সকলের জন্য উন্নয়নের প্রক্রিয়ায় এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকেও সামিল করতে উদ্যোগী হল কেন্দ্র।
এখন থেকে মোট ৩২টি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় দেয় ভর্তুকির অর্থ সরাসরি প্রাপকদের কাছে পাঠাতে চায় সরকার। সে জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দেশের প্রতিটি পরিবার পিছু অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে তারা। সে ক্ষেত্রে যে কোনও পরিবারেরই অন্তত একটি অ্যাকাউন্ট ‘কোর ব্যাঙ্কিং’ (ইন্টারনেট মারফত বিভিন্ন শাখার মধ্যে অর্থ লেনদেন ও যোগাযোগের সুবিধা) ব্যবস্থা রয়েছে, এমন ব্যাঙ্কে থাকতে হবে বলেও নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্র।
বিষয়টি কার্যকর করার ভার বিভিন্ন ব্যাঙ্ককে নিয়ে গড়া রাজ্য স্তরের কমিটির (এসএলবিসি কনভেনর ব্যাঙ্কস) উপর দিয়েছে অর্থ মন্ত্রকের পরিষেবা দফতর। এর জন্য ব্যাঙ্কগুলিকে সাম্প্রতিক ভোটার তালিকার সাহায্য নিতে বলেছে তারা। যাতে ওই তালিকা ধরে ধরেই পরিবার পিছু অন্তত একটি সেভিংস অ্যাকাউন্ট আছে কি না মিলিয়ে নেওয়া যায়। এবং না-থাকলে খোলার ব্যবস্থা করা যায়। তবে অনেক পরিবারে একাধিক অ্যাকাউন্টও থাকতে পারে বলে, কেন্দ্রের নির্দেশ, মোট পরিবারের ১০০ শতাংশেরও বেশি (১২৫-১৪০%) হতে হবে অ্যাকাউন্টের সংখ্যা।
আপাতত আর্থিক পরিষেবা দফতরটি ওই কমিটিকে রাজ্যের ভিত্তিতে পরিবার ও সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা সংক্রান্ত তথ্য জমা দিতে বলেছে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে।
প্রসঙ্গত, গত ২০১১-র জনগণনা অনুসারে ভারতে প্রায় ৫৮.৭% পরিবার ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা নিচ্ছে। অর্থাৎ সংখ্যার বিচারে ২৪.৬৯ কোটি পরিবারের মধ্যে ১৪.৪৮ কোটি। অন্য দিকে পরিসংখ্যান বলছে, সরকারের ‘স্বাভিমান’ প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় এ যাবৎ খোলা হয়েছে ৩.২৫ কোটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। |