২০১৬ অলিম্পিকের শহরে পৌঁছে গেল অলিম্পিক পতাকা। ব্রাজিলে আগামী চার বছরে খেলাধুলোর পরপর দুটো বিশ্বসেরা টুর্নামেন্ট। ২০১৪-এ বিশ্বকাপ ফুটবলের পরে ২০১৬ রিও অলিম্পিক। লন্ডন গেমস রবিবার রাতে শেষ হতেই সেখান থেকে অলিম্পিক পতাকা নিয়ে পরের গেমসের সংগঠক দেশের প্রতিনিধিরা নিজেদের শহরে পৌঁছে যান। রিও বিমানবন্দরে উড়ান থেকে অলিম্পিক পতাকা হাতে নেমে আসেন রিও-র মেয়র এদুয়ার্দো পেজ। সঙ্গে ছিলেন ২০১৬ অলিম্পিক সংগঠক কমিটির প্রধান আর্থার নুম্যান ও রিও-র গভর্নর সের্গিও কাবরাল। প্রচুর উৎসাহী ব্রাজিলীয় তাঁদের বিমানবন্দরেই সহর্ষ অভিনন্দন জানায়। “রিওতে অলিম্পিক পতাকা পৌঁছনোর মুহূর্তটা গোটা ব্রাজিলের কাছে উৎসবপালনের সেরা সময়,” বলেছেন পেজ।
একই বিমানে লন্ডন অলিম্পিক ফেরত বেশ কিছু ব্রাজিলীয় অ্যাথলিটও ছিলেন। কয়েকজনের গলায় ঝুলছিল লন্ডন গেমসে জেতা পদক। ব্রাজিল ২০১২ অলিম্পিকে ৩টি সোনা-সহ মোট ১৭টি পদক জিতেছে। লন্ডন গেমসে রোয়িংয়ে ব্রোঞ্জজয়ী ব্রাজিলীয় অ্যাথলিট রবার্ট স্কিডের উচ্ছ্বসিত মন্তব্য, “এ বারের অলিম্পিক থেকে পদক নিয়ে দেশে ফেরার পাশপাশি নিজের দেশে পরের অলিম্পিকের পতাকা নিয়েও ফিরতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। আমাদের দেশের প্রতিটি অ্যাথলিটের কাছে এটা একটা দুর্দান্ত সম্মান।” পরের অলিম্পিক আয়োজনের কাজ অনেকটাই এগিয়ে গেছে ব্রাজিলে। ব্রাজিল অলিম্পিক কমিটি থেকে বলা হয়েছে, ২০১৬ গেমসের অনেক স্টেডিয়াম তার দু’বছর আগে ২০১৪ বিশ্বকাপ ফুটবলেও ব্যবহৃত হবে। |