|
|
|
|
স্বাধীনতা দিবসে নানা অনুষ্ঠান শিল্পাঞ্চলে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল ও রানিগঞ্জ |
নাচে, গানে, আবৃত্তিতে শিল্পাঞ্চলে পালিত হল স্বাধীনতা দিবস। আসানসোল পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল সিটি বাসস্ট্যান্ড-সহ একাধিক জায়গায় পতাকা উত্তোলন করেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। বার্নপুরের ইস্কো কারখানার উদ্যোগে বার্নপুর স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন কারখানার চিফ এক্সিকিউটিভ অফিসার নওয়াল কিশোর ঝা। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের উদ্যোগে আসানসোল লোকো ময়দানে পতাকা তোলেন আসানসোলের ডিআরএম সঞ্জয় কেহেলট। ইসিএলের উদ্যোগে কুলটির সাঁকতোড়িয়াতেও দিনভর নানা অনুষ্ঠান হয়। স্থানীয় ফুটবল স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা তোলেন ইসিএলের সিএমডি রাকেশ কুমার। বিভিন্ন ক্লাব ও গণসংগঠনের পক্ষ থেকে দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়।
রানিগঞ্জের মহাত্মা গাঁধী স্কুলে পতাকা উত্তোলন করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল বিএনআর মোড় বিএনআর ক্লাব বিনা খরচে চক্ষু পরীক্ষা এবং রক্তের শ্রেণি নির্ণয় শিবিরের আয়োজন করে। ছিলেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক। অন্ডালের খান্দরা তৃণমূলের পক্ষ থেকে সিদুলি থেকে খান্দরা পর্যন্ত ২ কিমি রাস্তায় ২৫০টি গাছ লাগানো হয়। অন্ডাল মোড় থেকে সিদুলি পর্যন্ত প্রায় ১০ কিমি ম্যারাথন দৌড়ের আয়োজন হয়। জামুড়িয়ার দরবার ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ছিল একটি নাটক। চিচুড়িয়া পঞ্চায়েতে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা না থাকায় পঞ্চায়েত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা করে আঞ্চলিক তৃণমূল কমিটি। উখড়া পুরাতন হাটতলা মোড়ে সাতটি সংযোগকারী রাস্তা পাকা করার কাজ শুরুর সূচনা করেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। |
|
|
|
|
|