অসম চুক্তি ফের বিবেচনার পরামর্শ প্রণবের |
অসম চুক্তি নিয়ে ফের ভাবনাচিন্তা করা প্রয়োজন বলে বার্তা দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ স্বাধীনতা দিবসের আগে দেশবাসীর উদ্দেশে বক্তৃতায় এই মন্তব্য করেছেন তিনি।
অসমে অনুপ্রবেশকারী-বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৮৫ সালের ১৫ অগস্ট স্থানীয় ছাত্র নেতাদের সঙ্গে অসম চুক্তি স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তাল হয়েছে অসম। আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, অসমের ক্ষত নিরাময়েই অসম চুক্তি হয়েছিল। ন্যায়বিচার ও জাতীয় স্বার্থে সেই চুক্তি নিয়ে ফের ভাবনা-চিন্তা করা প্রয়োজন। তাঁর বক্তব্য, পুরনো আগুন নেভেনি। ছাইচাপা হয়ে জ্বলছে। |
সংখ্যালঘুদের নিরাপত্তার উপরে জোর দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর মতে, আগ্রাসন থেকে সংখ্যালঘুদের রক্ষা করা প্রয়োজন। শান্তি রক্ষা করতে হবে। কারণ, অর্থনৈতিক উন্নতি শান্তি ছাড়া সম্ভব নয়।
রামদেব ও অণ্ণা হজারেদের দুর্নীতি-বিরোধী আন্দোলন নিয়ে এখন সরগরম রাজধানী। কারও নাম উল্লেখ না করলেও প্রণববাবু বলেছেন, কোনও আন্দোলন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে খাটো করলে বিশৃঙ্খলা দেখা দেবে। আইনসভার কাছ থেকে আইন তৈরির ক্ষমতা বা বিচারবিভাগের কাছ থেকে বিচারের অধিকার কেড়ে নেওয়া যায় না। সংসদ দেশের আত্মা। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের অধিকার সকলেরই আছে বলে স্বীকার করে নিয়েছেন প্রণববাবু।
অর্থনীতির সত্যিই প্রগতি হয়ে থাকলে দরিদ্র মানুষের উন্নতি হওয়া উচিত বলে মনে করেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য, তরুণ প্রজন্মকে শিক্ষার সুযোগ দিতে হবে। তবেই অর্থনীতি এগোতে পারে। তরুণ প্রজন্মকে উপযুক্ত সুযোগ না দিলে তারা রাগে ফেটে পড়তে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছেন প্রণববাবু। |