টুকরো খবর
বার্নপুরে ইভটিজিংয়ে মূল অভিযুক্ত ধৃত
গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় ওঠা ইভটিজিংয়ের অভিযোগে বার্নপুরে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে প্রদীপ দে নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সে-ই মূল অভিযুক্ত। আসানসোল আদালত তাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে। এ নিয়ে মোট পাঁচ জনকে ধরা হল। মঙ্গলবার বার্নপুরের ইস্কো হাসপাতালে মৃত্যু হয় অষ্টম শ্রেণির ছাত্রী উজ্জ্বলা প্রসাদের। তার বাবা মনোজ প্রসাদ পুলিশে অভিযোগ করেন, স্কুল এবং টিউশনে যাওয়ার পথে কিছু ছেলে তার মেয়েকে উত্ত্যক্ত করত। প্রতিবাদ করায় উল্টে তাঁদেরই অপমান করা হয়েছিল। মৃত্যুকালীন জবানবন্দিতে উজ্জ্বলাও পুলিশ ও আসানসোলের এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালকে তেমনই জানায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ অবশ্য জানিয়েছিল, প্রদীপের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গণ্ডগোলের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে গ্রেফতারের পরে তাকে কেন হেফাজতে নেওয়া হল না, সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে চায়নি।

তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
—নিজস্ব চিত্র।
এক সিপিএম সমর্থকের পাট্টা পাওয়া জমি দখলের অভিযোগ উঠেছে কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বুধবার দুর্গাপুরের পরানগঞ্জের ঘটনা। বৃহস্পতিবার সিপিএমের পক্ষ থেকে মহকুমাশাসকের কাছে অভিযোগও দায়ের করা হয়। মহকুমাশাসক আয়েষারানি বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সিপিএমের জেমুয়া বিধাননগর লোকাল কমিটির সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ, বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ পরানগঞ্জের বাসিন্দা জগবন্ধু পালের পাট্টা পাওয়া ৬ শতক জমি জাতীয় পতাকা ও তৃণমূলের দলীয় পতাকা দিয়ে ঘিরে দেওয়া হয়। তিনি বলেন, “১০-১৫ জন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থক হঠাৎ এমন কাণ্ড ঘটায়। জগবন্ধুবাবুর স্ত্রী অর্চনাদেবী বাধা দিতে গেলে তাঁকেও অশালীন কথাবার্তা বলা হয়।” জগবন্ধুবাবু জানান, ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর তাঁর বাবা শিশির পালকে ওই জমির পাট্টা দেওয়া হয়। তাঁর অভিযোগ, জমি দখল করে তৃণমূল ওখানে দলীয় কার্যালয় গড়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “আমার স্ত্রী বাধা দিতে গেলে তাঁকে গালিগালাজ করা হয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি।” তৃণমূলের শিল্পাঞ্চল সভাপতি তথা বিধায়ক শহরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ইঞ্জিনিয়ারিং কলেজে অনশন
বিভিন্ন অনিয়মের অভিযোগে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চুক্তিভিত্তিক অধ্যাপকদের রিলে অনশন পাঁচ দিন পেরোলো বৃহস্পতিবার। তাঁদের নেতা অসীম ঘটকের অভিযোগ, কলেজে কোনও সার্ভিস রুল নেই। এমনকী অন্যান্য অস্থায়ী কর্মীদের সরকার নির্ধারিত বেতনের অর্ধেকও দেওয়া হয় না। এছাড়া রাজের্য অন্যান্য বেসরকারি কলেজগুলিতে যে ডিএ দেওয়া হয় তা এখানে স্বপ্ন। বার্ষিক ইনক্রিমেন্টের কোনও ব্যবস্থা নেই বলে জানান তিনি। তবে ১৮ জন চুক্তিতে নিযুক্ত অধ্যাপক রিলে অনশনে যোগ দেওয়ার পরে তাঁদের চাকরির সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু অধ্যাপকেরা জানান, সমস্ত দাবি না মেটা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন। কলেজের ডিরেক্টর অতীন চৌধুরী বলেন, “এক বছরের চুক্তিতে যে সমস্ত অধ্যাপকদের নিয়োগ করা হয়েছিল তাঁদের মেয়াদ ৬ মাস বাড়িয়ে দেওয়ায় কর্তৃপক্ষের কী অপরাধ তা আমরা বুঝতে পারছি না। অন্য দাবিগুলি ঠিক নয়। বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করছি।”

কারখানায় জখম কর্মী
কনভেয়ার বেল্টে আটকে গিয়ে ডান পা পিষ্ট হয়ে গিয়েছে এক কর্মীর। বৃহস্পতিবার ভোরে জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকে একটি স্পঞ্জ আয়রণ কারখানার ঘটনা। ওই কর্মীকে প্রথমে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে সেখান থেকে কলকাতা স্থানান্তর করা হয়েছে।

পরাশকোলে ক্ষোভ
কেকেএসসির নেতৃত্বে কোলিয়ারির ম্যানেজারের কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। বৃহস্পতিবার পরাশকোল কোলিয়ারির ঘটনা। কর্মীদের অভিযোগ, খনিগর্ভে সুরক্ষা অনিশ্চিত। কয়লা বের করে নেওয়ার পর বিপজ্জনক জায়গাগুলিতে বিধি মেনে সাপোর্ট ওয়াল দেওয়া হচ্ছে না। এছাড়া খনিগর্ভে খোলা বাতাস চলাচলের উপযুক্ত ব্যবস্থা নেই। ওভারটাইম কাজও ম্যানেজার তাঁর পছন্দের কর্মীকে দিচ্ছেন বলে অভিযোগ। কর্তৃপক্ষ জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চায়েতে তালা
স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা না তোলায় পঞ্চায়েত কার্যালয়ে কর্মীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মদনপুর ও চুরুলিয়া পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, দিনভর তাঁরা গেটে তালা লাগিয়ে রাখে। শেষে এই দুই প্রধান লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.