দুর্ঘটনা থেকে রক্ষা সঙ্কেতে ভুল, ছুটতে ছুটতেই
ব্রেক বিমানে

রানওয়ে দিয়ে হুহু করে ছুটছিল বিমান। কয়েক সেকেন্ডের মধ্যেই উড়ে যাওয়ার কথা। বিমানের গতিবেগ তখন ঘণ্টায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার। ১০০ জন যাত্রী, চার জন সেবিকা সিটবেল্ট পরে আসনে বসে। এমনই এক সন্ধিক্ষণে সজোরে ব্রেক চাপলেন পাইলট। বিকট শব্দ করে ফেটে গেল পিছনের বাঁ দিকের চাকা। প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে ঘাবড়ে গেলেন যাত্রীরা। রানওয়ের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল বিমানটি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রী ও কর্মীরা।
বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতায়। জেট এয়ারওয়েজের ওই বিমান আগরতলা যাচ্ছিল। কিন্তু হঠাৎ এ ভাবে ব্রেক কষা হল কেন? বিমান সংস্থা সূত্রের খবর, ওড়ার ঠিক আগের মুহূর্তে পাইলট
দেখেন, ককপিটে লাল সঙ্কেত। এবং সেই সঙ্কেত বলছে, বিমানের সামনের দিকের দরজা খোলা! চোখ প্রায় কপালে উঠে যায় পাইলটের। এই অবস্থায় বিমান নিয়ে উড়ে গেলে বড় দুর্ঘটনায় পড়তে হতে পারে। এমনকী অত গতিবেগে আচমকা ব্রেক কষলেও যে বড় দুর্ঘটনার আশঙ্কা ষোলো আনা!
জেট এয়ারওয়েজের এক কর্তার কথায়, “পাইলটের কিছু করার ছিল না। কিছু বিধিবদ্ধ নিয়ম রয়েছে, যা মেনে চলতেই হয়। এটাও তেমনই এক নিয়ম। দরজা খোলার সঙ্কেত দেখেও তিনি তো উড়ে যেতে পারেন না! ব্রেক তাঁকে কষতেই হত।”
পরে অবশ্য জানা যায়, দরজা বন্ধই ছিল। ‘ভুল’ সঙ্কেত পৌঁছেছিল ককপিটে। এই নিয়ে গত কয়েক মাসে কখনও আকাশে, কখনও মাটিতে এ ভাবেই ককপিটে বারবার ভুল সঙ্কেত পাঠানোর ঘটনা ঘটেছে। আর সেই ‘ভুল’ সঙ্কেতের পরিণামে বৃহস্পতিবার আর একটু হলেই বড় সমস্যায় পড়তে যাচ্ছিল জেটের বিমান। শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়াতে পারার জন্য ওই বোয়িং ৭৩৭-৮০০ বিমানের পাইলট এবং তাঁর সহকারীকেই কৃতিত্ব দিয়েছে জেট এয়ারওয়েজ। কিছু দিন আগে উড়ন্ত অবস্থায় খসে পড়েছিল একটি বিমানের চাকা। সে-বার মহিলা পাইলটের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন যাত্রী ও বিমানকর্মীরা।
বিমানবন্দর সূত্রের খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ রানওয়ে থেকে দৌড় শুরু করে জেটের বিমান। মাত্র ২৫০ মিটার দৌড়ে গিয়েই আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে যায় সেটি। ছুটে যান বিমানবন্দরের অফিসারেরা। ১০ মিনিট পরে চাকা ফাটা অবস্থায় বিমানটি গড়িয়ে গড়িয়ে ফিরে যায় পার্কিং এলাকায়। তখনও যাত্রীরা বিমানের ভিতরেই বসে ছিলেন। পরে তাঁদের বিমান থেকে নামিয়ে আনা হয়। তত ক্ষণ প্রধান রানওয়েতে বন্ধ রাখতে হয় বিমান ওঠানামা। কারণ ওই রানওয়েতে ছড়িয়েছিটিয়ে পড়ে ছিল ছিঁড়ে যাওয়া টায়ারের টুকরো। চাকা বদল করে সন্ধ্যা ৬টায় জেটের বিমানটি যাত্রীদের নিয়ে আগরতলা উড়ে যায়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.