এ বার বিদ্যুৎ ক্ষেত্রে পা রাখতে চলেছে রাষ্ট্রায়ত্ত অ্যালুমিনিয়াম সংস্থা নালকো। বৃহস্পতিবার এ কথা জানান সংস্থার সিএমডি বি এল বাগরা। পাশাপাশি, অ্যলুমিনিয়াম ক্ষেত্রেও আরও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সংস্থা। রয়েছে ইস্পাত ক্ষেত্রে লগ্নি পরিকল্পনাও। এই সব মিলিয়ে সংস্থা প্রায় ৪০ হাজার কোটি টাকা লগ্নি করতে পারে বলে জানিয়েছেন বাগরা।
পরমাণু বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে ইতিমধ্যেই নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ গড়েছে নালকো। গুজরাতের কাকরাপাড়ে তৃতীয় ও চতুর্থ ইউনিটের প্রতিটিতে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়বে এই যৌথ উদ্যোগ সংস্থা। পাশাপাশি, অন্ধ্রপ্রদেশে বায়ু বিদ্যুৎ এবং ওড়িশাতেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়বে সংস্থা। সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির ভাবনাচিন্তাও করছে তারা। একটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র গড়তে ভেল, এনএমডিসি এবং নেভেলি লিগনাইট-এর সঙ্গে যৌথ উদ্যোগ করেছে নালকো।
বিদ্যুতের সঙ্গেই গুজরাত-সহ দেশের বিভিন্ন রাজ্যে নতুন অ্যালুমিনিয়াম কারখানা গড়ে তোলা এবং কারখানা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে বলে এ দিন জানিয়েছেন বাগরা। এর মধ্যে তাদের নিজস্ব ব্যবহারের জন্য বিদ্যুৎ কেন্দ্রও গড়ার প্রস্তাব দিয়েছে সংস্থা। এ ছাড়া, ইস্পাত কারখানা গড়তে ওড়িশার বারবিলে কলিঙ্গ আয়রন ওয়ার্কস কেনার প্রস্তাবও পেশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। |