টুকরো খবর |
টেন্ডারে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পঞ্চায়েতে টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল খোদ প্রধানের বিরুদ্ধে। সোমবার এর জেরে রামনগর ২ ব্লকের বাদলপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অশোক দাসকে ঘেরাও করেন স্থানীয় তৃণমূলকর্মী মানস মাইতি, অসীম রায়-সহ স্থানীয় ঠিকাদার ও গ্রামবাসীরা। পরে অশোকবাবু মুচলেকা দেওয়ায় ঘেরাও তুলে নেওয়া হয়। রামনগর ২-এর বিডিও সুকান্ত সাহার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগও করেন বিক্ষোভকারীরা। বিডিও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তৃণমূলকর্মী ও ঠিকাদার ও স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাদলপুর পঞ্চায়তের পক্ষ থেকে বিআরজেএফ ফান্ডে চারটি কাজের জন্য কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই প্রধান ননীগোপাল জানা গত ২ অগস্ট টেন্ডার ডাকেন। টেন্ডার ফর্ম তোলা ও জমা দেওয়ার শেষ দিন সাব্যস্ত করেন ছুটির দিন, ৯ অগস্ট। এ নিয়ে বেশ কিছু ঠিকাদার বিডিও ও পঞ্চায়েত সচিবের কাছে অভিযোগও করেন। সোমবার টেন্ডার ফর্ম খোলার নির্ধারিত দিনে প্রধান নিজে হাজির না থেকে পঞ্চায়েত কর্মী সুব্রত পালের হাত দিয়ে চারটি টেন্ডার ফর্ম নির্মাণ সহায়কের কাছে জমা দিতে পাঠান বলে অভিযোগ। তখনই ফর্ম খোলার অপেক্ষায় থাকা ঠিকাদার ও গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন ওই কর্মীকে। এরপরেই নির্মাণ সহায়ককে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। দিনভর ঘেরাওয়ের পরে অশোকবাবু প্রধান গোপনে টেন্ডার ফর্ম জমা দিতে পাঠিয়েছিলেন বলে মুচলেকা দেওয়ায় ঘেরাও ওঠে। প্রধান ননীগোপাল জানার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “জেলা পরিষদে অভিযোগ এসেছে। রামনগর ২ পঞ্চায়েত সমিতিকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।”
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
গণবন্টন ব্যবস্থাকে ত্রুটি মুক্ত করতে মহকুমার সমস্ত রেশন ডিলারদের নিয়ে প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। ঘাটাল টাউন হলের এই শিবিরে হাজির ছিলেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, খাদ্যমন্ত্রীর প্রতিনিধি শ্যাম পাত্র, মহকুমা খাদ্য নিয়ামক-সহ ব্লক,পঞ্চায়েত ও পুরসভার প্রতিনিধিরা এবং ২১৬ জন ডিলার। শিবিরে স্বচ্ছভাবে গণবন্টন ও কোনও উপভোক্তা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিয়ে আলোচনা হয়। সরকারি আধিকারিকরা প্রতি ডিলারকে রেট বোর্ড টাঙানো এবং নিয়মিত দোকান খুলে রাখার নির্দেশ দেন। এছাড়া মহকুমায় যে প্রায় ৩৫ হাজার ভুয়ো রেশন কার্ড রয়েছে সেগুলি যাতে দ্রুত দফতরে জমা দেওয়া হয়, তার জন্যও ডিলারদের কড়া নির্দেশ দেওয়া হয়। ডিলারদের সংগঠনের পক্ষে রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “সরকারি নিয়ম মেনেই ব্যবসা করছি। অনেক সমস্যা কথাও বলেছি। ভুয়ো কার্ড যে ডিলারদের কাছে আছে তা খোঁজ নেওয়া হবে।”
|
বিক্ষোভ সভা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মঙ্গলবার একগুচ্ছ দাবিতে ভগবানপুর-১ ব্লকের তৃণমূল পরিচালিত শিমূলিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ সভা করল সিটু ও কৃষকসভা। উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত মহাপাত্র, জোনাল নেতা সুভাষ দাস, কৃষকসভার নেতা ভক্তিপদ শ্রী প্রমুখ। অভিযোগ, ভীমেশ্বরী থেকে মাধাখালি যাওয়ার সাত কিলোমিটার রাস্তা গত দু’বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে থাকলেও তা সংস্কার করা হচ্ছে না। অথচ ওই রাস্তা দিয়েই বড়বড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ইটাবেড়িয়া যান অসংখ্য মানুষ। একশো দিনের কাজে দুর্নীতি এবং বিপিএল তালিকার সার্ভেতেও পক্ষপাতিত্বের অভিযোগ করেন ওই দুই সংগঠনের সদস্যরা। ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের হারুন রশিদ বলেন, “রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদ প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে। দ্রুত কাজ শুরুর জন্য উদ্যোগী হয়েছে প্রশাসন।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
যাত্রিবাহী গাড়ির ধাক্কায় মারা গেলেন এক প্রৌঢ় পথচারী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের জামতলা বাসস্টপের কাছে। স্থানীয় রাজনগর গ্রামের বাসিন্দা লুতসার খান (৫৯) হেঁটে ব্রজলালচকের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রৌঢ়কে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান লুতসার। গাড়ির চালককে ঘিরে রাখেন এলাকাবাসী। পরে ভবানীপুর থানার পুলিশ গিয়ে বরুণ সামন্ত নামে ওই চালককে গ্রেফতার করে। আটক করা হয়েছে গাড়িটিও। মৃতদেহটি হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীবহনের ফলে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারায়।
|
চুরির ঘটনায় ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • এগরা |
এক বছর আগের একটি চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকার শুভেন্দু বিষয়ীকে সোমবার বাড়ি থেকে ধরা হয়। মঙ্গলবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, এক বছর আগে পটাশপুর থানার মথুরা সমিতি থেকে নগদ টাকা ও মুল্যবান জিনিস চুরি হয়। ওই একই ঘটনায় গত শুক্রবার রাতে লালগড় থানার বালিগুমা গ্রামের মানস মণ্ডল গ্রেফতার হন। পুলিশ জানায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে।
|
নতুন ভবন
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘাটাল টাউন লাইব্রেরির নবনির্মিত ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক অভিজিৎ ভৌমিক। অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, পুরপ্রধান জগন্নাথ গোস্বামী। প্রায় বছর দশেক ধরে পুরানো এই গ্রন্থাগারটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে ছিল। চাঙর খসে গ্রন্থাগারের সদস্য ও কর্মীদের জখম হওয়ার ঘটনাও ঘটেছে।
|
বিদ্যাসাগরের ফল প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পার্ট-৩ পাশ কোর্সের ফল প্রকাশিত হবে শুক্রবার। ওই দিনই কলেজ থেকে ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন। কলেজ থেকেই মার্কশিটও পেয়ে যাবেন পড়ুয়ারা। এছাড়া ইন্টারনেটেও (www.vidyasagar.ac.in) ফল জানা যাবে বলে পরীক্ষা নিয়ামক নিরঞ্জন মণ্ডল জানিয়েছেন। এরই সঙ্গে ভোকেশনাল বিভাগেরও ফল প্রকাশিত হবে এ দিন। |
|