অর্থমন্ত্রীর কাছে আর্জি শিল্পমহলের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সুদ কমানো, লগ্নির জন্য উৎসাহ প্রকল্প এবং কর-আইনে স্বচ্ছতা। মুখ থুবড়ে পড়া শিল্প আর তলানিতে ঠেকা বৃদ্ধির হারকে ফের চাঙ্গা করতে মূলত এই তিন দাওয়াইয়ের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের কাছে দরবার করলেন বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা। একই সঙ্গে শিল্পমন্ত্রী আনন্দ শর্মা তাঁদের প্রতিশ্রুতি দেন যে, শীঘ্রই লগ্নিতে উৎসাহ দিতে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। তবে এইচ ডি এফ সি-র কর্ণধার দীপক পারেখ-সহ প্রায় সকলেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ঝিমিয়ে পড়া অর্থনীতিতে নতুন রক্ত জোগাতে প্রথমেই নিশ্চিত করতে হবে সুদ কমানোর বিষয়টি। বিশেষত সম্প্রতি মূল্যবৃদ্ধির পারা কিছুটা নামার পর এ নিয়ে আর বিন্দুমাত্র দেরি করা উচিত নয় বলেই তাঁদের অভিমত।
|
ফের দাম বাড়ল বিমান জ্বালানির
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আর্থিক সঙ্কটে এমনিতেই টালমাটাল অবস্থা বিমান পরিবহণ শিল্পের। এ বার তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও ঘন করে ফের বিমান জ্বালানি এটিএফের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এবং এই নিয়ে টানা তিন বার। এই দফায় এটিএফের দাম বেড়েছে ৩.২৭%। ফলে নয়াদিল্লিতে প্রতি কিলোলিটারে দর ২,১৩০.১৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,১৩৫.৭৬ টাকা। এর আগে গত ১৬ জুলাই ও ১ অগস্ট দাম বাড়ে যথাক্রমে ১.৭% ও ৪.৫%।
এ দিকে, এ দিনই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, এই মুহূর্তে ডিজেল ও রান্নার গ্যাস বিক্রি করে তারা দিনে ৪৫০ কোটি টাকা লোকসান গুনছে। যার কারণ ডলারে টাকার দাম কমা এবং বিশ্ব বাজারে তেলের দাম বাড়া।
|
হার্ডওয়্যার পার্ক তৈরিতেও উদ্যোগী রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার পার্ক গড়ে তোলার দিকেও নজর দিচ্ছে রাজ্য। বিভিন্ন জেলা ছাড়া রাজারহাটেও এই পার্ক তৈরির জন্য জমি দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের বৃহত্তম কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির শো-রুম উদ্বোধন করে এ কথা জানান শিল্প-তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, এ রাজ্য ২০১৫-র মধ্যে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের ২৫% দখলে আনার লক্ষ্যে এগোচ্ছে। সেই লক্ষ্যমাত্রা ছুঁতে সফটওয়্যার ও হার্ডওয়্যার, দু’দিকেই জোর দিতে হবে। এ দিন শহরে চালু হল লালানি ইনফোটেক-এর ১১ হাজার বর্গফুটের শো-রুম। সংস্থার অন্যতম কর্তা উমং লালানির দাবি, আগামী ২ বছরে পশ্চিমবঙ্গ-সহ পূর্বাঞ্চলে ২৫টি বিপণি খুলবেন। লগ্নি গড়ে ৩-৪ কোটি টাকা।
|
বিদেশে অধিগ্রহণ কেয়ার্ন ইন্ডিয়ার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলের অরেঞ্জ বেসিনে একটি গ্যাস ব্লকের ৬০% শেয়ার কিনল কেয়ার্ন ইন্ডিয়া। সংস্থা সূত্রের দাবি, দেশের বাইরে এটিই তাদের প্রথম অধিগ্রহণ। এই জন্য দক্ষিণ আফ্রিকার পেট্রোলিয়াম অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে তারা। বিষয়টি এ বার সে দেশের নিয়ন্ত্রক সংস্থার সায়ের অপেক্ষায়।
|
পাল্লা (৫কেজি) |
কাঁচালঙ্কা (বুলেট) |
১১০-১৩০ |
পেঁয়াজ (রাজস্থান) |
৫৫ |
পেঁয়াজ (নাসিক) |
৪০ |
ঝিঙে |
৫০-৭০ |
পটল |
৪০-৪৫ |
বেগুন (বড়) |
৮০-১৬০ |
উচ্ছে |
৭০-৮৫ |
ঢেঁড়স |
৪৫-৫০ |
করলা |
৪০-৪৫ |
টম্যাটো |
১১০ |
আলু (৫০ কেজি বস্তা) |
৫৮০ |
সব দাম টাকায় |
|