সাফাইকর্মীরা কাজ না-করলে শুক্রবার থেকেই শহরের জমা জঞ্জাল অপসারণের জন্য নগর নিগম বিকল্প ব্যবস্থা করবে। |