নতুন ইস্যুর ক্ষেত্রে ছোট লগ্নিকারীদের হাতে শেয়ার তুলে দেওয়ার ব্যবস্থা পাকা করল সেবি।
শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড শিল্পকে চাঙ্গা করতে বৃহস্পতিবার এক গুচ্ছ ব্যবস্থার কথা ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। এর আওতাতেই শেয়ার বাজার নির্ভর মিউচুয়াল ফান্ডে করছাড়ের সুপারিশও করেছেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান ইউ কে সিংহ। অন্য দিকে, সংস্থার শেয়ার বিলগ্নিরও নতুন পথনির্দেশ দিল সেবি।
খুচরো লগ্নিকারীরা এখন থেকে নতুন ইস্যু বা আইপিও-র মাধ্যমে শেয়ার কেনার আবেদন করলে নিশ্চিত ভাবে অন্তত ন্যূনতম শেয়ার পাবেন। এত দিন আবেদন করলেও অনেক সময়েই, বিশেষ করে তুলনায় অল্প শেয়ার কেনার আবেদন করলে একটি শেয়ারও মিলত না। নতুন শেয়ার কেনার ক্ষেত্রে যে সব লগ্নিকারী ২ লক্ষ টাকা পর্যন্ত শেয়ার কেনার জন্য আবেদন করেন, তাঁরাই খুচরো বা ছোট লগ্নিকারী হিসাবে স্বীকৃত।
অন্য দিকে, বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দাম চূড়ান্ত করায় শেয়ার ছাড়ার কমপক্ষে ৫ দিন আগে মূল্যবন্ধনী ঘোষণা করতে হবে। বর্তমান নিয়মে দু’দিন আগে তা ঘোষণা করা বাধ্যতামূলক। |
বাজারে নথিভুক্ত সব সংস্থাকে ২০১৩-র জুনের মধ্যে অন্তত ২৫% শেয়ার বাজারের হাতে তুলে দেওয়ার শর্ত পূরণ করতেই বিলগ্নিকরণ নিয়ে সুপারিশ করেছে সেবি। এখন থেকে বোনাস বা রাইট শেয়ার ইস্যু করা ছাড়াও বিলগ্নিকরণের লক্ষ্যে আরও দু’টি বিকল্প ব্যবস্থা নেওয়া যাবে। প্রথমত, নিলামের মাধ্যমে শেয়ার বিক্রি করা যাবে আর্থিক সংস্থাকে। দ্বিতীয়ত, দফায় দফায় শেয়ার ছাড়া যাবে বাজারে।
রাজীব গাঁধী ইকুইটি সেভিংস প্রকল্পের আওতায় শেয়ার বাজার ভিত্তিক মিউচুয়াল ফান্ডের লগ্নিকারীদেরও করছাড় দেওয়ার সুপারিশ করেছে সেবি। বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় শেয়ার বাজারকে চাঙ্গা করতে রাজীব গাঁধী ইকুইটি সেভিংস প্রকল্প চালু করেন। প্রকল্পে সরাসরি শেয়ারে ৫০ হাজার টাকা পর্যন্ত লগ্নি করে তা কমপক্ষে ১ বছর ধরে রাখলে বিশেষ করছাড় মেলে। ওই সুবিধা এ বার মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ারে লগ্নির ক্ষেত্রেও দিতে বলেছে সেবি।
আরও বেশি লগ্নিকারীকে সুযোগ দিতে ছোট ছোট শহরেও যাতে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি ব্যবসা বাড়াতে পারে, তার জন্যও উদ্যোগী হয়েছে সেবি। ওই সব অঞ্চলে ব্যবসা বাড়ালে মিউচুয়াল ফান্ডগুলিকে তাদের তহবিল পরিচালন খরচ বাবদ বাড়তি অর্থ লগ্নিকারীদের কাছ থেকে আদায় করার অনুমতিও দিয়েছে সেবি। পাশাপাশি এ বার থেকে পরিষেবা কর দিতে হবে লগ্নিকারীকেই। চলতি নিয়মে ওই কর মিউচুয়াল ফান্ড সংস্থাকেই বহন করতে হয়। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সেবির এই দুই পদক্ষেপ মিউচুয়াল ফান্ডে লগ্নির খরচ বাড়িয়ে উৎসাহে ভাটা ফেলতে পারে। অন্য দিকে, নির্ধারিত সময়ের আগে প্রকল্পের টাকা তুলে নিলে যে অতিরিক্ত অর্থ লগ্নিকারীকে দিতে হয়, এ বার থেকে তা প্রকল্পের তহবিলেই যুক্ত হবে জানিয়েছে সেবি। এত দিন এই টাকা পেত সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিই।
এ দিকে টানা দু’দিন ওঠার পর এই দিন প্রায় ৭১ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়ায় ১৭,৬৫৭.২১ অঙ্কে। এ দিন বড় মাপের পতন হয়েছে আইটিসির শেয়ার দরে। সিগারেট তৈরির অগ্রণী ওই সংস্থার শেয়ার দর এক ধাক্কায় প্রায় ৪% পড়ে যায়। সিগারেটের প্যাকেটে সংস্থার লোগো ছাপানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। লগ্নিকারীদের আশঙ্কা, ভারতেও ওই বাধানিষেধ চালু হতে পারে। বাজার সূত্রে খবর, মূলত এই আশঙ্কার জেরেই এ দিন আইটিসির শেয়ার দর দ্রুত নামে। |